শিরোনাম
◈ আবদুল্লাহ জাহাজে খাবার থাকলেও সংকট বিশুদ্ধ পানির ◈ কিছুটা কমেছে পেঁয়াজ ও সবজির দাম, বেড়েছে আলুর ◈ দেশের ৯২ শতাংশ মানুষ দ্বিতীয় কোনো ভাষা জানেন না, সময় এসেছে তৃতীয় ভাষার ◈ ভুটানের রাজার সঙ্গে থিম্পু পৌঁছেছেন তথ্য প্রতিমন্ত্রী ◈ চট্টগ্রামের জুতার কারখানার আগুন নিয়ন্ত্রণে ◈ জিয়াও কখনো স্বাধীনতার ঘোষক দাবি করেনি, বিএনপি নেতারা যেভাবে করছে: ড. হাছান মাহমুদ ◈ আওয়ামী লীগ সবচেয়ে বড় ভারতীয় পণ্য: গয়েশ্বর ◈ সন্ত্রাসীদের ওপর ভর করে দেশ চালাচ্ছে সরকার: রিজভী ◈ ইফতার পার্টিতে আওয়ামী লীগের চরিত্রহনন করছে বিএনপি: কাদের ◈ বাংলাদেশে কারাবন্দী পোশাক শ্রমিকদের মুক্তির আহ্বান যুক্তরাষ্ট্রের ফ্যাশন লবি’র

প্রকাশিত : ২৯ সেপ্টেম্বর, ২০১৮, ০৩:৪৮ রাত
আপডেট : ২৯ সেপ্টেম্বর, ২০১৮, ০৩:৪৮ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

‘রাজনৈতিকভাবে প্রভাবশালী না হওয়ায় মধ্যবিত্তের দিকে কম তাকায় সরকার’

আশিক রহমান : গবেষক ও রাজনৈতিক বিশ্লেষক আফসান চৌধুরী বলেছেন, মধ্যবিত্ত শ্রেণির প্রতি সরকারের দায়বদ্ধতা সবচেয়ে কম। যেহেতু তারা রাজনৈতিকভাবে প্রভাবশালী নয়। মধ্যবিত্তের রাজনৈতিক ক্ষমতা নেই। সরকার বাংলাদেশের মধ্যবিত্তের দিকে কম তাকায়। যদি না সেই মধ্যবিত্ত সরকারের সরাসরি কাজে না লাগে। বাংলাদেশ সরকারের এটা ঐতিহাসিক নিয়ম। দেশের মধ্যবিত্তের ঐতিহাসিক ভূমিকা একাত্তর সালে পালিত হয়ে গেছে। এর পরে মধ্যবিত্তের ঐতিহাসিক কোনো ভূমিকা দেখা যায়নি।

এ প্রতিবেদকের সঙ্গে আলাপকালে তিনি বলেন, মধ্যবিত্ত এখন তেমন একটা সুবিধা পাচ্ছে না। এটা আমরা কীভাবে বুঝতে পারি? আমাদের দেশের মধ্যবিত্তদের যে পরিমাণ চাকরি থাকার কথা ছিল, তা নেই। সরকার ওইদিকে এতটা চিন্তা করছে না। কারণ শক্তি হিসেবে মধ্যবিত্ত দুর্বল। সে কারণেই মধ্যবিত্তকে অস্বীকার করা যায়। কোনোদিন যদি সবল হয় সেটা অন্য কথা।

তিনি আরও বলেন, কোটা আন্দোলন থেকে বোঝা যায় যে মধ্যবিত্তের একটা অবস্থান আছে। কিন্তু আন্দোলনকে যেভাবে দমন করা হয়েছে, তাদের মার দিলেও খুব একটা অসুবিধা হচ্ছে না। তবে কোটা সমস্যা সমাধানে যে তদন্ত কমিটি গঠন করেছে তাতে বোঝা যায় সরকার যে এখন তাদের একেবারে আমলে নিচ্ছে না তা নয়। মধ্যবিত্তকে আমলে নিচ্ছে। তবে সরকার তাদেরকে প্রধান শক্তি বলে মনে করে না।

  • সর্বশেষ
  • জনপ্রিয়