শিরোনাম
◈ গাজীপুরে হিটস্ট্রোকে একজনের মৃত্যু  ◈ বিশৃঙ্খলার পথ এড়াতে শিশুদের মধ্যে খেলাধুলার আগ্রহ সৃষ্টি করতে হবে: প্রধানমন্ত্রী ◈ তাপপ্রবাহের কারণে জাতীয় বিশ্ববিদ্যালয়ের ক্লাসও বন্ধ ঘোষণা ◈ সোনার দাম কমেছে ভরিতে ৮৪০ টাকা ◈ ঈদযাত্রায় ৪১৯ দুর্ঘটনায় নিহত ৪৩৮: যাত্রী কল্যাণ সমিতি ◈ অনিবন্ধিত নিউজ পোর্টাল বন্ধে বিটিআরসিতে তালিকা পাঠানো হচ্ছে: তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ◈ পাবনায় হিটস্ট্রোকে একজনের মৃত্যু ◈ জলাবদ্ধতা নিরসনে ৭ কোটি ডলার ঋণ দেবে এডিবি ◈ ক্ষমতা দখল করে আওয়ামী শাসকগোষ্ঠী আরও হিংস্র হয়ে উঠেছে: মির্জা ফখরুল ◈ বেনজীর আহমেদের চ্যালেঞ্জ: কেউ দুর্নীতি প্রমাণ করতে পারলে তাকে সেই সম্পত্তি দিয়ে দেবো (ভিডিও)

প্রকাশিত : ২৮ সেপ্টেম্বর, ২০১৮, ১০:২৩ দুপুর
আপডেট : ২৮ সেপ্টেম্বর, ২০১৮, ১০:২৩ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

দেশ অচলের চিন্তা করলে, তাদের অচল করে দেব : কাদের

জিয়াউদ্দিন রাজু : আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, যারা দেশ অচল করতে চায়, ঢাকা অচল করতে চায়, আমরা জনগণকে সঙ্গে নিয়ে তাদের অচল করে দেব।

শুক্রবার ধানমন্ডী ৩২ নম্বরে বাংলাদেশ আওয়ামী লীগের ত্রাণ ও সমাজকল্যাণ উপ-কমিটির উদ্যাগে প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্মদিন উপলক্ষে দুস্থ ও অসহায়দের মাঝে রিক্সা ও ভ্যান বিতরণ অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

ওবায়দুল কাদের বলেন, আমরা পাল্টাপাল্টি সমাবেশ করবো না। কাউন্টার কোনো মিটিং করবো না। সবজায়গায় সর্তক পাহারায় থাকতে হবে। কেউ যাতে নৈরাজ্য সৃষ্টি করতে না পারে। নৈরাজ্যের বিরুদ্ধে পাড়ায় পাড়ায়, ঘরে ঘরে, গ্রামে-গ্রামে জনগণের কাছে যেতে হবে।
ওবায়দুল কাদের আরো বলেন, বিএনপির দখলে নয়, অক্টোবরে মাঠ থাকবে আওয়ামী লীগের দখলে। কারণ আওয়ামী লীগ আগে থেকেই মাঠে আছে। ১ অক্টোবর থেকে সপ্তাহব্যাপী রাজধানীসহ সারা দেশে গণসংযোগ করা হবে। রাস্তা অবরোধ করে, বন্ধ করে কাউকে সভা-সমাবেশ করতে দেয়া হবে না। জনগণের দুর্ভোগ হোক এমন কোনো কর্মসূচি কিছুতেই মেনে নেয়া হবে না।

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, দেশের মানুষ এই মুহূর্তে নির্বাচনমুখী। এখন আন্দোলন করার মনমানসিকতা ভোটারদের মধ্যে নেই। আন্দোলন কখন হয় যখন মানুষ অসন্তুষ্ট থাকে। কিন্তু এখন কারো মাঝে অসন্তোষ নেই। জনমনের কোনো ক্ষোভ নেই, অশান্তি নেই। অশান্তি শুধু বিএনপির ক্ষমতাকে কেন্দ্র করে। তারা ক্ষমতা চায়, ক্ষমতাকে কেন্দ্র করে লুট পাটের রাজত্ব কায়েম করতে চায়।

তিনি বলেন, জাতিসংঘে ভাষণ দিয়ে আমাদের নেত্রী বিশ্ব নেতাদের মন জয় করেছেন। তারা অবাক হয়ে মন্ত্রমুগ্ধের মতো শেখ হাসিনার বক্তৃতা শুনেছেন। বাংলাদেশের উন্নয়ন ও অগ্রগতির জন্য বিশ্ব নেতারা যখন শেখ হাসিনার প্রসংসা করছে তখন বিএনপি-জামায়াতের কিছু সংখ্যক লোক ষড়যন্ত্র করছে। তাদের এই ষড়যন্ত্রের জবাব দিতে নেতাকর্মীদের সজাগ থাকার এবং শেখ হাসিনার দীর্ঘায়ু কামনা করে সারাদেশে মসজিদ, মন্দির, গীর্জা ও প্যাগোডায় দোয়া ও প্রার্থনার করার আহ্বান জানান।

অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন দলের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব উল আলম হানিফ। এছাড়া সাংস্কৃতিক সম্পাদক অসীম কুমার উকিল, ত্রাণ ও সমাজকল্যাণ সম্পাদক সুজিদ নন্দী রায়, ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শাহে আলম মুরাদ, সাংগঠনিক সম্পাদক মোর্শেদ কামাল, প্রচার ও প্রকাশনা সম্পাদক আক্তার হোসেন প্রমুখ এ সময় উপস্থিত ছিলেন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়