শিরোনাম
◈ এলডিসি উত্তরণের পর সর্বোচ্চ সুবিধা পাওয়ার প্রস্তুতি নিতে প্রধানমন্ত্রীর নির্দেশ ◈ ড. ইউনূসকে নিয়ে শিক্ষামন্ত্রীর বক্তব্য দুঃখজনক: আইনজীবী  ◈ ত্রিশালে বাসের ধাক্কায় বিশ্ববিদ্যালয় ছাত্রসহ অটোরিকশার ৩ যাত্রী নিহত ◈ জলদস্যুদের হাতে জিম্মি জাহাজ মুক্ত করার বিষয়ে  সরকার অনেক দূর এগিয়েছে: পররাষ্ট্রমন্ত্রী  ◈ এসএসসি পরীক্ষায় আমূল পরিবর্তন, বদলে যেতে পারে পরীক্ষার নামও ◈ পঞ্চম দিনের মতো কর্মবিরতিতে ট্রেইনি ও ইন্টার্ন চিকিৎসকরা ◈ অর্থাভাবে পার্লামেন্ট নির্বাচনে লড়বেন না ভারতের অর্থমন্ত্রী ◈ কখন কাকে ধরে নিয়ে যায় কোনো নিশ্চয়তা নেই: ফখরুল ◈ জনপ্রিয়তায় ট্রাম্পের কাছাকাছি বাইডেন ◈ আদালত থেকে জঙ্গি ছিনতাই মামলার তদন্ত প্রতিবেদন জমা দেয়ার নতুন তারিখ ৮ মে

প্রকাশিত : ৩০ সেপ্টেম্বর, ২০১৮, ১২:৪৯ দুপুর
আপডেট : ৩০ সেপ্টেম্বর, ২০১৮, ১২:৪৯ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

হার দিয়ে যুব এশিয়া কাপ শুরু বাংলাদেশের

স্পোর্টস ডেস্ক : এশিয়া কাপের ফাইনালে ভারতের বিপক্ষে হেরে আরও একবার শিরোপা বঞ্চিত হয়েছে সিনিয়র টাইগাররা। স্বপ্ন ভঙ্গের বেদনা নিয়ে বড়রা যখন আরব আমিরাত থেকে দেশের পথে তখন অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপের মিশন হার দিয়ে শুরু করেছে জুনিয়র টাইগাররা। শ্রীলঙ্কার বিরুদ্ধে প্রথম ম্যাচেই ৬ উইকেট হেরে আসর শুরু করতে হয়েছে তৌহিদ হৃদয়দের।

চট্টগ্রাম জহুর আহমেদ চৌধুরি স্টেডিয়ামে এশিয়া কাপের উদ্বোধনী লড়াইয়ে আজ মুখোমুখি হয়েছিল বাংলাদেশ ও শ্রীলঙ্কা। টস হেরে বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দলকে আগে ব্যাটিংয়ের আমন্ত্রণ জানান শ্রীলঙ্কা অধিনায়ক নিপুন ধনঞ্জয়া। আগে ব্যাট করতে নেমে ৪৬.৪ ওভারে সবকটি উইকেট হারিয়ে মাত্র ১৪১ রান তোলে বাংলাদেশ। জবাবে ৩৭.৫ ওভারে মাত্র ৪ উইকেট হারিয়ে লক্ষ্যে পৌছে যায় শ্রীলঙ্কা।

বাংলাদেশের ইনিংসে ব্যক্তিগত সর্বোচ্চ ৩৫ রান এসেছে অধিনায়ক তৌহিদ হৃদয়ের ব্যাট থেকে। দ্বিতীয় সর্বোচ্চ ২৪ রানে আউট হন ওপেনার তানজিদ হাসান। এছাড়া শামীম হোসেন ২০, রিশাদ হোসেন ১৮, মৃত্যঞ্জয় ১২ ও শরীফুল ইসলাম ১১ ছাড়া আরও কেউ দুই অঙ্ক ছুঁতে পারেননি। ফলে ১৪১ রানেই থামে বাংলাদেশের ইনিংস।

লক্ষ্য তাড়া করে খেলতে নেমে শ্রীলঙ্কাকে একাই জিতিয়েছেন নুয়ানিদু ফার্নান্দো। ব্যক্তিগত সর্বোচ্চ ৬৪ রানে অপরাজিত থেকে দলকে জিতিয়ে মাঠ ছেড়েছেন তিনি। এছাড়া সোরিয়াবান্দারা ৩৬, ফের্নান্দো ১২ রান করেন। বল হাতে বাংলাদেশের হয়ে শরীফুল ইসলাম ২টি ও মৃত্যঞ্জয় চৌধুরি একটি উইকেট পেয়েছেন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়