শিরোনাম
◈ চট্টগ্রামে জুতার কারখানায় আগুন, নিয়ন্ত্রণে ১২ ইউনিট ◈ জিয়াও কখনো স্বাধীনতার ঘোষক দাবি করেনি, বিএনপি নেতারা যেভাবে করছে: ড. হাছান মাহমুদ ◈ আওয়ামী লীগ সবচেয়ে বড় ভারতীয় পণ্য: গয়েশ্বর ◈ সন্ত্রাসীদের ওপর ভর করে দেশ চালাচ্ছে সরকার: রিজভী ◈ ইফতার পার্টিতে আওয়ামী লীগের চরিত্রহনন করছে বিএনপি: কাদের ◈ বাংলাদেশে কারাবন্দী পোশাক শ্রমিকদের মুক্তির আহ্বান যুক্তরাষ্ট্রের ফ্যাশন লবি’র ◈ দক্ষিণ আফ্রিকায় সেতু থেকে তীর্থ যাত্রীবাহী বাস খাদে, নিহত ৪৫ ◈ ২২ এপ্রিল ঢাকায় আসছেন কাতারের আমির, ১০ চুক্তির সম্ভাবনা ◈ ইর্ন্টান চিকিৎসকদের দাবি নিয়ে প্রধানমন্ত্রী’র সঙ্গে কথা বলেছি: স্বাস্থ্যমন্ত্রী ◈ উন্নয়ন সহযোগীদের একক প্ল্যাটফর্মে আসা প্রয়োজন: পরিবেশমন্ত্রী

প্রকাশিত : ২৯ সেপ্টেম্বর, ২০১৮, ০৬:১৭ সকাল
আপডেট : ২৯ সেপ্টেম্বর, ২০১৮, ০৬:১৭ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

বাংলাদেশে বিনিয়োগে আগ্রহ প্রকাশ করেছে সংযুক্ত আরব আমিরাত

তরিকুল ইসলাম : বাংলাদেশে বিনিয়োগে আগ্রহ প্রকাশ করেছে সংযুক্ত আরব আমিরাত। শুক্রবার জাতিসংঘে ৭৩তম সাধারণ অধিবেশনে পররাষ্ট্র প্রতিমন্ত্রী মো. শাহরিয়ার আলমের সঙ্গে সংযুক্ত আরব আমিরাতের (ইউএই) পররাষ্ট্র প্রতিমন্ত্রী ড. আনোয়ার মোহাম্মদ সাক্ষাতে তিনি এ আগ্রহ প্রকাশ করেন।

বৈঠকে বাংলাদেশের সম্ভাব্য অর্থনৈতিক সুযোগ তুলে ধরে ইউএই মন্ত্রী বাংলাদেশে আরও বিনিয়োগের আগ্রহ প্রকাশ করেন। এ ব্যাপারে তিনি সংযুক্ত আরব আমিরাতের কোম্পানির জন্য একটি বিশেষ অর্থনৈতিক অঞ্চল প্রতিষ্ঠার জন্য জমি পেতে বাংলাদেশ সরকারের সহযোগিতা চেয়েছেন।

পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম এ প্রস্তাবকে স্বাগত জানিয়য়ে বলেন তিনি ইউএই-এর প্রস্তাবকে কার্যকর করতে যথাযথ উদ্যোগ নেবেন। আগামী দিনে এ দেশগুলোর মধ্যে বাণিজ্য আরও বৃদ্ধি পাবে। নবনির্মিত বাংলাদেশ ইনভেস্টমেন্ট ডেভেলপমেন্ট অথরিটি (বিআইডিএ) তাদের বিনিয়োগ ও ব্যবসা সম্প্রসারণের জন্য সংযুক্ত আরব আমিরাতের মত দেশগুলোকে সুযোগ দিতে পিছপা হবে না।

বাংলাদেশি শ্রমিকদের তাদের দেশে কাজ করার সুযোগ করে দেওয়ায় ইউএই সরকারকে ধন্যবাদ জানান শাহরিয়ার আলম। তিনি নির্মাণখাতে চিকিৎসক, প্রকৌশলী, স্থপতি ও কারিগরি ব্যক্তিসহ পেশাদার বিভাগের চাকরির বাজার খুলতে অনুরোধ করেন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়