শিরোনাম
◈ বিশ্ববিদ্যালয়গুলোতে কারিকুলাম যুগোপযোগী করার তাগিদ রাষ্ট্রপতির ◈ ফরিদপুরে সড়ক দুর্ঘটনা, সাত সদস্যের তদন্ত কমিটি গঠন ◈ সরকারের অব্যবস্থাপনার কারণেই সড়ক দুর্ঘটনার মাত্রা বৃদ্ধি পেয়েছে: মির্জা ফখরুল ◈ বাংলাদেশের রাজনীতির অবনতি দুঃখজনক: পিটার হাস ◈ সয়াবিন তেলের দাম লিটারে বাড়লো ১০ টাকা  ◈ নির্বাচনি ইশতেহারের আলোকে প্রণীত কর্মপরিকল্পনা দ্রুত বাস্তবায়নের আহবান শিল্পমন্ত্রীর  ◈ প্রচণ্ড গরম থেকেই ঘটতে পারে মানবদেহের নানা রকম স্বাস্থ্য ঝুঁকি ◈ অবশেষে রাজধানীতে স্বস্তির বৃষ্টি  ◈ ইসরায়েল পাল্টা হামলা করলে কয়েক সেকেন্ডের মধ্যে জবাব দেবে ইরান: উপপররাষ্ট্রমন্ত্রী ◈ মিয়ানমারের আরও ১৫ সেনা সদস্য বিজিবির আশ্রয়ে

প্রকাশিত : ২৮ সেপ্টেম্বর, ২০১৮, ০৯:০৫ সকাল
আপডেট : ২৮ সেপ্টেম্বর, ২০১৮, ০৯:০৫ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

অনেক মানুষই দেখতে একরকম হয়: নভিচক হামলাকারী বিষয়ে ক্রেমলিনের সাফাই

সান্দ্রা নন্দিনী: ব্রিটেনের মাটিতে সাবেক রুশ গুপ্তচর সের্গেই স্ক্রিপাল ও তার কন্যা ইউলিয়া স্ক্রিপালের ওপর শক্তিশালী নার্ভ এজেন্ট প্রয়োগকারী একজন সন্দেহভাজনের প্রকাশিত ছবির বিষয়ে ক্রেমলিন জানিয়েছে, ‘অনেক মানুষই দেখতে একরকম হয়।’ বৃহস্পতিবার এক নিয়মিত সংবাদ সম্মেলনে ক্রেমলিন মুখপাত্র দিমিত্রি পেসকোভ বলেন, ‘অনেক মানুষের চেহারাই একরকম হতে পারে। তাই আমি নিশ্চিতভাবে বলতে পারবো না যে ওই সন্দেহভাজনের আসল পরিচয় কী।’

প্রসঙ্গত, গত মার্চে ব্রিটেনের স্যালিসবারিতে স্ক্রিপাল পিতা-কন্যাকে অচেতন অবস্থায় একটি পার্কের বেঞ্চে পড়ে থাকতে দেখা যায়। পরবর্তীতে পরীক্ষা-নিরীক্ষার পর জানা যায়, তাদের ওপর নার্ভ এজেন্ট প্রয়োগ করা হয়েছে। ব্রিটেনের পক্ষ থেকে এঘটনায় রাশিয়ার হাত আছে বলে অভিযোগ করা হয়। যদিও রাশিয়া বরাবরই এ অভিযোগ অস্বীকার করে আসছে। পরবর্তীতে, যুক্তরাজ্য তদন্তকারীদল দুই রুশ নাগরিককে এঘটনার সন্দেহভাজন হিসেবে সনাক্ত করে। এরমধ্যে একজন রুসলান বশিরোভ।

বুধবার ব্রিটিশ অনুসন্ধানী ওয়েবসাইট ‘বেলিংক্যাট’ জানায়, বশিরোভ মূলত একজন গোয়েন্দা কর্মকর্তা। আর তার আসল নাম কর্নেল আনাতোলি চেপিগা। ২০১৪ সালে তিনি চেচনিয়া ও ইউক্রেনে কর্মরত ছিলেন। আর সেসময়ই কর্মক্ষেত্রে সফলতার জন্য তাকে ‘হিরো অব দ্য রাশিয়ান ফেডারেশন’ পদক দেওয়া হয়।
তবে, রুশ প্রেসিডেন্ট ভøাদিমির পুতিন বশিরোভকে একজন সাধারণ রুশ নাগরিক বলে দাবি করেছেন। অন্যদিকে, পেসকোভ বলেন, বেলিংক্যাট’র তথ্য পর্যালোচনা করতে ২০১৪ সালের পদকপ্রাপ্তদের তালিকা নিরীক্ষা করে দেখা হবে। রয়টার্স

  • সর্বশেষ
  • জনপ্রিয়