শিরোনাম
◈ চট্টগ্রামে জুতার কারখানায় আগুন, নিয়ন্ত্রণে ১২ ইউনিট ◈ জিয়াও কখনো স্বাধীনতার ঘোষক দাবি করেনি, বিএনপি নেতারা যেভাবে করছে: ড. হাছান মাহমুদ ◈ আওয়ামী লীগ সবচেয়ে বড় ভারতীয় পণ্য: গয়েশ্বর ◈ সন্ত্রাসীদের ওপর ভর করে দেশ চালাচ্ছে সরকার: রিজভী ◈ ইফতার পার্টিতে আওয়ামী লীগের চরিত্রহনন করছে বিএনপি: কাদের ◈ বাংলাদেশে কারাবন্দী পোশাক শ্রমিকদের মুক্তির আহ্বান যুক্তরাষ্ট্রের ফ্যাশন লবি’র ◈ দক্ষিণ আফ্রিকায় সেতু থেকে তীর্থ যাত্রীবাহী বাস খাদে, নিহত ৪৫ ◈ ২২ এপ্রিল ঢাকায় আসছেন কাতারের আমির, ১০ চুক্তির সম্ভাবনা ◈ ইর্ন্টান চিকিৎসকদের দাবি নিয়ে প্রধানমন্ত্রী’র সঙ্গে কথা বলেছি: স্বাস্থ্যমন্ত্রী ◈ উন্নয়ন সহযোগীদের একক প্ল্যাটফর্মে আসা প্রয়োজন: পরিবেশমন্ত্রী

প্রকাশিত : ২৯ সেপ্টেম্বর, ২০১৮, ০৬:৩৯ সকাল
আপডেট : ২৯ সেপ্টেম্বর, ২০১৮, ০৬:৩৯ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

আফগানিস্তানে তালেবানবিরোধী যুদ্ধে যুক্ত হচ্ছে মার্কিন এফ-৩৫ বিমান

আনন্দ মোস্তফা: আফগানিস্তানে দীর্ঘদিন ধরে চলা তালেবান বিরোধী যুদ্ধে এবার মার্কিন নেতৃত্বাধীন আফগান জোটে প্রথমবারের মতো যুক্ত হচ্ছে এফ-৩৫ যুদ্ধবিমান। যুক্তরাষ্ট্রের মেরিন বাহিনীর এফ-৩৫ জঙ্গিবিমান কয়েক দিনের মধ্যে এই প্রথম কোন যুদ্ধ মিশনে অংশ নিতে যাচ্ছে।

অজ্ঞাত সূত্রের বরাত দিয়ে সিএনএন জানায়, এফ-৩৫ বিমানবাহী মার্কিন উভচর এসল্ট শিপ ইউএসএস এসেক্স সম্প্রতি এডেন উপসাগর থেকে উত্তর আরব সাগরের উদ্দেশ্যে যাত্রা করেছে এবং পরে সেটি পারস্য উপসাগরের দিকে যাবে।

মার্কিন সেনাবাহিনীর এক কর্মকর্তা বিষয়টি নিশ্চিত করলেও বিস্তারিত কিছু জানাননি। এদিকে আফগানিস্তানের প্রতিরক্ষা কর্মকর্তারা জানিয়েছে যে তারা সিএনএনে প্রচারিত এ বিষয়ক একটি সংবাদ দেখেছেন তবে বিস্তারিত কিছু জানেন না।

গত ফেব্রুয়ারিতে স্পুটনিকের এক রিপোর্টে বলা হয়েছিলো, ২০১৮ সালে এফ-৩৫বি জঙ্গিবিমান প্রথম যুদ্ধে ব্যবহৃত হতে পারে। সেসময় যুক্তরাষ্ট্রের সেন্ট্রাল কমান্ড এরিয়া অপারেশনের একটি জাহাজে প্রথম এই বিমান মোতায়েন করা হয়। বিশেষ করে কাতারের আল-উদাইদ বিমানঘাটি থেকে যুক্তরাষ্ট্র বহু অভিযান চালিয়েছে। যুক্তরাষ্ট্র নৌবাহিনীর পঞ্চম বহরের সদর দফতর বাহরাইনে।

২০১৮ সালে সরকারি বাহিনীর বিমান হামলায় আফগানিস্তানে বেসামরিক লোকজন হতাহত বেড়ে যাওয়ায় জাতিসংঘের সহায়তা মিশন থেকে খবর প্রকাশের পর তালেবানের উপর এফ-৩৫বি’র হামলা হওয়ার আশংকা বেড়ে যায়। খবরে বলা হয় যে, বিমান হামলার কারণে বেসামরিক হতাহত সংখ্যা গত বছরের একই সময়ের তুলনায় ৫২% বেড়েছে। ২০১৮ সালের প্রথমার্ধে ১৪৯ জন বেসামরিক ব্যক্তি নিহত ও ২০৪ জন আহত হয়। রয়টার্স

  • সর্বশেষ
  • জনপ্রিয়