শিরোনাম
◈ জাতীয় পতাকার নকশাকার শিব নারায়ণ দাস মারা গেছেন ◈ ইরানের ইস্পাহান ও তাব্রিজে ইসরায়েলের ড্রোন হামলা, ৩টি ভূপাতিত (ভিডিও) ◈ ভেটোর তীব্র নিন্দা,মার্কিন নীতি আন্তর্জাতিক আইনের নির্লজ্জ লংঘন : ফিলিস্তিন ◈ স্কুল পর্যায়ের শিক্ষার্থীদের গল্প-প্রবন্ধ নিয়ে সাময়িকী প্রকাশনা করবে বাংলা একাডেমি ◈ দক্ষিণ ভারতে ইন্ডিয়া জোটের কাছে গো-হারা হারবে বিজেপি: রেভান্ত রেড্ডি ◈ ভারতের পররাষ্ট্র সচিব বিনয় মোহন কোয়াত্রার ঢাকা সফর স্থগিত ◈ চিকিৎসকদের সুরক্ষা নিশ্চিত করতে সংসদে আইন পাশ করব: স্বাস্থ্যমন্ত্রী ◈ ব্রিটিশ হাইকমিশনারের সঙ্গে বিএনপি নেতাদের বৈঠক ◈ উপজেলা নির্বাচন: মন্ত্রী-এমপিদের আত্মীয়দের সরে দাঁড়ানোর নির্দেশ আওয়ামী লীগের ◈ বোতলজাত সয়াবিনের দাম লিটারে ৪ টাকা বাড়লো

প্রকাশিত : ৩০ সেপ্টেম্বর, ২০১৮, ১২:৫১ দুপুর
আপডেট : ৩০ সেপ্টেম্বর, ২০১৮, ১২:৫১ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ঐক্য না হলে দায় বিকল্পধারার, চলতি সপ্তাহে জাতীয় ঐক্যের জট খুলবে

শাহানুজ্জামান টিটু : বিকল্প ধারার চেয়ারম্যান ডা. বদরুদ্দোজা চৌধুরী ও তার ছেলে মাহি বি. চৌধুরীর নানা বক্তব্যে ক্ষুব্ধ বিএনপি।দলটির নেতারা বলেন, যদি কোনো কারণে ঐক্য না হয় তাহলে এর দায় বিকল্পধারাকে নিতে হবে।আর জাতীয় ঐক্য প্রক্রিয়ার সঙ্গে জড়িত গণফোরাম নেতাদের মতে এই ঐক্য প্রক্রিয়া ক্ষমতা বা আসনভাগাভাগির নয় বরং জাতীয় ঐক্যের উদ্দেশ্যেই হলো একটি দল নিরপেক্ষ সরকারের অধিনে সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচনের ক্ষেত্র তৈরি করা।এ লক্ষ্যে দলগুলো ঐক্যবদ্ধ হওয়ার চেষ্টা করছে।চলতি সপ্তাহে জাতীয় ঐক্যের জট খুলবে।

অন্যদিকে জাতীয় ঐক্য প্রক্রিয়ায় বিএনপির সঙ্গে জামায়াত থাকলে সেই ঐক্যে যুক্তফ্রন্ট যাবে না এবং ক্ষমতার ভারসাম্যের জন্য ১৫০ আসন চাওয়ার বিষয়ে মাহি বি চৌধুরীর এ মন্তব্যে ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানিয়েছেন বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়। তিনি বলেন, দেশ ও দলীয় স্বার্থের জন্য যতটুকু ছাড় দেওয়া বা ত্যাগ স্বীকার করার সবটাই করা হবে। তবে উনাদের কারণে যদি ঐক্য না হয় তাহলে জনগণের কাছে তারা দোষি হবেন।

জামায়াত প্রশ্নে তিনি বলেন, মাহি বি চৌধুরীর বাবা বদরুদ্দোজা চৌধুরী যখন বিএনপির সঙ্গে জামায়াতের আসন ভাগাভাগি করেছেন সেখানে তার স্বাক্ষর ছিলো। পরবর্তীতে জাতীয় সংসদে জামায়াতের সংসদ সদস্যদের ভোট নিয়ে রাষ্ট্রপতি হয়েছিলেন। তখন কিন্তু কোনো সমস্যা হয়নি। আর উনি ও উনার ছেলে তখন জামায়াত থেকে সুবিধা নিয়েছেন, তখন তা বৈধ ছিলো, কিন্তু এখন জামায়াতের বিরুদ্ধে কথা বলছেন। কারণ এখন উনি বিএনপির সঙ্গে নেই। বিএনপির সঙ্গে থেকে উনি ও উনার ছেলে সুবিধা নিয়েছেন।মাহি সংসদ সদস্য হয়েছেন। বিএনপির এই নেতা বলেন, এখন গণতন্ত্র উদ্ধারের সময়, একটি অবাধ নিরপেক্ষ নির্বাচনের দাবিতে দলগুলো একটা ঐক্যের তাগিদ অনুভব করছে। ঠিক এসময় তাদের এই বক্তব্য যথেষ্ট সন্দেহের কারণ রয়েছে। এখন জাতকুল দেখার সময় নয়।

এ প্রসঙ্গে গণফোরামের কার্যকরী সভাপতি সুব্রত চৌধুরী বলেন, ঐক্য প্রক্রিয়া ক্ষমতা বা আসন ভাগাভাগির নয় বরং জাতীয় ঐক্যের উদ্দেশ্যেই হলো দল নিরপেক্ষ সরকারের অধিনে সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচনের ক্ষেত্র তৈরি করা।এ লক্ষ্যে দলগুলো ঐক্যবদ্ধ হওয়ার চেষ্টা করছে।তিনি বলেন, যুক্তফ্রন্টের নেতাদের এসব মন্তব্য জাতীয় ঐক্য প্রক্রিয়া বাধাগ্রস্থ করবে বলে মনে করি না। আশা করছি চলতি সপ্তাহের মধ্যে ধোয়াশা কেটে যাবে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়