শিরোনাম
◈ আবদুল্লাহ জাহাজে খাবার থাকলেও সংকট বিশুদ্ধ পানির ◈ কিছুটা কমেছে পেঁয়াজ ও সবজির দাম, বেড়েছে আলুর ◈ দেশের ৯২ শতাংশ মানুষ দ্বিতীয় কোনো ভাষা জানেন না, সময় এসেছে তৃতীয় ভাষার ◈ ভুটানের রাজার সঙ্গে থিম্পু পৌঁছেছেন তথ্য প্রতিমন্ত্রী ◈ চট্টগ্রামের জুতার কারখানার আগুন নিয়ন্ত্রণে ◈ জিয়াও কখনো স্বাধীনতার ঘোষক দাবি করেনি, বিএনপি নেতারা যেভাবে করছে: ড. হাছান মাহমুদ ◈ আওয়ামী লীগ সবচেয়ে বড় ভারতীয় পণ্য: গয়েশ্বর ◈ সন্ত্রাসীদের ওপর ভর করে দেশ চালাচ্ছে সরকার: রিজভী ◈ ইফতার পার্টিতে আওয়ামী লীগের চরিত্রহনন করছে বিএনপি: কাদের ◈ বাংলাদেশে কারাবন্দী পোশাক শ্রমিকদের মুক্তির আহ্বান যুক্তরাষ্ট্রের ফ্যাশন লবি’র

প্রকাশিত : ২৮ সেপ্টেম্বর, ২০১৮, ০৭:৫৫ সকাল
আপডেট : ২৮ সেপ্টেম্বর, ২০১৮, ০৭:৫৫ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

জামিনে মুক্তির পর জেলগেট থেকে গ্রেফতার বন্ধ করুন: মির্জা ফখরুল

শাহানুজ্জামান টিটু : জামিনে মুক্তিলাভের দেশব্যাপী বিএনপি নেতাকর্মীদেরকে জেলগেট থেকে গ্রেফতার বন্ধ ও অবিচার-অনাচার বন্ধেরও আহ্বান জানিয়েছেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

শুক্রবার সকালে এক বিবৃতিতে তিনি সরকারের প্রতি এ আহ্বান জানান।

মুক্তিলাভের পরও গতকাল শেরপুর জেলা বিএনপি’র সাধারণ সম্পাদক মো. হযরত আলীকে জেলগেট থেকে গ্রেফতার করার ঘটনায় এবিবৃতি দেন মহাসচিব। তিনি বলেন, তাকে এ পর্যন্ত ৮ বার জেলগেট থেকে গ্রেফতার করা হলো। হযরত আলীসহ দেশব্যাপী প্রতিদিন অসংখ্য নেতাকর্মীকে মুক্তি লাভের পরও জেলগেট থেকে গ্রেফতারের ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করে তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান মির্জা ফখরুল।

বিবৃতিতে বিএনপি মহাসচিব বলেন, “আবারো ২০১৪ এর ৫ জানুয়ারির মতো প্রহসন ও জোবরদস্তির নির্বাচন করে ক্ষমতায় অধিষ্ঠিত হতে বর্তমান শাসকগোষ্ঠী বিএনপিসহ বিরোধী দলীয় নেতাকর্মীদের বিরুদ্ধে বানোয়াট মামলা দায়ের ও গ্রেফতারের পাশাপাশি মুক্তি লাভের পরও জেলগেট থেকে গ্রেফতারের জঘন্য খেলায় অবতীর্ণ হয়েছে।

তিনি বলেন, বর্তমান আওয়ামী সরকার দেশব্যাপী নজীরবিহীনভাবে এই ধরণের মানবতাবিরোধী কর্মকাণ্ড সংঘটনের জন্য ধিকৃত হচ্ছে, নিন্দিত হচ্ছে। মানুষের মৌলিক মানবাধিকারকে তোয়াক্কা না করে দেশ শাসনে এক ব্যক্তির ইচ্ছা পূরণকেই অতিমাত্রায় প্রাধান্য দেয়ার কারণে দেশ এখন গভীর সংকটে নিপতিত।

বিএনপি মহাসচিব বলেন, বর্তমান অবৈধ সরকারের ভয়াবহ দুঃশাসন ও অনাচারের করাল গ্রাস থেকে এখনই দেশকে মুক্ত করতে দলমত নির্বিশেষে সকলকে ঐক্যবদ্ধভাবে এগিয়ে আসতে হবে। তা না হলে জাতি হিসেবে আমাদের অস্তিত্ব ধ্বংস হয়ে যাবে।

মির্জা ফখরুল বলেন, শেরপুর জেলা বিএনপি’র সাধারণ সম্পাদক হযরত আলী মিথ্যা ও হীন রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত মামলায় জামিনে মুক্তিলাভের পরেও তাকে বারবার জেলগেট থেকে গ্রেফতার চলমান অপশাসনেরই নিরবচ্ছিন্ন অংশ।

  • সর্বশেষ
  • জনপ্রিয়