শিরোনাম
◈ সাতক্ষীরায় এমপি দোলনের গাড়িতে হামলা ◈ চুয়াডাঙ্গার পরিস্থিতি এখন মরুভূমির মতো, তাপমাত্রা ৪১ দশমিক  ৫ ডিগ্রি ◈ ফরিদপুরে পঞ্চপল্লীতে গণপিটুনিতে ২ ভাই নিহতের ঘটনায় গ্রেপ্তার ১ ◈ মিয়ানমারের ২৮৫ জন সেনা ফেরত যাবে, ফিরবে ১৫০ জন বাংলাদেশি: পররাষ্ট্রমন্ত্রী ◈ ভারতে লোকসভা নির্বাচনের প্রথম দফায় ভোট পড়েছে ৫৯.৭ শতাংশ  ◈ ভবিষ্যৎ বাংলাদেশ গড়ার কাজ শুরু করেছেন প্রধানমন্ত্রী: ওয়াশিংটনে অর্থমন্ত্রী ◈ দাম বেড়েছে আলু, ডিম, আদা ও রসুনের, কমেছে মুরগির  ◈ প্রার্থী নির্যাতনের বিষয়ে পুলিশ ব্যবস্থা নেবে, হস্তক্ষেপ করবো না: পলক ◈ ২০২৫ সালের মধ্যে ৪৮টি কূপ খনন শেষ করতে চায় পেট্রোবাংলা ◈ বিনা কারণে কারাগার এখন বিএনপির নেতাকর্মীদের স্থায়ী ঠিকানা: রিজভী

প্রকাশিত : ২৮ সেপ্টেম্বর, ২০১৮, ০৮:৪০ সকাল
আপডেট : ২৮ সেপ্টেম্বর, ২০১৮, ০৮:৪০ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

৩০ সেপ্টেম্বর সোহরাওয়ার্দী উদ্যানে জনসভা হবেই: মওদুদ

শিমুল মাহমুদ: আগামী ৩০ সেপ্টেম্বর রোববার রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে বিএনপির পূর্বঘোষিত জনসভা অনুষ্ঠিত হবেই বলে জানিয়েছেন দলটির জাতীয় স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার মওদুদ আহমদ।

শুক্রবার(২৮ সেপ্টেম্বর) জাতীয় প্রেসক্লাবে নাগরিক অধিকার আন্দোলন ফোরাম আয়াজিত এক আলোচনা সভায় তিনি জোর দিয়ে বলেন, আগামীকাল ২৯ তারিখ তারা (পুলিশ) এমনিতেই বলে দিয়েছে সমাবেশ না করতে৷ পরে আমরাই পুলিশের কাছে ৩০ তারিখে জনসভার জন্য দাবি জানিয়েছি এবং ইনশাল্লাহ ৩০ তারিখে জনসভা হবেই।

বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সাবেক সদস্য আ স ম হান্নান শাহ এর ২য় মৃত্যুবার্ষিকী স্মরণে এ সভা হয়।

মওদুদ বলেন, বেগম খালেদা জিয়ার নিঃশর্ত মুক্তি ও সুচিকিৎসার দাবি, নির্দলীয়, নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচন, নির্বাচন কমিশন পুনর্গঠন, সংসদ ভেঙে দেয়া, নির্বাচনে সেনা মোতায়েন ইত্যাদি দাবি নিয়ে এই জনসভার জন্য আমরা প্রস্তুতি গ্রহণ করেছি। জনসভা হবেই।

প্রতারণার জন্য নতুন প্রজন্ম আর আওয়ামীগকে ভোট দিবে না দাবি করে বিএনপির এই শীর্ষনেতা বলেন,'কোটা আন্দোলনে প্রথম দিকে সরকার তাদেরকে সমর্থন জানালেও পরে তাদের সাথে প্রতারণা করেছে। ঠিক এক আচরণ করেছে নিরাপদ সড়কের দাবিতে কোমলমতি শিক্ষার্থীদের ওপর। আগামী নির্বাচনে এই সকল নতুন প্রজন্ম আওয়ামী লীগকে প্রত্যাক্ষান করবে।

সরকারের ডিজিটাল নিরাপত্তা আইনের কড়া সমালোচনা করে সাবেক এই আইনমন্ত্রী বলেন,'এই আইনটা করা হয়েছে নির্বাচনের আগে দূরবিসন্ধিমূলকভাবে গণমাধ্যমকে নিয়ন্ত্রণ রাখার জন্য।

আলোচনা সভায় প্রধান আলোচকের আলোচনায় বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা ও সাবেক বিরোধীদলীয় চিফ হুইফ জয়নুল আবদিন ফারুক বলেন,' ৩০ তারিখ আমাদের জনসভা হবে ইনশা আল্লাহ,গোটা বাংলাদেশের মানুষ আছে আমাদের সাথে এক আল্লাহ ছাড়া বিএনপিকে ঠেকিয়ে রাখার কেউ নেই।

আওয়ামী লীগকে পরাজিত করতে হলে কৌশল নিতে হবে দলের নীতিনির্ধারকদের প্রতি এমন দাবি জানিয়ে তিনি আরও বলেন,'আপনাদের কৌশলকে আমরা স্বাগত জানাই।সারা দেশের মানুষ অপেক্ষায় আছে কখন কোন সময় আন্দোলনের ঘোষণা আসবে।

আয়োজক সংগঠনের সহ-সভাপতি মুজিবুর রহমানের চৌধুরীর সভাপতিত্বে আলোচনা সভায় বিএনপির নির্বাহী কমিটির সদস্য নাজিম উদ্দীন আলম,সাবিরা নাজমুল,সংগঠনের সাধারন সম্পাদক এম জাহাঙ্গীর আলম প্রমুখ বক্তব্য দেন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়