শিরোনাম
◈ পাবনায় হিটস্ট্রোকে একজনের মৃত্যু ◈ জলাবদ্ধতা নিরসনে ৭ কোটি ডলার ঋণ দেবে এডিবি ◈ ক্ষমতা দখল করে আওয়ামী শাসকগোষ্ঠী আরও হিংস্র হয়ে উঠেছে: মির্জা ফখরুল ◈ বেনজীর আহমেদের চ্যালেঞ্জ: কেউ দুর্নীতি প্রমাণ করতে পারলে তাকে সব সম্পত্তি দিয়ে দেবো (ভিডিও) ◈ চুয়াডাঙ্গায় তাপমাত্রা ৪২ দশমিক ৩ ডিগ্রি, হিট স্ট্রোকে একজনের মৃত্যু ◈ আইনজীবীদের গাউন পরতে হবে না: সুপ্রিমকোর্ট ◈ তীব্র গরমে স্কুল-কলেজ ও মাদরাসা আরও ৭ দিন বন্ধ ঘোষণা ◈ সিরিয়ায় আইএসের হামলায় ২৮ সেনা নিহত ◈ সরকার চোরাবালির ওপর দাঁড়িয়ে, পতন অনিবার্য: রিজভী  ◈ সরকারের বিরুদ্ধে অবিরাম নালিশের রাজনীতি করছে বিএনপি: ওবায়দুল কাদের

প্রকাশিত : ২৯ সেপ্টেম্বর, ২০১৮, ০৩:৩৯ রাত
আপডেট : ২৯ সেপ্টেম্বর, ২০১৮, ০৩:৩৯ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

‘কিছুদিন পর দেখবেন বি. চৌধুরী ময়মনসিংহে আর ড. কামাল থাইল্যান্ডে’

সজিব খান: বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ বলেছেন, দলছুট ও নীতিহীন নেতাদের মানুষ পছন্দ করে না। কিছুদিন পর দেখবেন বি. চৌধুরী ময়মনসিংহে আর ড. কামাল হোসেন থাইল্যান্ডে।

শুক্রবার আওয়ামী লীগ আয়োজিত দলের সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৭২তম জন্মদিন উপলক্ষে কৃষিবিদ ইন্সস্টিটিউট মিলনায়তনে তোফায়েল আহমেদ বলেন, ড. কামাল হোসেন আওয়ামী লীগ করেছেন। বঙ্গবন্ধুর আসন থেকে নির্বাচন করে নির্বাচিত হয়েছিলেন। পরে আওয়ামী লীগ থেকে বের হয়ে গিয়ে নির্বাচন করে জিততে পারেননি।’

তিনি বলেন, জাতীয় ঐক্য কাকে বলে? যখন সমস্ত দল এক হয়ে যায়, তাকে জাতীয় ঐক্য বলে। আওয়ামী লীগ ও ১৪ দলের মতো বড় দল বাদ দিয়ে জাতীয় ঐক্য হয় কীভাবে?

বিএনপির উদ্দেশে তোফায়েল আহমদে বলেন, ‘বিএনপি রাজনৈতিকভাবে একটি দেউলিয়াপনা দল। দলটির দলীয় প্রধান কারাগারে, তার ছেলে বিদেশে পলাতক। এটি এমন একটি দল, যেখানে একজনের সঙ্গে আরেকজনের মিল নেই।’

তিনি বলেন, ‘২০১৯ সালের ২৯ জানুয়ারির আগে জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হবে। নির্বাচন ঠেকানোর ক্ষমতা কারও নেই।’

অনুষ্ঠানে শিল্পমন্ত্রী আমির হোসেন আমুর সভাপতিত্বে আরো বক্তব্য রাখেন, আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের, , দলের উপদেষ্টা পরিষদের সভাপতি মোজাফ্ফর হোসেন, সভাপতিমন্ডলীর সদস্য, কৃষিমন্ত্রী মতিয়া চৌধুরী, সাহারা খাতুন, ফারুক খান, যুগ্ম-সাধারণ সম্পাদক মাহবুবউল আলম হানিফ, জাহাঙ্গীর কবির নানকসহ কেন্দ্রীয় ও মহানগর আওয়ামী লীগের নেতারা। খবর: আমাদের সময়

  • সর্বশেষ
  • জনপ্রিয়