শিরোনাম
◈ ঝালকাঠিতে ট্রাকচাপায় নিহতদের ৬ জন একই পরিবারের ◈ গাজীপুরের টঙ্গি বাজারে আলুর গুদামে আগুন ◈ রাজনৈতিক বিশ্লেষক মনোয়ারুল হক মারা গেছেন ◈ ভারতের পররাষ্ট্র সচিব শনিবার ঢাকা আসছেন ◈ দুই এক পশলা বৃষ্টি হলেও তাপদাহ আরো তীব্র হতে পারে  ◈ এথেন্স সম্মেলন: দায়িত্বশীল ও টেকসই সমুদ্র ব্যবস্থাপনায় সম্মিলিত প্রয়াসের আহ্বান পররাষ্ট্রমন্ত্রীর ◈ কেএনএফ চাইলে আবারও আলোচনায় বসার সুযোগ দেওয়া হবে: র‌্যাবের ডিজি ◈ ওবায়দুল কাদেরের হৃদয় দুর্বল, তাই বেশি অবান্তর কথা বলেন: রিজভী ◈ মধ্যপ্রাচ্যের পরিস্থিতি বিবেচনায় প্রস্তুতি নেওয়ার নির্দেশ দিলেন প্রধানমন্ত্রী ◈ বাংলাদেশ সংকট থেকে ঘুরে দাঁড়াতে শুরু করেছে: অর্থমন্ত্রী

প্রকাশিত : ২৯ সেপ্টেম্বর, ২০১৮, ০৮:০৫ সকাল
আপডেট : ২৯ সেপ্টেম্বর, ২০১৮, ০৮:০৫ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

কমিশনের সিদ্ধান্ত জানেন না চার কমিশনার!

ডেস্ক রিপোর্ট : একাদশ সংসদ নির্বাচনের বাকি আর মাত্র তিনমাস। নির্বাচনকে সামনে রেখে চূড়ান্ত প্রস্তুতি নিচ্ছে নির্বাচন কমিশন (ইসি)। এরই মধ্যে নির্বাচন কমিশনারদের টানাপোড়েন প্রকাশ্যে চলে আসছে। চার কমিশনারের অভিযাগ কমিশনের গৃহীত সিদ্ধান্তগুলো তাদের জানানো হচ্ছে না। প্রধান নির্বাচন কমিশনার ও কমিশন সচিব বিভিন্ন বিষয়ে তাদের না জানিয়েই সিদ্ধান্ত নিচ্ছেন। তাই ইসি সচিবালয়ের নেওয়া সিদ্ধান্ত ও তথ্য জানতে চেয়ে আন অফিসিয়াল নোট (ইউওনোট) দিয়েছেন চার নির্বাচন কমিশনার।

জানা গেছে, সম্প্রতি নির্বাচন কমিশনের সচিব হেলালুদ্দীন আহমদের কাছে ‘ইউওনোট’ দেন চার নির্বাচন কমিশনার। এই নোটের একটি কপি সিইসি বরাবরও দেওয়া হয়েছে। কমিশনের নিয়ম অনুযায়ী, এই চার নির্বাচন কমিশনারকে বাদ দিয়ে কিছু সিদ্ধান্ত নির্বাচন কমিশনের সচিব ও সিইসি নিতে পারেন। ফলে সচিবালয়ের অনেক বিষয়ই অজানা থেকে যায় এই চার কমিশনারের। এ পরিপ্রেক্ষিতে সচিবালয়ের সিদ্ধান্ত ও কিছু বিষয়ে জানতে চেয়ে ইউওনোট দিয়েছেন কমিশনাররা।

