শিরোনাম
◈ জলদস্যুদের হাতে জিম্মি জাহাজ মুক্ত করার বিষয়ে  সরকার অনেক দূর এগিয়েছে: পররাষ্ট্রমন্ত্রী  ◈ এসএসসি পরীক্ষায় আমূল পরিবর্তন, বদলে যেতে পারে পরীক্ষার নামও ◈ পঞ্চম দিনের মতো কর্মবিরতিতে ট্রেইনি ও ইন্টার্ন চিকিৎসকরা ◈ অর্থাভাবে পার্লামেন্ট নির্বাচনে লড়বেন না ভারতের অর্থমন্ত্রী ◈ কখন কাকে ধরে নিয়ে যায় কোনো নিশ্চয়তা নেই: ফখরুল ◈ জনপ্রিয়তায় ট্রাম্পের কাছাকাছি বাইডেন ◈ আদালত থেকে জঙ্গি ছিনতাই মামলার তদন্ত প্রতিবেদন জমা দেয়ার নতুন তারিখ ৮ মে ◈ সেনা গোয়েন্দাসংস্থার বিরুদ্ধে ৬ পাক বিচারপতির ভয় দেখানোর অভিযোগ ◈ নিরস্ত্র ফিলিস্তিনিরা সাদা পতাকা উড়াচ্ছিল, তাদের বূলডোজার দিয়ে মাটি চাপা দিল ইসরায়েলী সেনারা ◈ যুক্তরাষ্ট্রে পুলিশের গুলিতে বাংলাদেশি তরুণ নিহত

প্রকাশিত : ৩০ সেপ্টেম্বর, ২০১৮, ০২:২৫ রাত
আপডেট : ৩০ সেপ্টেম্বর, ২০১৮, ০২:২৫ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

বিভাগীয় ৩ শহরে সমাবেশের ঘোষণা ১৪ দলের

রফিক আহমেদ : নির্বাচনী জনসংযোগের অংশ হিসেবে অক্টোবরে দেশের তিন বিভাগীয় শহর ও এক জেলায় মহাসমাবেশের ঘোষণা দিয়েছে আওয়ামী লীগ নেতৃত্বাধীন ১৪ দলীয় জোট। শনিবার বিকেলে মহানগর নাট্যমঞ্চে ১৪ দল আয়োজিত কর্মীসমাবেশে এ কর্মসূচি ঘোষণা করেন ১৪ দলের মুখপাত্র মোহাম্মদ নাসিম।

নাসিম বলেন, আগামী ৯ অক্টোবর রাজশাহী, ১০ অক্টোবর নাটোর ও ১৩ অক্টোবর খুলনায় সমাবেশ করা হবে। এছাড়া অক্টোবর মাসের যেকোনো দিন নেত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনার অনুমতি নিয়ে ঢাকায় মহাসমাবেশ করবে ১৪ দল। তিনি বলেন, বিএনপি অক্টোবরে নাকি মাঠে নামবে। তাদের ওই অক্টোবর আর আসবে না। আক্টোবরে আমরা মাঠ গরম করে ফেলবো।

এর আগে শনিবার বিকেল পৌনে ৪টার দিকে ১৪ দলের মুখপাত্র মোহাম্মদ নাসিমের সভাপতিত্বে এ কর্মী সমাবেশ শুরু হয়। বিএনপির অব্যাহত মিথ্যাচার ও চক্রান্তের বিরুদ্ধে এ সমাবেশের ডাক দেয় ১৪ দলীয় জোট। এ দিন বেলা ২টা থেকেই রাজধানীর বিভিন্ন এলাকা থেকে জোটের নেতাকর্মীরা স্লোগান সহকারে সমাবেশস্থলে আসতে থাকেন। ‘নৌকা, শেখ হাসিনা’ স্লোগান নিয়ে জোট নেতৃত্বাধীন দলের নেতাকর্মীরা সমাবেশস্থলে জড়ো হতে থাকেন। এ সময় স্লোগান নাট্যমঞ্চের অডিটোরিয়াম মুখরিত হয়ে ওঠে। ঢাকা মহানগর ১৪ দলের সমন্বয়ক ও ঢাকা মহানগর আওয়ামী লীগ দক্ষিণের সাধারণ সম্পাদক শাহে আলম মুরাদের সঞ্চালনায় সমাবেশে উপস্থিত ছিলেন আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য বেগম মতিয়া চৌধুরী, ওয়ার্কার্স পার্টির সভাপতি রাশেদ খান মেনন, জাতীয় পার্টি (জেপি) চেয়ারম্যান আনোয়ার হোসেন মঞ্জু, বাংলাদেশ জাসদ সভাপতি শরীফ নুরুল আম্বিয়া, জেপি মহাসচিব শেখ শহীদুল ইসলাম, তরিকত ফেডারেশনের চেয়ারম্যান সৈয়দ নজিবুল বশর মাইজভান্ডারী, আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক জাহাঙ্গীর কবির নানক, আবদুর রহমান, গণতন্ত্রী পার্টির সাধারণ সম্পাদক ডা. শাহাদাৎ হোসেন, বাংলাদেশ জাসদ সাধারণ সম্পাদক নাজমুল হক প্রধান, জাতীয় সমাজতান্ত্রিক দল জাসদ সাধারণ সম্পাদক শিরীন আখতার, বাসদের আহ্বায়ক রেজাউর রশীদ খান প্রমুখ।
সমাবেশে ব্যাপক শোডাউন : ডেমরা থানা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আলহাজ্ব মশিউর রহমান মোল্লা সজলের নেতৃত্বে দুপুর ২টায় ঢাকা মহানগর নাট্যমঞ্চে ১৪ দল আয়োজিত কর্মীসমাবেশে বাদ্য যন্ত্র ও মিছিল সহকারে যোগ দেন। এ সময় প্রায় ৫শতাধিক নেতাকমী বর্তমান সরকারের উন্নয়নে তুলে ধরে ‘নৌকা-শেখ হাসিনা’ স্লোগান দেয়। তাদের স্লোগানে মুখরিত হয়ে ওঠে নাট্যমঞ্চের অডিটোরিয়াম। একইভাবে ওয়ারী থানা আওয়ামী লীগের সভাপতি চৌধুরী আশিকুর রহমান লাভলুসহ রাজধানীর প্রতিটি থানা-ওয়ার্ড থেকে বাদ্য বাজনা ও মিছিল সহকারে ১৪ দলের সমাবেশে আগত নেতাকর্মীদের স্লোগানে-স্লোগানে মুখরিত হয়ে ওঠে কর্মীসমাবেশস্থল মহানগর নাট্যমঞ্চে।

এ সময় রাজধানীর বিভিন্ন থানা থেকে আগত নেতাকর্মীরা বলেন, নির্বাচন সামনে রেখে সরকারবিরোধী নানামুখী ষড়যন্ত্র মোকাবিলায় দেশবাসীকে সজাগ ও সতর্ক রাখতে জাতীয় নির্বাচন পর্যন্ত মাঠ দখলে রাখার যে ঘোষনা দিয়েছে ১৪ দলের নেতারা দিয়েছেন, তা বাস্তবায়ন করবেন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়