শিরোনাম
◈ দক্ষিণ আফ্রিকায় সেতু থেকে তীর্থ যাত্রীবাহী বাস খাদে, নিহত ৪৫ ◈ ভারত থেকে ১৬৫০ টন পেঁয়াজ আসছে আজ! ◈ ২২ এপ্রিল ঢাকায় আসছেন কাতারের আমির, ১০ চুক্তির সম্ভাবনা ◈ ইর্ন্টান চিকিৎসকদের দাবি নিয়ে প্রধানমন্ত্রী’র সঙ্গে কথা বলেছি: স্বাস্থ্যমন্ত্রী ◈ নির্বাচনী বন্ড কেবল ভারত নয়, বিশ্বের সবচেয়ে বড় কেলেঙ্কারি: অর্থমন্ত্রীর স্বামী ◈ জনগণকে সংগঠিত করে চূড়ান্তভাবে বিজয় অর্জন করতে হবে: মির্জা ফখরুল ◈ উন্নয়ন সহযোগীদের একক প্ল্যাটফর্মে আসা প্রয়োজন: পরিবেশমন্ত্রী ◈ জিয়াউর রহমানের সময়ই দেশে বিভেদের রাজনীতির গোড়াপত্তন হয়: ওবায়দুল কাদের  ◈ এলডিসি উত্তরণের পর সর্বোচ্চ সুবিধা পাওয়ার প্রস্তুতি নিতে প্রধানমন্ত্রীর নির্দেশ ◈ ড. ইউনূসের পুরস্কার নিয়ে ভুলভ্রান্তি হতে পারে: আইনজীবী 

প্রকাশিত : ২৯ সেপ্টেম্বর, ২০১৮, ০২:২৫ রাত
আপডেট : ২৯ সেপ্টেম্বর, ২০১৮, ০২:২৫ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

গোপন কথা প্রকাশে বাধা দেয় ইসলাম

হাবীবুল্লাহ সিরাজ: গোপনীয়তা রক্ষা করা সুন্দর ও ভালো এবং উন্নতর মানবীয় গুণ। যে চরিত্রের মাঝে এই সুন্দর ও দামি গুণটি অনুপস্থিত; সেই চরিত্র নায়কের সফলতার পালা খুবই কম বরং ব্যর্থতার পালাই বেশি। সব বিষয়ে গোপনীয়তা নয়, তবে যেখানে গোপনীয়তা প্রয়োজন সেখানেই গোপনীয়তা রক্ষা করাই একটি চরিত্র। এই গোপনটি বিষয় হতে পারে ব্যক্তিগত, পারিবারিক, অফিসিয়াল, সামাজিক ও রাষ্ট্রীয় বিষয়াদি।

গোপনীয়তা রক্ষার বিষয়ে ইসলাম খুবই কঠোর। রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ব্যক্তিগত গোপন বিষয়ে ফাঁস করা ব্যাপারে একটি হাদীস বলেন, ‘কিয়ামতের দিন আল্লাহর কাছে সবচেয়ে নিকৃষ্টতম ব্যক্তি হবে ওই লোক, যে তার স্ত্রীর সাথে মিলিত হয় এবং স্ত্রীও তার স্বামীর সাথে মিলিত হয়। অতপর স্বামীর গোপনীয়তা প্রকাশ করে’ মুসলিম: ১৪৩৭।

এই বিষয়ে আরো একটি হাদীস রয়েছে। তা হলো, রাসুলুল্লাহ সা. বলেন, ‘আমার সব উম্মতকে আল্লাহ তায়ালা ক্ষমা করে দেবেন, তবে ওই ব্যক্তিকে ছাড়া যে তার গোপন অপরাধ প্রকাশ করে ফেলে, অন্যদেরকে জানিয়ে দেয়।

তবে যদি তার প্রকাশ করাটা ভালো নিয়তে হয় তাহলে সেটিও উত্তম চরিত্রেরই একটি প্রসংশনীয় অংশ। যেমন কোন অভিভাবক তার অধীনস্তদের বুঝাতে গিলে বলল যে, তোমরা কখনো নেশা করবে না, কারণ নেশা মানুষকে ধ্বংস করে দেয়। হাজার রকম রোগের উৎপন্ন করে। আমি এই শিক্ষাই গ্রহণ করেছি।

এই গোপনীয়তার বিষয়টি শুধু অপরাধের বেলায় নয়; ইবাদতের ক্ষেত্রেও অতীব গুরুত্ববহ। যেমন কেউ তার গোপন দানের কথা প্রকাশ করলো; যার দ্বারা তার সম্মান মর্যাদা বৃদ্ধি পায়, কেউ তার রাতের তাহাজ্জুদের কথা বলল। তাহলে আমল হয়ে যাবে লোক দেখানো সওয়াবশূন্য।

সারকথা হলো, গোপনীয়তা রক্ষা অতীব জরুরি। যার থেকে গোপন বিষয় প্রকাশ পায়, অন্যান্য মানুষ তার সঙ্গ ত্যাগ করে। তার সাথে গোপন কথা ছেড়ে দেয়। তাই নিজের মঙ্গলের জন্য সমাজের মঙ্গলের জন্য গোপনকে গোপন রাখাই ভালো সভ্যতার আলামত। তবে নিজের পারিবারিক গোপন বিষয়গুলো প্রকাশ করে দেয়ার মত বড় বোকামী আর কিছুই হতে পারে না।

যদি গোপন বিষয় প্রকাশিত হয় তাহলে কারো দুনিয়ারি থাকবে না। মালিক জানেনা তার কর্মচারী কি খারাপ, কর্মচারী জানেনা মালিক তার অগোচরে কি করছে। একারণে পৃথিবী টিকে আছে যদি; তবে হ্যাঁ, যে গোপন প্রকাশে পরিবারের সমাজের ও রাষ্ট্রের উপকার নিহিত, যে গোপন প্রকাশে দেশ জাতি ও সংস্কৃতির উপকার নিহিত তা অবশ্যই প্রকাশ করতে হবে। এটা প্রকাশ না করলে সেই মহাবিপদের সম্মুখীন হবে কাল কিয়ামতের ময়দানে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়