গত ৫ সেপ্টেম্বর ঢাকায় অনুষ্ঠিত ফেমবোসা সন্মেলন কেন্দ্র করে নির্বাচন কমিশনারদের মধ্যে টানাপোড়েন সৃষ্টি হয়। সার্কভূক্ত দেশগুলোর নির্বাচন কমিশনারদের নিয়ে দুই দিনব্যাপী অনুষ্ঠিত আন্তর্জাতিক এই সন্মেলনে প্রস্তুতি-অনুষ্ঠান সম্পর্কে নির্বাচন কমিশনারদের মতামত গ্রহণ করা হয়নি বলে জানা গেছে। এছাড়া অনুষ্ঠান কিভাবে হবে তাও তাদের জানানো হয়নি। সিইসি ও সচিবের পরিকল্পনা অনুসারে সন্মেলন অনুষ্ঠিত হয়েছে। গত ২২ সেপ্টেম্বর একাদশ জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে নির্বাচন কর্মকর্তাদের প্রশিক্ষণ শুরু হয়েছে। এই বিষয়েও চার কমিশনারের মতামত নেওয়া হয়নি। উদ্বোধনী অনুষ্ঠানেও সিইসি ও সচিব ছিলেন। চার কমিশনারের কাউকে দেখা যায়নি। এই প্রশক্ষিণ বিষয়ে তাদের মতামত গ্রহণ এবং আমন্ত্রণ জানানো হয়নি বলে জানা গেছে।

ইসি সচিবকে দেওয়া চার কমিশনারের ইউওনোটে বলা হয়, সংবিধানের ১১৮ (৪) অনুচ্ছেদ অনুযায়ী দায়িত্ব পালনের ক্ষেত্রে নির্বাচন কমিশন সম্পূর্ণ স্বাধীন। আর ইসি সচিবালয় আইনের যথাযথ প্রয়োগ নিশ্চিত করতে ২০১০ সালে নির্বাচন কমিশন কার্যপ্রণালী বিধিমালা প্রণয়ন করা হয়েছে।

(আইনের ৪ ধারা অনুযায়ী ইসি সচিবালয় কমিশনের প্রয়োজনীয় সব সাচিবিক দায়িত্ব পালন করবে এবং ইসি কর্তৃক আরোপিত যাবতীয় দায়িত্ব সম্পাদন করবে।)

“কিন্তু কিছু কিছু ক্ষেত্রে আইনি ও বিধির যথাযথ বাস্তবায়নে ব্যত্যয় পরিলক্ষিত হচ্ছে বলে প্রতীয়মান হয়।”

আইনের ১৪ (২) ধরায় বলা হয়েছে, ইসি সচিবালয়ের সব কর্মকর্তা-কর্মচারী নির্বাচন কমিশনের সার্বিক নিয়ন্ত্রণে সচিবের কাছে দায়ী থাকবেন। তবে এখানেও ‘একক নিয়ন্ত্রণে’ সচিবালয়ের কর্মকর্তারা কাজ করছেন বলে মন্তব্য করা হয়েছে ইউওনোটে।

বলা হয়েছে, কমিশনের নিয়ন্ত্রণে থাকা তো দূরের কথা, অনেক ক্ষেত্রে কমিশনের সব সদস্যকে সিদ্ধান্তের বিষয়ে অবহিতও করা হয় না।

আইনের ১৬ ধারায় বলা হয়েছে, ইসি সচিবালয়ের জন্য অনুমোদিত বাজেটের আওতায় অর্থ ব্যয় সংক্রান্ত চূড়ান্ত অনুমোদন নির্বাচন কমিশনই দেবে। কিন্তু এ বিষয়গুলো কখনোই কমিশনের অনুমোদনের জন্য উপস্থাপন করা হয়নি বলে উল্লেখ করা হয়েছে ইউওনোটে।

কমিশনের কাছে উপস্থাপিত বিষয়গুলো সংখ্যাগরিষ্ঠের মতামতের ভিত্তিতে নিষ্পত্তি করার বিধান থাকলেও অনেক ক্ষেত্রে তা লঙ্ঘিত হয়েছে। এসব মতামতের প্রেক্ষিতে আইন ও বিধির সব বিধি বিধান প্রতিপালন করে সব কার্যক্রম পরিচালনার বিষয়ে দৃষ্টি আকর্ষণ করা হয়েছে ইউওনোটে।

