শিরোনাম
◈ দক্ষিণ আফ্রিকায় সেতু থেকে তীর্থ যাত্রীবাহী বাস খাদে, নিহত ৪৫ ◈ প্রাথমিকের তৃতীয় ধাপের পরীক্ষা শুরু, মানতে হবে কিছু নির্দেশনা ◈ ভারত থেকে ১৬৫০ টন পেঁয়াজ আসছে আজ! ◈ বিশ্ববাজারে সোনার সর্বোচ্চ দামের নতুন রেকর্ড ◈ ২২ এপ্রিল ঢাকায় আসছেন কাতারের আমির, ১০ চুক্তির সম্ভাবনা ◈ চেক প্রতারণার মামলায় ইভ্যালির রাসেল-শামিমার বিচার শুরু ◈ ইর্ন্টান চিকিৎসকদের দাবি নিয়ে প্রধানমন্ত্রী’র সঙ্গে কথা বলেছি: স্বাস্থ্যমন্ত্রী ◈ প্রফেসর ইউনূসকে প্রদত্ত "ট্রি অব পিস" প্রধানমন্ত্রীকে প্রদত্ত একই ভাস্করের একই ভাস্কর্য: ইউনূস সেন্টার ◈ নির্বাচনী বন্ড কেবল ভারত নয়, বিশ্বের সবচেয়ে বড় কেলেঙ্কারি: অর্থমন্ত্রীর স্বামী ◈ কুড়িগ্রামে অর্থনৈতিক অঞ্চলের স্থান পরিদর্শন করে দেশে ফিরলেন ভুটানের রাজা

প্রকাশিত : ২৯ সেপ্টেম্বর, ২০১৮, ০৯:৪৫ সকাল
আপডেট : ২৯ সেপ্টেম্বর, ২০১৮, ০৯:৪৫ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

অত্যন্ত সুশৃঙ্খল ও নজরদারির মধ্যে দিয়ে জনসভা করবে বিএনপি: গয়েশ্বর

শিহাবুল ইসলাম: বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায় বলেছেন, আগামীকালের জনসভা অত্যান্ত সুশৃঙ্খল ও নজরদারির মধ্যে দিয়ে সফল করবে তাদের দল। যা হবে জনগণের আকাংখা পূরণের।

শনিবার দুপুরে রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে জনসভার প্রস্তুতি নেওয়ার অংশ হিসেবে মাঠ পরিদর্শনে এসে তিনি এসব কথা বলেন।

গয়েশ্বর চন্দ্র রায় বলেন, নির্বাচন নিয়ে ইতোমধ্যে বিভিন্ন রাজনৈতিক জোট, বাম জোট, যুক্তফ্রন্ট এবং জাতীয় ঐক্য জোটের নেতারা তাদের অবস্থান জানিয়েছে। এখন আমাদের অবস্থান সুস্পষ্ট করার, জনগণকে জানানোর জন্য আগামীকাল জনসভা করবো।

তিনি বলেন, বিএনপি জনসভায়, সহিংসতা করবে, অস্থিরতার করবে আওয়ামী লীগের নেতারা এমন বক্তব্য দিচ্ছে। এই যে আগাম কথা তার যে বলছেন, বিএনপির মিটিংয়ে কেন, বিএনপি অস্থিরতা তৈরি করবে? আমার ধারণা সরকার এই ধরনের একটা ঘটনা ঘটানোর জন্যই আগাম কথা গুলো বলছে। এক্ষেত্রে অত্যান্ত সুশৃঙ্খল ও নজরদারির মধ্যে দিয়ে আমাদের জনসভাটা জনগনের আকাংখা পুরনের মতো করে করবো। তবে সভাবসুলভ ভাবে তারা বাস, ট্রেন, লঞ্চ বন্ধ করতে পারে। এসব কিছু করবে, তারপরও আমারা এগুলো অতিক্রম করেই জনসভা করবো।

এসময় তিনি পাঁচ দফা দাবির কথা কথাও উল্লেখ করেন। সেগুলো হল, তফসিল ঘোষণার আগে সংসদ ভেঙে দিতে হিবে, সরকারকে পদত্যাগ করতে হবে। এই নির্বাচন কনিশনকে পদত্যাগ করতে হবে এবং পুনর্গঠন করতে হবে। নির্বাচনে ম্যাজিট্রেসি পাওয়ার দিয়ে সেনাবাহিনী মোতায়েন করতে হবে। ইভিএম বাতিল করতে হবে।

এ সময় উপস্থিত ছিলেন, দলটির যুগ্ম মহাসচিব সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল, প্রচার সম্পাদক শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি, ঢাকা জেলার সাংগঠনিক সম্পাদক এ্যাড. আব্দুস সালাম আজাদ, নির্বাহী কমিটির সদস্য আমিনুল ইসলাম প্রমুখ।

  • সর্বশেষ
  • জনপ্রিয়