শিরোনাম
◈ ইফতার পার্টিতে আওয়ামী লীগের চরিত্রহনন করছে বিএনপি: কাদের ◈ বাংলাদেশে কারাবন্দী পোশাক শ্রমিকদের মুক্তির আহ্বান যুক্তরাষ্ট্রের ফ্যাশন লবি’র ◈ দক্ষিণ আফ্রিকায় সেতু থেকে তীর্থ যাত্রীবাহী বাস খাদে, নিহত ৪৫ ◈ ভারত থেকে ১৬৫০ টন পেঁয়াজ আসছে আজ! ◈ ২২ এপ্রিল ঢাকায় আসছেন কাতারের আমির, ১০ চুক্তির সম্ভাবনা ◈ ইর্ন্টান চিকিৎসকদের দাবি নিয়ে প্রধানমন্ত্রী’র সঙ্গে কথা বলেছি: স্বাস্থ্যমন্ত্রী ◈ নির্বাচনী বন্ড কেবল ভারত নয়, বিশ্বের সবচেয়ে বড় কেলেঙ্কারি: অর্থমন্ত্রীর স্বামী ◈ জনগণকে সংগঠিত করে চূড়ান্তভাবে বিজয় অর্জন করতে হবে: মির্জা ফখরুল ◈ উন্নয়ন সহযোগীদের একক প্ল্যাটফর্মে আসা প্রয়োজন: পরিবেশমন্ত্রী ◈ জিয়াউর রহমানের সময়ই দেশে বিভেদের রাজনীতির গোড়াপত্তন হয়: ওবায়দুল কাদের 

প্রকাশিত : ৩০ সেপ্টেম্বর, ২০১৮, ০২:২৮ রাত
আপডেট : ৩০ সেপ্টেম্বর, ২০১৮, ০২:২৮ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ইন্দোনেশিয়ায় সুনামিতে ৪০০ জনের প্রাণহানি, নিখোঁজ কয়েক হাজার

প্রত্যাশা প্রমিতি সিদ্দিক/নূর মাজিদ: ইন্দোনেশিয়ায় ৭ দশমিক ৫ মাত্রার শক্তিশালী ভূমিকম্পের পর সুনামিতে ৪০০ জনের প্রাণহানি ও পাঁচ শতাধিক আহত হয়েছে বলে খবর দিয়েছে বার্তা সংস্থা রয়টার্স। এ ঘটনায় আরো কয়েক হাজার মানুষ নিখোঁজ রয়েছে। শুক্রবার দেশটির সুলাওয়াসি দ্বীপের উপকূলীয় শহর পালুতে এই ভূমিকম্প ও সুনামি আঘাত হানে। তবে এর স্থায়িত্ব স্বল্প সময় হওয়ায় সতর্কতা তুলে নিয়েছে কর্তৃপক্ষ।

সুলাওয়েসি দ্বীপের দুটি বড় শহর এই সুনামিতে সবচাইতে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে। সুনামির ১০ ফুট উঁচু ঢেউয়ের ধাক্কায় ডঙ্গালা এবং মামুজো শহরের রাস্তাঘাট ও টেলি যোগাযোগ ব্যবস্থা সম্পূর্ণ বিচ্ছিন্ন হয়ে পরে। সুনামির পরে শহর দুটির বিভিন্ন ভবন, ঘর-বাড়ি ও উপাসনালয়ের বিধ্বস্ত ছবি ইন্দোনেশিয়ার সামাজিক গণমাধ্যমে ছড়িয়ে পড়েছে। স্থানীয় প্রশাসনের দায়িত্বশীল কর্মকর্তারা জানান, সুনামিতে বহু মানুষ ও গবাদি পশু সমুদ্রে ভেসে গেছে। তাই প্রকৃত নিহত এবং নিখোঁজ মানুষের সংখ্যা এখনই সঠিকভাবে নিরূপণ করা সম্ভব নয়। সুনামিটি যখন আঘাত হানে তখন স্থানীয় পালু সৈকতে অন্তত দশ হাজার মানুষ এক উৎসবে অংশ নিচ্ছিলেন। এদের সকলের ভাগ্যে কি ঘটেছে তা এখনও জানা যায়নি।

মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা (ইউএসজিএস) জানায়, ভূপৃষ্ঠ থেকে ১০ কিলোমিটার গভীরে শুক্রবার স্থানীয় সময় সন্ধ্যা ছয়টার আগে সেন্ট্রাল সুলাওয়সিতে ভূমিকম্প অনুভূত হয়। এসময় তাৎক্ষণিকভাবে সুনামি সতর্কতা জারি করা হয়। এর আগে, গত ৫ আগস্ট দেশটির লমবক দ্বীপে ভূমিকম্পে প্রাণ হারায় চার শতাধিক সাধারণ জনগণ। রয়টার্স

  • সর্বশেষ
  • জনপ্রিয়