এ বিষয়ে নির্বাচন কমিশনার মো. রফিকুল ইসলাম বার্তা২৪.কমকে বলেন, কমিশনের অনেক সিদ্ধান্তই আমরা জানিনা। তাই আমরা কমিশনের কাছে কিছু তথ্য চেয়েছি। বলেছি, এই বিষয়গুলো আমাদের একটু জানান। সে জন্য নোট দিয়েছি।

তিনি বলেন, নির্বাচন কমিশন সচিবালয়ের কিছু বিষয় আছে, যেগুলো আমাদের জানার কথা না। সাংবাদিক, সাধারণ মানুষ-সবাই তো আমাদের কাছ থেকে জানতে চান। প্রশ্ন করলে যেন আমরা জবাবদিহি করতে পারি, তথ্যগুলো দিতে পারি। যেগুলো হয় সচিবালয়ে বা আগে হইছে বা পরিকল্পনা করা হইতেছে, সেগুলো সচিবালয়ের কাছে জানতে চাওয়া হয়েছে এবং তারা যেন আমাদেরকে ভবিষ্যতেও বিষয়গুলো জানায়। ইউওনোট দেওয়ার পর থেকে সচিবালয় থেকে বিভিন্ন তথ্য ও সিদ্ধান্ত তাদেরকে জানানো হচ্ছে বলেও জানান তিনি।

এ বিষয়ে নির্বাচন কমিশন সচিব হেলালুদ্দীন আহমদ বলেন, চার নির্বাচন কমিশনার একটি নোট দিয়েছেন। সেখানে বলেছেন, নির্বাচন কার্যক্রম সম্পর্কে যেনো তাদের জানানো হয়। নির্বাচনি কার্যক্রম বিষয়ে যেনো তাদের জানানোর জন্য ফাইল উঠানো হয়। চার কমিশনার মিলে একটি নোট দিয়েছেন বলেও জানান তিনি।

গত বছরের ১৫ ফেব্রুয়ারি প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কে এম নুরুল হুদার নেতৃত্বে নির্বাচন কমিশনার মাহবুব তালুকদার, মো. রফিকুল ইসলাম, কবিতা খানম ও অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল শাহাদাত হোসেন চৌধুরী দায়িত্ব নেন বাংলাদেশ নির্বাচন কমিশনের।পাঁচজনে মিলে এই কমিশন। পাঁচ বছর পরপর জাতীয় নির্বাচন হয়, এতে ভোট দিয়ে মানুষ তাদের প্রতিনিধি নির্বাচিত করেন। কমিশন ঐক্যবদ্ধ থেকে সুষ্ঠু নির্বাচন করার নজিরও যেমন আছে, তেমনি অতীতে এর বিপরীত দৃশ্যও দেখা গেছে।

সচিবালয়ের সঙ্গে কমিশনারদের কোনো দূরত্ব আছে কি না জানতে চাইলে রফিকুল ইসলাম বলেন, কমিশনের সঙ্গে আমাদের গ্যাপ (দূরত্ব) আছে, এটা আপনারা মনে করছেন। কিন্তু এটা একদম ঠিক না। বিভেদ এক জিনিস মতোপার্থক্য আরেক জিনিস। চার নির্বাচন কমিশনারই সচিবালয়ের সিদ্ধান্তগুলো জানতে চাচ্ছিলেন। সচিবালয়ের কাছে প্রত্যেকে স্বতন্ত্রভাবে না গিয়ে একই নোটে চারজন স্বাক্ষর করেছেন। যাতে বলা হয়েছে, সচিবালয়ের সিদ্ধান্তগুলো যেন আমাদেরকে জানানো হয়।

এরআগে সংসদ নির্বাচনে ইভিএম ব্যবহারের বিধান যুক্তের বিরোধীতা করেন নির্বাচন কমিশনার মাহবুব তালুকদার। নোট অফ ডিসেন্ট দিয়ে তিনি কমিশন সভা বর্জন করেন। এ বিষয়ে অপর তিন কমিশনার সিইসির সঙ্গে একমত পোষণ করে আরপিও সংশোধনের সুপারিশ অনুমোদন করেন।
সূত্র : বার্তা২৪.কম

  • সর্বশেষ
  • জনপ্রিয়