শিরোনাম
◈ ইরানের ওপর মার্কিন যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্যের নতুন নিষেধাজ্ঞা ◈ আবারও বাড়লো স্বর্ণের দাম  ◈ চলচ্চিত্র ও টিভি খাতে ভারতের সঙ্গে অভিজ্ঞতা বিনিময় হবে: তথ্য প্রতিমন্ত্রী ◈ উপজেলা নির্বাচনে প্রভাব বিস্তার করলেই ব্যবস্থা: ইসি আলমগীর  ◈ ভারতের পররাষ্ট্র সচিব বিনয় মোহন কোয়াত্রার ঢাকা সফর স্থগিত ◈ বিএনপি নেতাকর্মীদের জামিন না দেওয়াকে কর্মসূচিতে পরিণত করেছে সরকার: মির্জা ফখরুল ◈ ব্রিটিশ হাইকমিশনারের সঙ্গে বিএনপি নেতাদের বৈঠক ◈ মিয়ানমার সেনার ওপর নিষেধাজ্ঞা থাকায় তাদের সঙ্গে সরাসরি যোগাযোগ করা সম্ভব হচ্ছে না: সেনা প্রধান ◈ উপজেলা নির্বাচন: মন্ত্রী-এমপিদের আত্মীয়দের সরে দাঁড়ানোর নির্দেশ আওয়ামী লীগের ◈ বোতলজাত সয়াবিনের দাম লিটারে ৪ টাকা বাড়লো

প্রকাশিত : ২৯ সেপ্টেম্বর, ২০১৮, ০৭:০৪ সকাল
আপডেট : ২৯ সেপ্টেম্বর, ২০১৮, ০৭:০৪ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

অনুমতি না পেলে তাৎক্ষণিক কর্মসূচি দেবে বিএনপি

ডেস্ক রিপোর্ট : রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে আগামী রোববার জনসভার অনুমতি না দিলে তাৎক্ষণিক কর্মসূচি ঘোষণা করবে বিএনপি। শুক্রবার সন্ধ্যায় গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে দলের স্থায়ী কমিটির নেতাদের বৈঠকে এ বিষয়ে নীতিগত সিদ্ধান্ত হয়েছে। তবে কি ধরনের কর্মসূচির নেয়া হবে তা জানানো হয়নি।

এ বিষয়ে বিএনপির স্থায়ী কমিটির সদস্য লে. জে (অব.) মাহবুবুর রহমান পরিবর্তন ডটকমকে বলেন, ‘চলমান রাজনৈতিক পরিস্থিতি নিয়ে বৈঠকে আলোচনা করেছি। জনসভার অনুমতি পাওয়ার বিষয়ে আমরা আশাবাদী।’

এক প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘আগে থেকে কিছু বলা যাবে না। অনুমতি না পেলে তাৎক্ষণিক সিদ্ধান্ত হবে।’

বৈঠক সূত্রে জানা গেছে, অনুমতি পেলে জনসভায় বিএনপি বেশ কয়েকটি দাবি উপস্থাপন করবে। দাবিগুলোর মধ্যে রয়েছে, নির্বাচনের আগে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াসহ সকল রাজবন্দিদের মুক্তি দিতে হবে। নির্বাচনের আগে সংসদ ভেঙে দিতে হবে। নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচন দিতে হবে। নির্বাচন পুনঃগঠন করতে হবে। নির্বাচনে ম্যাজিস্ট্রেসি ক্ষমতাসহ সেনাবাহিনী মোতায়েন করতে হবে। ইভিএম ব্যবহার করা যাবে না।

শনিবার সন্ধ্যা সাড়ে ৬টা থেকে বিএনপির স্থায়ী কমিটির সদস্যরা প্রায় ঘণ্টাব্যাপী বৈঠক করেন। সেখানে এসব বিষয়ে আলোচনা করা হয়।

বৈঠকে উপস্থিত ছিলেন, বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার মওদুদ আহমদ, ব্যারিস্টার জমিরউদ্দিন সরকার, লে. জে. (অব.) মাহবুবুর রহমান, মির্জা আব্বাস, গয়েশ্বর চন্দ্র রায়, নজরুল ইসলাম খান প্রমুখ।
সূত্র : পরিবর্তন

  • সর্বশেষ
  • জনপ্রিয়