শিরোনাম
◈ জিয়াউর রহমানের সময়ই দেশে বিভেদের রাজনীতির গোড়াপত্তন হয়: ওবায়দুল কাদের  ◈ এলডিসি উত্তরণের পর সর্বোচ্চ সুবিধা পাওয়ার প্রস্তুতি নিতে প্রধানমন্ত্রীর নির্দেশ ◈ ড. ইউনূসকে নিয়ে শিক্ষামন্ত্রীর বক্তব্য দুঃখজনক: আইনজীবী  ◈ ত্রিশালে বাসের ধাক্কায় বিশ্ববিদ্যালয় ছাত্রসহ অটোরিকশার ৩ যাত্রী নিহত ◈ জলদস্যুদের হাতে জিম্মি জাহাজ মুক্ত করার বিষয়ে  সরকার অনেক দূর এগিয়েছে: পররাষ্ট্রমন্ত্রী  ◈ এসএসসি পরীক্ষায় আমূল পরিবর্তন, বদলে যেতে পারে পরীক্ষার নামও ◈ পঞ্চম দিনের মতো কর্মবিরতিতে ট্রেইনি ও ইন্টার্ন চিকিৎসকরা ◈ অর্থাভাবে পার্লামেন্ট নির্বাচনে লড়বেন না ভারতের অর্থমন্ত্রী ◈ কখন কাকে ধরে নিয়ে যায় কোনো নিশ্চয়তা নেই: ফখরুল ◈ জনপ্রিয়তায় ট্রাম্পের কাছাকাছি বাইডেন

প্রকাশিত : ৩০ সেপ্টেম্বর, ২০১৮, ০১:১০ রাত
আপডেট : ৩০ সেপ্টেম্বর, ২০১৮, ০১:১০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

জাপানে রফতানি হবে ২২০ কোটি টাকার টমেটো পেস্ট

মতিনুজ্জামান মিটু : জাপানে বাংলাদেশী টমেটো পেস্ট রফতানির সুযোগ সৃষ্টি হয়েছে।ইতোমধ্যেই দেশটির একটি প্রতিষ্ঠান বাংলাদেশ থেকে ২২০ কোটি টাকার ৩০ হাজার মেট্রিক টন টমেটো পেস্ট আমদানির আগ্রহ প্রকাশ করেছে। এবিষয়ে বাংলাদেশ অর্গানিক প্রোডাক্টস ম্যানুফ্যাকচারার্স এ্যসোসিয়েশনের সভাপতি মু. আব্দুস ছালাম বলেন, জাপান বর্তমানে বিশ্বের বিভিন্ন দেশ থেকে বছরে ৮৮০ কোটি টাকার ১ লাখ ২০ হাজার মেট্রিক টন টমেটো পেস্ট আমদানী করে থাকে।সেখানকার চাহিদার পুরোটাই বাংলাদেশ থেকে রপ্তানী কর সম্ভব।

আমাদের দেশে প্রচুর টমেটো উৎপাদন হয়। কিন্তু অনেক সময় কৃষকরা পরিবহন খরচের ভয়ে ক্ষেত থেকে টমেটো উঠান না বা সংগ্রহ করেন না। ফলে প্রচুর টমেটো পঁচে নষ্ট হয়।পরিকল্পিত পরিকল্পনা, দেশে টমেটো পেস্ট কারখানা না থাকা এবং টমেটোর উপকারিতা সম্পর্কে জনগণের অসচেনতাই এজন্য দায়ী।

তবে আশার কথা হচ্ছে; জাপানের একটি প্রতিষ্ঠান আমাদের প্রতিষ্ঠানের কাছ থেকে ৩০ হাজার মেট্রিক টন টমেটো পেস্ট আমদানিতে আগ্রহী হয়েছে। যার রফতানি মূল্য ৩০ হাজার মার্কিন ডলার বা ২২০ কোটি টাকা।এজন্য আমরা কন্ট্রাক্ট ফার্মিং এর মাধ্যমে বিভিন্ন জেলায় টমেটো উৎপাদনের প্রয়োজনী উদ্যোগ নিয়েছি।সেই সঙ্গে আমরা প্রতিষ্ঠা করতে চলেছি দেশের প্রথম টমেটো পেস্ট তৈরীর কারখানা। আমাদের আবেদনের প্রেক্ষিতে বাংলাদেশ কৃষি ব্যাংক, সোনালী ব্যাংক ও রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংক পেস্ট কারখানা স্থাপনের জন্য প্রয়োজনীয় ঋণ দেয়ার আগ্রহ প্রকাশ করেছে।
দেশে উৎপাদিত টমেটোকে কাজে লাগাতে জরুরী ভিত্তিতে মাঝারি আকারের ১০টি কারখানা স্থাপন করা দরকার। এধরনের প্রতিটি কারখানা স্থাপনে দরকার হবে ১১ কোটি টাকা। টমেটো পেস্ট ছাড়াও এই কারখানায় ম্যাঙ্গোপাল্প ও আনারস প্রক্রিয়াজাতকরণ করা যাবে।

মূল্যসংযোজনের মাধ্যমে দেশে-বিদেশে টমেটো, আনারস ও আমজাত পণ্যের বাজার সম্প্রসারণে জন্য আমরা প্রয়োজনীয় উদ্যোক্তা, কারখানা ও সচেতন কৃষক সৃষ্টির কার্যক্রম অনেক দ্রুত এগিয়ে নিতে সক্ষম হয়েছি।

  • সর্বশেষ
  • জনপ্রিয়