শিরোনাম
◈ ভুটানের রাজার সঙ্গে থিম্পু পৌঁছেছেন তথ্য প্রতিমন্ত্রী ◈ চট্টগ্রামের জুতার কারখানার আগুন নিয়ন্ত্রণে ◈ জিয়াও কখনো স্বাধীনতার ঘোষক দাবি করেনি, বিএনপি নেতারা যেভাবে করছে: ড. হাছান মাহমুদ ◈ আওয়ামী লীগ সবচেয়ে বড় ভারতীয় পণ্য: গয়েশ্বর ◈ সন্ত্রাসীদের ওপর ভর করে দেশ চালাচ্ছে সরকার: রিজভী ◈ ইফতার পার্টিতে আওয়ামী লীগের চরিত্রহনন করছে বিএনপি: কাদের ◈ বাংলাদেশে কারাবন্দী পোশাক শ্রমিকদের মুক্তির আহ্বান যুক্তরাষ্ট্রের ফ্যাশন লবি’র ◈ দক্ষিণ আফ্রিকায় সেতু থেকে তীর্থ যাত্রীবাহী বাস খাদে, নিহত ৪৫ ◈ ২২ এপ্রিল ঢাকায় আসছেন কাতারের আমির, ১০ চুক্তির সম্ভাবনা ◈ ইর্ন্টান চিকিৎসকদের দাবি নিয়ে প্রধানমন্ত্রী’র সঙ্গে কথা বলেছি: স্বাস্থ্যমন্ত্রী

প্রকাশিত : ৩০ সেপ্টেম্বর, ২০১৮, ১২:২১ দুপুর
আপডেট : ৩০ সেপ্টেম্বর, ২০১৮, ১২:২১ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

সংবিধান কারো কথায় কাটাছেড়া করার সুযোগ নেই : হানিফ

আব্দুম মুনিব, কুষ্টিয়া : বাংলাদেশ আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক মাহবুবউল আলম হানিফ বলেছেন, দেশের শতকরা ৭০ ভাগের বেশি মানুষ বর্তমান সরকারের প্রতি আস্থাশীল এবং সমর্থন দিয়েছেন। দেশের ৭০ ভাগ মানুষের কথা না শুনে ৫ ভাগ বা ২ ভাগ লোক যা বলবে সেটাই কি শুনতে হবে? এমন প্রশ্ন ছুড়ে দিয়ে তিনি বলেন, সংবিধান কারো কথায় কাটাছেড়া করার সুযোগ নেই। নির্বাচন সংবিধান অনুযায়ী হবে।

শনিবার সকাল ১০টায় কুষ্টিয়া জিলা স্কুলে মা সমাবেশে যোগদানের আগে হানিফ গণমাধ্যমে এসব কথা বলেন।

সারাদেশে কয়েক হাজার গায়েবী মামলায় লক্ষ লক্ষ বিএনপি নেতাকর্মীদের আসামি করে তাদের গ্রেফতার করা হচ্ছে বিএনপি নেতাদের এমন অভিযোগের জবাবে হানিফ বলেন, অপকর্ম করলেই তার বিরুদ্ধে মামলা হবে, সুনির্দিষ্ট মামলার অভিযোগে শাস্তি হবে। আইনের থেকে রেহাই পাওয়ার কোন সুযোগ নেই। বিএনপি যে সমস্ত অপকর্ম করেছে তার খেসারত এখন দিতে হচ্ছে। তারা ভেবেছিলো মানুষ পুড়িয়ে হত্যা করে পার পাওয়া যাবে। এই বাংলাদেশে সেটা সম্ভব নয়। বাংলাদেশের প্রতিটা আইন মেনে চলতে হবে এবং আইনের আওতায় থাকতে হবে।

পরে কুষ্টিয়া জিলা স্কুলে মা সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সদর আসনের সাংসদ মাহবুবউল আলম হানিফ। সমাবেশে বিশেষ অতিথি হিসেবে ছিলেন জেলা পরিষদের চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের সহ সভাপতি রবিউল ইসলাম, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আজগর আলী। সভাপতি শহর আওয়ামী লীগের সভাপতি তাইজাল আলী খানসহ দলীয় নেতা-কর্মীরা।

  • সর্বশেষ
  • জনপ্রিয়