শিরোনাম
◈ চুয়াডাঙ্গার পরিস্থিতি এখন মরুভূমির মতো, তাপমাত্রা ৪১ দশমিক  ৫ ডিগ্রি ◈ ফরিদপুরে পঞ্চপল্লীতে গণপিটুনিতে ২ ভাই নিহতের ঘটনায় গ্রেপ্তার ১ ◈ মিয়ানমারের ২৮৫ জন সেনা ফেরত যাবে, ফিরবে ১৫০ জন বাংলাদেশি: পররাষ্ট্রমন্ত্রী ◈ ভারতে লোকসভা নির্বাচনের প্রথম দফায় ভোট পড়েছে ৫৯.৭ শতাংশ  ◈ ভবিষ্যৎ বাংলাদেশ গড়ার কাজ শুরু করেছেন প্রধানমন্ত্রী: ওয়াশিংটনে অর্থমন্ত্রী ◈ দাম বেড়েছে আলু, ডিম, আদা ও রসুনের, কমেছে মুরগির  ◈ প্রার্থী নির্যাতনের বিষয়ে পুলিশ ব্যবস্থা নেবে, হস্তক্ষেপ করবো না: পলক ◈ ২০২৫ সালের মধ্যে ৪৮টি কূপ খনন শেষ করতে চায় পেট্রোবাংলা ◈ ভিত্তিহীন মামলায় বিরোধী নেতাকর্মীদের নাজেহাল করা হচ্ছে: মির্জা ফখরুল ◈ বিনা কারণে কারাগার এখন বিএনপির নেতাকর্মীদের স্থায়ী ঠিকানা: রিজভী

প্রকাশিত : ২৯ সেপ্টেম্বর, ২০১৮, ১২:১৮ দুপুর
আপডেট : ২৯ সেপ্টেম্বর, ২০১৮, ১২:১৮ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

টেকনাফে মাদক বিরোধী বিশেষ অভিযানে ৪৮ জন গ্রেফতার

ফরহাদ আমিন, টেকনাফ (কক্সবাজার): কক্সবাজারের টেকনাফ উপজেলায় মাদক বিরোধী বিশেষ অভিযান চালিয়ে ইয়াবার সরঞ্জামসহ ৪৮ জনকে গ্রেফতার করেছে পুলিশ । এর মধ্যে ১৪ জন নারী ও ৩৪ জন পুরুষ রয়েছে। বৃহস্পতিবার রাত থেকে শুক্রবার ভোর পর্যন্ত টেকনাফ পৌরসভা, সদর ও সাবরাং ইউনিয়নের বিভিন্ন গ্রামে এ পৃথক বিশেষ অভিযানে ইয়াবা সরঞ্জামসহ তাদেরকে গ্রেফতার করা হয়েছে।

শুক্রবার দুপুরে এসব তথ্য জানিয়েছেন কক্সবাজার জেলা অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ ইকবাল হোসেন। তিনি জানান, বৃহস্পতিবার রাত থেকে শুক্রবার ভোর পর্যন্ত টেকনাফ পৌরসভাসহ দুইটি ইউনিয়নে তিনিসহ (উখিয়া সার্কেল) সহকারি পুলিশ সুপার সাইফুল ইসলাম ও টেকনাফ মডেল থানার ভারপ্রাপ্ত দায়িত্বে থাকা (ওসি-তদন্ত) এবিএমএস দোহার নেতৃত্বে আলাদা পুলিশের টিম ওইসব এলাকায় মাদক বিরোধী বিশেষ অভিযান চালিয়ে ১৪ নারীসহ ৪৮ জনকে গ্রেফতার করা হয়।

এসময় ইয়াবার সরঞ্জাম উদ্ধার করা হয়েছে। এর মধ্যে ১৪ জন মাদকসহ বিভিন্ন মামলার পরোয়ানাভূক্ত পলাতক আসামি এবং ১২ জন মাদকসেবী। বাকি ২২ জন বহিরাগত রয়েছে। তাদেরকে জিঞ্জাসাবাদ করা হচ্ছে, যাদের বিরুদ্ধে কোন অপরাধ প্রমাণ মিলবে না তাদেরকে ছেড়ে দেওয়া হবে উল্লেখ করে এ অভিযান অব্যাহত থাকবে, মাদক কারবারি কাউকে ছাড় দেওয়া হবেনা বলে জানান ওই পুলিশ কর্মকর্তা।

এ প্রসঙ্গে টেকনাফ মডেল থানার ভারপ্রাপ্ত দায়িত্বে থাকা (ওসি-তদন্ত) এবি এম এস দোহা জানান, মাদক বিরোধী পৃথক অভিযানে ৪৮ জনকে গ্রেফতার করা হয়েছে। যাদের বিরুদ্ধে মামলা রয়েছে তাদেরকে গ্রেফতার দেখিয়ে কক্সবাজার কারাগারে প্রেরণ করা হবে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়