শিরোনাম
◈ বাংলাদেশের রাজনীতির অবনতি দুঃখজনক: পিটার হাস ◈ সয়াবিন তেলের দাম লিটারে বাড়লো ১০ টাকা  ◈ নির্বাচনি ইশতেহারের আলোকে প্রণীত কর্মপরিকল্পনা দ্রুত বাস্তবায়নের আহবান শিল্পমন্ত্রীর  ◈ প্রচণ্ড গরম থেকেই ঘটতে পারে মানবদেহের নানা রকম স্বাস্থ্য ঝুঁকি ◈ অবশেষে রাজধানীতে স্বস্তির বৃষ্টি  ◈ ইসরায়েল পাল্টা হামলা করলে কয়েক সেকেন্ডের মধ্যে জবাব দেবে ইরান: উপপররাষ্ট্রমন্ত্রী ◈ মিয়ানমারের আরও ১৫ সেনা সদস্য বিজিবির আশ্রয়ে ◈ সয়াবিনের দাম বাড়ানোর সুযোগ নেই: বাণিজ্য প্রতিমন্ত্রী ◈ উপজেলা নির্বাচন বর্জনের সিদ্ধান্ত বিএনপির ◈ কেউ যেন নিরাপত্তাহীনতায় না থাকি, আইনের শাসনে জীবনযাপন করি: ড. ইউনূস

প্রকাশিত : ২৯ সেপ্টেম্বর, ২০১৮, ০২:১৭ রাত
আপডেট : ২৯ সেপ্টেম্বর, ২০১৮, ০২:১৭ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

বিপদ বাড়িয়ে ফিরে গেলেন মাহমুদুল্লাহ

স্পোর্টস ডেস্ক : দারুণ শুরুর পর হঠাৎ ছন্দপতন বাংলাদেশের ব্যাটিং লাইন আপে। পাঁচ উইকেট হারিয়ে চাপে পড়েছে টাইগাররা। সর্বশেষ দলীয় ১৫১ রানে কুলদীপ যাদবের বলে জ্যাসপ্রীত বুমরাহর হাতে ক্যাচ হয়েছেন মাহমুদউল্লাহ রিয়াদ। ১৬ বল খেলে চার রান করেছেন তিনি।

এশিয়া কাপের ফাইনাল ম্যাচে আজ ভারতের বিপক্ষে টস হেরে ব্যাট করছে বাংলাদেশ। এই প্রতিবেদন লেখা পর্যন্ত বাংলাদেশের সংগ্রহ ৪০ ওভারে ৫ উইকেটে ১৭৮ রান। লিটন দাস ইতোমধে ক্যারিয়ারে প্রথম শতক তুলে নিয়েছেন। পূরণ করেছেন। ৮৭ বলের ঝড়ো ইনিংসে প্রথম সেঞ্চুরি তুলে এখনো ক্রিজে আছেন। তার সঙ্গী হিসেবে আছেন সৌম্য সরকার।

বাংলাদেশ ব্যাটিংয়ে নেমে আজ দারুণ সূচনা করে। ওপেনিং জুটিতে ১২০ রানের পার্টনারশিপ গড়েন লিটন দাস ও মেহেদী হাসান মিরাজ। দলকে দারুণ শুরু এনে দিয়ে সাজঘরে ফিরে যান মিরাজ। ইনিংসের ২১তম ওভারে কেদার যাদবের বলে আম্বাতি রায়ডুর হাতে ধরা পড়েন তিনি। তার ব্যক্তিগত সংগ্রহ ৩২ রান। ওয়ানডেতে ভারতের বিপক্ষে বাংলাদেশের ওপেনিং জুটিতে এটিই সর্বোচ্চ রানের পার্টনারশিপ। আর ২০১৬ সালের ডিসেম্বরের পর ওয়ানডেতে বাংলাদেশের এই প্রথম ওপেনিং জুটিতে শতরান করল।

মেহেদী হাসান মিরাজ ফিরে যাওয়ার পর ওয়ানডাউনে ব্যাট করতে নামে ইমরুল কায়েস। কিন্তু তিনি সুবিধা করতে পারেননি। ১২ বলে দুই রান করে তিনি ফিরে যান সাজঘরে। দলীয় ১২৮ রানে যুজবেন্দ্র চাহালের বলে এলবিডব্লিউ হন তিনি। রিভিউ নিয়েও শেষরক্ষা হয়নি ইমরুল কায়েসের। তাকে সাজঘরে ফিরে যেতেই হয়েছে।

এরপর দলীয় ১৩৭ রানে কেদার যাদবের বলে জ্যাসপ্রীত বুমরাহর হাতে ক্যাচ হয়েছেন মুশফিকুর রহিম। নয় বল খেলে পাঁচ রান করেছেন তিনি। দলের রান যখন ১৩৯ তখন রান আউট হন মোহাম্মদ মিথুন। চার বল খেলে দুই রান করেন তিনি।

এবারের এশিয়া কাপে শুরু থেকেই বাংলাদেশের ওপেনিং জুটি হতাশ করেছে। কিন্তু আজ লিটন দাস ও মেহেদী হাসান মিরাজ ওপেনিংয়ে দুর্দান্ত সূচনা করেছেন। বিনা উইকেটে দলীয় অর্ধশত পূর্ণ হয়েছে। লিটন দাস ঝড়োয়া ব্যাট করছেন। তাকে যোগ্য সঙ্গ দিচ্ছেন মেহেদী হাসান মিরাজ।

  • সর্বশেষ
  • জনপ্রিয়