শিরোনাম
◈ জাতীয় পতাকার নকশাকার শিব নারায়ণ দাস মারা গেছেন ◈ ইরানের ইস্পাহান ও তাব্রিজে ইসরায়েলের ড্রোন হামলা, ৩টি ভূপাতিত (ভিডিও) ◈ ভেটোর তীব্র নিন্দা,মার্কিন নীতি আন্তর্জাতিক আইনের নির্লজ্জ লংঘন : ফিলিস্তিন ◈ স্কুল পর্যায়ের শিক্ষার্থীদের গল্প-প্রবন্ধ নিয়ে সাময়িকী প্রকাশনা করবে বাংলা একাডেমি ◈ দক্ষিণ ভারতে ইন্ডিয়া জোটের কাছে গো-হারা হারবে বিজেপি: রেভান্ত রেড্ডি ◈ ভারতের পররাষ্ট্র সচিব বিনয় মোহন কোয়াত্রার ঢাকা সফর স্থগিত ◈ চিকিৎসকদের সুরক্ষা নিশ্চিত করতে সংসদে আইন পাশ করব: স্বাস্থ্যমন্ত্রী ◈ ব্রিটিশ হাইকমিশনারের সঙ্গে বিএনপি নেতাদের বৈঠক ◈ উপজেলা নির্বাচন: মন্ত্রী-এমপিদের আত্মীয়দের সরে দাঁড়ানোর নির্দেশ আওয়ামী লীগের ◈ বোতলজাত সয়াবিনের দাম লিটারে ৪ টাকা বাড়লো

প্রকাশিত : ৩০ সেপ্টেম্বর, ২০১৮, ০৩:১৬ রাত
আপডেট : ৩০ সেপ্টেম্বর, ২০১৮, ০৩:১৬ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

বাংলাদেশের সঙ্গে গভীর সম্পর্ক গড়তে আগ্রহী উত্তর কোরিয়া: পাক সং ইউপ

তরিকুল ইসলাম : ঢাকায় নবনিযুক্ত উত্তর কোরিয়ার রাষ্ট্রদূত পাক সং ইউপ বলেছেন, বাংলাদেশের সঙ্গে উত্তর কোরিয়া গভীর ও বন্ধুত্বপূর্ণ সম্পর্ক গড়তে আগ্রহী।

উত্তর কোরিয়া ওয়াকার্স পার্টির ৭৩তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষ্যে শনিবার জাতীয় প্রেসক্লাবে আয়োজিত এক সেমিনারে তিনি এ কথা বলেন।

সেমিনারের আয়োজন করে জার্নালিস্ট ফোরাম অব বাংলাদেশ ইনন্সিটিউট অব জুচে আইডিয়া। সভাপতিত্ব করেন জার্নালিস্ট ফোরাম অব বাংলাদেশ ইনন্সিটিউট অব জুচে আইডিয়ার সভাপতি জামালউদ্দিন জামাল। অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন বাংলাদেশ ইনস্টিটিউট অব জুচে আইডিয়ার চেয়ারম্যান রফিকুল ইসলাম বাবলু, সাংবাদিক এরশাদ মজুমদার প্রমুখ।

প্রধান অতিথির বক্তব্যে ঢাকায় নিযুক্ত উত্তর কোরিয়ার রাষ্ট্রদূত বলেন, বাংলাদেশে এসে আমি আনন্দ বোধ করছি।বাংলাদেশের জনগণের সঙ্গে উত্তর কোরিয়ার জনগণের বন্ধুত্ব রয়েছে। আগামী দিনেও আমরা উভয় দেশের গভীর ও বন্ধুত্বপূর্ণ সম্পর্ক বজায় রাখতে চাই। যদিও আমি এখানে নতুন।

বিশেষ অতিথির বক্তব্যে ঢাকা বিশ্ব বিদ্যালয়ের অধ্যাপক ড. মেসবাহ কামাল বলেন, মার্কিন যুক্তরাষ্ট্র এখন উত্তর কোরিয়াকে ভয় পায়।
দেশটি মার্কিন সাম্রাজ্যবাদের বিরুদ্ধে লড়াই করে টিকে আছে। উত্তর কোরিয়া পরমাণু শক্তিতে শক্তিশালী হয়েছে। আমাদের প্রত্যাশা পরমাণু শক্তি শান্তির পক্ষে ও সাম্রাজ্যবাদের বিরুদ্ধে ব্যবহার হবে।

জেষ্ঠ্য সাংবাদিক মাহবুব আলম বলেন, ওয়ার্কাস পার্টির নেতৃত্বে সমাজতন্ত্রের মধ্যে দিয়েই উত্তর কোরিয়া তার উন্নয়ন ঘটাতে সক্ষম হয়েছে। দেশটির স্বনির্ভরতা সমাজতন্ত্রই এনে দিয়েছ। সাম্রাজ্যবাদের এই সময়ে আমাদেরকে সমাজতন্ত্রের দিকে ধাবিত হতে হবে। আমাদের স্বাধীনতার এত সময় পরেও আমরা কি পেরেছি দৃশ্যমান কোনো উন্নয়ন করতে।

সাবেক সংসদ সদস্য সৈয়দ দিদার বখত বলেন, উত্তর কোরিয়ার সঙ্গে বাংলাদেশের জনগণের মিল রয়েছে। আমরা ১৯৭১ সালে লড়াই করেছি। উত্তর কোরিয়াও আমাদের মতো লড়াই করেছে। আমরা আশা করবো দুই দেশের জনগণের মধ্যে শক্তিশালী সম্পর্ক হবে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়