শিরোনাম
◈ বিনা কারণে কারাগার এখন বিএনপির নেতাকর্মীদের স্থায়ী ঠিকানা: রিজভী ◈ অপরাধের কারণেই বিএনপি নেতা-কর্মীদের  বিরুদ্ধে মামলা হয়েছে: প্রধানমন্ত্রী  ◈ অ্যাননটেক্সকে জনতা ব্যাংকের সুদ মওকুফ সুবিধা বাতিলের নির্দেশ বাংলাদেশ ব্যাংকের ◈ চুয়াডাঙ্গায় তাপমাত্রা ৪১ দশমিক ৩ ডিগ্রি, হিট এলার্ট জারি  ◈ ঢাকা শিশু হাসপাতালের আগুন নিয়ন্ত্রণে ◈ ইরানে ইসরায়েলের হামলার খবরে বিশ্বজুড়ে উত্তেজনা, তৃতীয় বিশ্বযুদ্ধের আতঙ্ক ◈ বিমানবন্দরের থার্ড টার্মিনালের বাউন্ডারি ভেঙে বাস ঢু‌কে প্রকৌশলী নিহত ◈ জাতীয় পতাকার নকশাকার শিব নারায়ণ দাস মারা গেছেন ◈ ইরানের ইস্পাহান ও তাব্রিজে ইসরায়েলের ড্রোন হামলা, ৩টি ভূপাতিত (ভিডিও) ◈ ভেটোর তীব্র নিন্দা,মার্কিন নীতি আন্তর্জাতিক আইনের নির্লজ্জ লংঘন : ফিলিস্তিন

প্রকাশিত : ৩০ সেপ্টেম্বর, ২০১৮, ০১:১৮ রাত
আপডেট : ৩০ সেপ্টেম্বর, ২০১৮, ০১:১৮ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

সাভার থেকে অপহরণ হওয়া শিশু ধামরাইয়ে উদ্ধার

রাসেল হোসেন, ধামরাই : সাভার থেকে অপহরণ হওয়া শিশু ইসরাফিল (১১) চার ঘন্টা পর ধামরাই থেকে উদ্ধার করেছে ধামরাই থানা পুলিশ। এ সময় অপহরণকারী মোঃ নুর-নবী (২০) নামে এক জনকে আটক করা হয়।

শনিবার(২৯ সেপ্টেম্বর) দুপুরে উপজেলা সোমভাগ ইউনিয়ন কাউন্সিল এলাকা থেকে উদ্ধার করা হয়।অপহরণকারী নুর নবী টাইঙ্গাইল জেলার নাগরপুর থানার মইষামরি গ্রামের মৃত সোলেমানের ছেলে।

পুলিশ জানায়, ইসরাফিলকে সাভার থানা রোড থেকে পাচারের উদ্দেশে কৌশলে ডেকে আনে নুরনবী ।নুরনবী সোমভাগ দিয়ে যাওয়ার সময় ইসরাফিল চিৎকার করলে জনতার সন্দেহ হয়। পরে তাকে আটক করে থানায় খবর দেয়। পরে থানা পুলিশ ঘটনা স্থলে গিয়ে নুরনবী ও ইসরাফিলকে জনতার হাত থেকে উদ্ধার করে থানায় নিয়ে আসে। ইসরাফির সাভার থানা রোড সাহাবুদ্দিন হাজীর বাড়িতে পরিবারের সাথে ভাড়া থাকত।

এ ব্যাপারে ধামরাই থানার উপ-পরিদর্শক (এসআই)মোঃ শফিকুল ইসলাম লিটন জানান, ফোর্স নিয়ে ঘটনাস্থলে গিয়ে নুরনবী ও ইসরাফিলকে জনতার হাত থেকে উদ্ধার করে থানায় নিয়ে আসে। ইসরাফিলকে পরিবারের কাছে হস্তান্তর করা হবে। এঘটনায় একটি অপহরণ মামলা দায়ের করা হয়েছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়