শিরোনাম
◈ আওয়ামী লীগ সবচেয়ে বড় ভারতীয় পণ্য: গয়েশ্বর ◈ সন্ত্রাসীদের ওপর ভর করে দেশ চালাচ্ছে সরকার: রিজভী ◈ ইফতার পার্টিতে আওয়ামী লীগের চরিত্রহনন করছে বিএনপি: কাদের ◈ বাংলাদেশে কারাবন্দী পোশাক শ্রমিকদের মুক্তির আহ্বান যুক্তরাষ্ট্রের ফ্যাশন লবি’র ◈ দক্ষিণ আফ্রিকায় সেতু থেকে তীর্থ যাত্রীবাহী বাস খাদে, নিহত ৪৫ ◈ ২২ এপ্রিল ঢাকায় আসছেন কাতারের আমির, ১০ চুক্তির সম্ভাবনা ◈ ইর্ন্টান চিকিৎসকদের দাবি নিয়ে প্রধানমন্ত্রী’র সঙ্গে কথা বলেছি: স্বাস্থ্যমন্ত্রী ◈ উন্নয়ন সহযোগীদের একক প্ল্যাটফর্মে আসা প্রয়োজন: পরিবেশমন্ত্রী ◈ ড. ইউনূসের পুরস্কার নিয়ে ভুলভ্রান্তি হতে পারে: আইনজীবী  ◈ ত্রিশালে বাসের ধাক্কায় বিশ্ববিদ্যালয় ছাত্রসহ অটোরিকশার ৩ যাত্রী নিহত

প্রকাশিত : ২৯ সেপ্টেম্বর, ২০১৮, ০২:৫৩ রাত
আপডেট : ২৯ সেপ্টেম্বর, ২০১৮, ০২:৫৩ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

কুমিল্লা টেলিভিশন জার্নালিষ্ট এসোসিয়েশনের ৭ম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত

মাহফুজ নান্টু, কুমিল্লা: উৎসাহ উদ্দীপনা বর্ণাঢ্য আনন্দ র‌্যালী ও কেক কাটার মধ্য দিয়ে টেলিভিশন জার্নালিষ্ট এসোসিয়েশন, কুমিল্লার ৭ম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হয়েছে। আজ বিকেল চারটায় কুমিল্লা প্রেসক্লাব মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন কুমিল্লা জেলা প্রশাসক মোঃ আবুল ফজল মীর। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন কুমিল্লার জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (দক্ষিন সার্কেল) মোঃ আবদুল্লাহ আল মামুন।

অনুষ্ঠানের শুরুতে একটি বর্ণাঢ্য র‌্যালী নগরীর প্রধান সড়ক প্রদক্ষিন শেষে প্রেসক্লাবে এসে মিলিত হয়। র‌্যালীর নেতৃত্ব দেন অতিরিক্ত পুলিশ সুপার (দক্ষিন সার্কেল) আবদুল্লাহ আল মামুন। পরে প্রেসক্লাবে আলোচনা সভা, টেলিভিশন জার্নালিস্ট এসোসিয়েশনের সদস্য খায়রুল আহসান মানিক ও এম ফিরোজ মিয়া সেরা সাংবাদিক নির্বাচিত হওয়ায় তাদেরকে ফুল ও ক্রেস্ট দিয়ে সম্মননা জানানো হয়।

এছাড়া অনুষ্ঠানে আগত অতিথি জেলা প্রশাসক মোঃ আবুল ফজল মীর ও অতিরিক্ত পুলিশ সুপার টেলিভিশন সাংবাদিকদেও পক্ষ থেকে ক্রেস্ট ও ফুল দিয়ে বরণ করে নেয়া জেলা প্রশাসক মোঃ আবুল ফজল মীর ও অতিরিক্ত পুলিশ সুপার(দক্ষিন সার্কেল) আবদুল্লাহ আল মামুন।

পরে প্রতিষ্ঠা বার্ষিকীর কেক কাটেন জেলা প্রশাসক মোঃ আবুল ফজল মীর। টেলিভিশন জার্নালিষ্ট এসোসিয়েশন, কুমিল্লার সভাপতি হুমায়ুন কবীর রণীর সভাপতিত্বে এই উপলক্ষে শুভেচ্ছা বক্তব্য রাখেন কোতয়ালী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ আবু সালাম মিয়া, জেলা পুলিশের গোয়েন্দা শাখার ওসি মোঃ নাসির উদ্দিন মৃধা, কুমিল্লা জেলা পরিষদের সদস্য ও প্যানেল চেয়ারম্যান সালমা আক্তার মজুমদার, কুমিল্লা প্রেসক্লাবের আহবায়ক মাসুক আলতাফ চৌধুরী, বিটিভির জেলা প্রতিনিধি জাহাঙ্গীর আলম রতন, সাংবাদিক সমিতির কুমিল্লা জেলা সভাপতি ইয়াসমীন রিমা, জেলা মহিলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক এডভোকেট আয়েশা জামান, ক্যাব কুমিল্লার সহ সভাপতি জাহানারা বেগম, কুমিল্লা মহানগর যুবলীগের সদস্য বোরহান মাহমুদ কামরুলসহ আরো অনেকে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়