শিরোনাম
◈ দক্ষিণ ভারতে ইন্ডিয়া জোটের কাছে গো-হারা হারবে বিজেপি: রেভান্ত রেড্ডি ◈ ইরানের ওপর মার্কিন যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্যের নতুন নিষেধাজ্ঞা ◈ আবারও বাড়লো স্বর্ণের দাম  ◈ ভারতের পররাষ্ট্র সচিব বিনয় মোহন কোয়াত্রার ঢাকা সফর স্থগিত ◈ বিএনপি নেতাকর্মীদের জামিন না দেওয়াকে কর্মসূচিতে পরিণত করেছে সরকার: মির্জা ফখরুল ◈ ব্রিটিশ হাইকমিশনারের সঙ্গে বিএনপি নেতাদের বৈঠক ◈ মিয়ানমার সেনার ওপর নিষেধাজ্ঞা থাকায় তাদের সঙ্গে সরাসরি যোগাযোগ করা সম্ভব হচ্ছে না: সেনা প্রধান ◈ উপজেলা নির্বাচন: মন্ত্রী-এমপিদের আত্মীয়দের সরে দাঁড়ানোর নির্দেশ আওয়ামী লীগের ◈ বোতলজাত সয়াবিনের দাম লিটারে ৪ টাকা বাড়লো ◈ রেকর্ড বন্যায় প্লাবিত দুবাই, ওমানে ১৮ জনের প্রাণহানি

প্রকাশিত : ২৮ সেপ্টেম্বর, ২০১৮, ১০:৪০ দুপুর
আপডেট : ২৮ সেপ্টেম্বর, ২০১৮, ১০:৪০ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

নাঙ্গলকোটে যুবতীর রহস্যজনক মৃত্যু

শরীফ আহমেদ মজুমদার, নাঙ্গলকোট প্রতিনিধি: কুমিল্লার নাঙ্গলকোটে রুবিনা আক্তার রুবি (১৮) নামের এক যুবতীর রহস্যজনক মৃত্যু হয়েছে। গত বৃহস্পতিবার গভীর রাতে উপজেলার আদ্রা উত্তর ইউনিয়ের মেরকট গ্রামের পূর্বপাড়া কাজী বাড়ীতে এ ঘটনাটি ঘটে। শুক্রবার দুপুরে পুলিশ নিহতের মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে যায়।

এলাকাবাসী সূত্রে জানায়, শুক্রবার সকালে মেরকট গ্রামের কাজি তোফায়েল আহাম্মদের মেয়ে রুবিনা আক্তার রুবি জ্বরে আক্রান্ত হয়ে স্বাভাবিক ভাবে তার মৃত্যু হয়েছে বলে এলাকায় প্রচার করেন নিহতের পরিবারের লোকজন। পরে রুবির মৃত্যুর খবর চারদিকে ছড়িয়ে পড়লে এলাকায় তোড়পাড় সৃষ্টি হয়। স্থানীয়রা নিহতের পিতা কাজি তোফায়েল আহাম্মদের কাছে রুবির মৃত্যুর কারণ জানতে চায় এবং রুবিকে দেখে সন্দেহ হলে পুলিশকে খবরে দেয়। পুলিশ ঘটনাস্থলে গিয়ে নিহতের লাশ উদ্ধার করে থানায় নিয়ে আসে।

নিহতের মা খোসনেহারা বেগম জানান, তার মেয়ে রুবি জানালার সাথে গলায় রশি দিয়ে ফাঁস দেয়।

একটি সূত্রে জানা যায়, পাশ্ববর্তী বাড়ির সফিকুর রহমানের ছেলে সাফায়েত হোসেনের সাথে দীর্ঘ দিন ধরে প্রেম সর্ম্পক চলে আসছে। ছেলেটি দরিদ্র পরিবারের হওয়ার করাণে রুবির পরিবার সর্ম্পকটি মেনে নিতে পারেনি। এনিয়ে উভয় পরিবারে মাঝে ঝগড়া বিবাদ লেগেই থাকত।

এ বিষয়ে নাঙ্গলকোট পুলিশ পরিদর্শক তদন্ত আশ্রাফুল ইসলাম জানান, নিহতের মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে আসি। তবে নিহতের গলায় গভীর দাগ রয়েছে এবং কান দিয়ে রক্ত বের হতে দেখা যায়। নিহতের লাশ ময়না তদন্তের জন্য কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হবে। ময়না তদন্তের রিপোর্ট আসলে মৃত্যুর আসল কারণ জানা যাবে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়