শিরোনাম
◈ বিশ্বের প্রতি যুদ্ধকে ‘না’ বলার আহ্বান প্রধানমন্ত্রীর ◈ বাংলাদেশ ব্রাজিল থেকে ইথানল নিতে পারে, যা তেলের চেয়ে অনেক সস্তা: রাষ্ট্রদূত ◈ যুক্তরাষ্ট্র সরে এলে বিশ্বরাজনীতিতে নেতৃত্ব দেবে কে: বাইডেন ◈ মিয়ানমার সেনাসহ ২৮৮ জনকে ফেরত পাঠালো বিজিবি ◈ উপজেলা নির্বাচনে অংশ নেওয়ায় বিএনপির ৬৪ নেতাকে কারণ দর্শানোর নোটিশ ◈ বর্ধিত ভাড়ায় ট্রেনের আগাম টিকিট বিক্রি শুরু ◈ মন্ত্রী ও এমপিদের নিকটাত্মীয়রা প্রার্থিতা প্রত্যাহার না করলে সময়মতো ব্যবস্থা নেওয়া হবে: ওবায়দুল কাদের  ◈ লোডশেডিং ১০০০ মেগাওয়াট ছাড়িয়েছে, চাপ পড়ছে গ্রামে ◈ বাংলাদেশে কাতারের বিনিয়োগ সম্প্রসারণের বিপুল সম্ভাবনা দেখছেন ব্যবসায়ীরা  ◈ হিট স্ট্রোকে রাজধানীতে রিকশা চালকের মৃত্যু

প্রকাশিত : ৩০ সেপ্টেম্বর, ২০১৮, ১২:৩০ দুপুর
আপডেট : ৩০ সেপ্টেম্বর, ২০১৮, ১২:৩০ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

সম্মিলিত প্রচেষ্টায় আধুনিক পরিবহন ব্যবস্থা গড়ে তুলতে হবে: মীর রেজাউল আলম

সুশান্ত সাহা : পুলিশ ও পরিবহন মালিক শ্রমিকদের সম্মিলিত প্রচেষ্টায় আধুনিক পরিবহন ব্যবস্থা গড়ে তুলতে হবে বলে জানিয়েছেন ডিএমপির ট্রাফিক পুলিশের অতিরিক্ত কমিশনার মীর রেজাউল আলম। পাশাপাশি গণপরিবহনের সুশৃঙ্খলাটাই সবচেয়ে জরুরি বলেও মন্তব্য করেন তিনি।

শনিবার রাজধানীর মহাখালী বাস টার্মিনালে ট্রাফিক সচেতনতামূলক কর্মসূচি শীর্ষক এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য অতিরিক্ত কমিশনার একথা জানান। তিনি বলেন, ট্রাফিক পুলিশের পাশাপাশি পরিবহন মালিক ও শ্রমিকদের ঐকান্তিক প্রচেষ্টায় আধুনিক গণপরিবহন ব্যবস্থা গড়ে তোলা সম্ভব হবে। তিনি বলেন, নগরীর অধিকাংশই গণপরিবহনে চলাচল করবেন। তাই গণপরিবহনের সুশৃঙ্খলাটাই সবচেয়ে জরুরি।

সমাবেশে উপস্থিত চালক শ্রমিকদের উদ্দেশ্যে ডিএমপির ঊর্ধ্বতন এ কর্মকর্তা বলেন, সড়কে নিরাপত্তা নিশ্চিতে চালক শ্রমিক থেকে শুরু করে পথচারী পর্যন্ত সবারই দায়িত্ব রয়েছে। সবার স্বার্থে সবাইকে আইন মানা জরুরি। মালিক ও চালক শ্রমিকদের দায়বদ্ধতা বেশি, কারণ তাদের মাধ্যমে পরিবহন ব্যবস্থা পরিচালিত হয়। সমাবেশে আরো বক্তব্য রাখেন ট্রাফিক উত্তর বিভাগের যুগ্ম কমিশনার মোসলেউদ্দিন আহমেদ, ট্রাফিক উত্তরের উপ-কমিশনার (ডিসি) প্রবীর কুমার রায়, মহাখালী বাস টার্মিনাল মালিক সমিতির সভাপতি আবুল কালাম আজাদ প্রমুখ।

  • সর্বশেষ
  • জনপ্রিয়