শিরোনাম
◈ দক্ষিণ আফ্রিকায় সেতু থেকে তীর্থ যাত্রীবাহী বাস খাদে, নিহত ৪৫ ◈ ভারত থেকে ১৬৫০ টন পেঁয়াজ আসছে আজ! ◈ বিশ্ববাজারে সোনার সর্বোচ্চ দামের নতুন রেকর্ড ◈ ২২ এপ্রিল ঢাকায় আসছেন কাতারের আমির, ১০ চুক্তির সম্ভাবনা ◈ চেক প্রতারণার মামলায় ইভ্যালির রাসেল-শামিমার বিচার শুরু ◈ ইর্ন্টান চিকিৎসকদের দাবি নিয়ে প্রধানমন্ত্রী’র সঙ্গে কথা বলেছি: স্বাস্থ্যমন্ত্রী ◈ প্রফেসর ইউনূসকে প্রদত্ত "ট্রি অব পিস" প্রধানমন্ত্রীকে প্রদত্ত একই ভাস্করের একই ভাস্কর্য: ইউনূস সেন্টার ◈ নির্বাচনী বন্ড কেবল ভারত নয়, বিশ্বের সবচেয়ে বড় কেলেঙ্কারি: অর্থমন্ত্রীর স্বামী ◈ কুড়িগ্রামে অর্থনৈতিক অঞ্চলের স্থান পরিদর্শন করে দেশে ফিরলেন ভুটানের রাজা ◈ জনগণকে সংগঠিত করে চূড়ান্তভাবে বিজয় অর্জন করতে হবে: মির্জা ফখরুল

প্রকাশিত : ২৮ সেপ্টেম্বর, ২০১৮, ০৩:৩৩ রাত
আপডেট : ২৮ সেপ্টেম্বর, ২০১৮, ০৩:৩৩ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

প্যারিস জলবায়ু চুক্তি কার্যকর করতে নিউইয়র্কে বিশ্ব নেতৃবৃন্দ

নূর মাজিদ : প্রায় অকার্যকর হয়ে পড়া প্যারিস জলবায়ু চুক্তিতে নতুন প্রাণ সঞ্চার করতে এবার নিউইয়র্কে একত্রিত হয়েছেন বিশ্ব নেতৃবৃন্দ। এই চুক্তির কিছু শর্ত নিয়ে যুক্তরাষ্ট্রসহ বিশ্বের কয়েকটি প্রভাবশালী উন্নত দেশের আপত্তি থাকায় অনেকটা অকার্যকর হয়ে পরে এই ঐতিহাসিক চুক্তি। তবে এবার বিশ্ব নেতাদের আশা ২০১৫ সালে স¤পাদিত জলবায়ু চুক্তিটি নিয়ে উল্লেখযোগ্য অগ্রগতি আসবে নিউ ইয়র্কের আলোচনায়।

এই আলোচনায় অংশ নিতেই এবার নিউ ইয়র্কের বিলাসবহুল প্লাজা হোটেলে আয়োজিত ‘ওয়ান প্ল্যানেট সামিটে’ অংশ নিচ্ছেন তারা। ২০১৭ সালে ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁ সর্বপ্রথম এই সম্মেলন আয়োজন করেন। এবারের সম্মেলনে বিশ্ব নেতাদের উদ্দেশ্যে ম্যাক্রোঁ বলেন, শুধু আনুষ্ঠানিকতার জন্য আমাদের এখানে উপস্থিতি নয় বরং একদিন বিশ্বের কাছে আমাদের জবাবদিহি করতে হবে। এসময় তিনি হুঁশিয়ারি উচ্চারণ করে বলেন, বিশ্ব জলবায়ু পরিবর্তন ঠেকানোর যুদ্ধে আমরা পরাজিত হচ্ছি। জলবায়ু পরিবর্তন ঠেকাতে বিশ্বের সকল দেশকে বিপুল পরিমাণ অর্থবরাদ্দ দেওয়ারও আহ্বান জানান তিনি।

উল্লেখ্য, গত কয়েক বছরে বিভিন্ন জলবায়ু সম্মলনের ঘোষণার কোনটাই বাস্তবায়িত হয়নি। এদের মধ্যে চলতি বছরের মে মাসে অনুষ্ঠিত জার্মানির বন সম্মেলন এবং চলতি মাসের সান ফান্সিকো ও ব্যাংকক জলবায়ু সম্মেলন উল্লেখযোগ্য। ফলে প্যারিস জলবায়ু সম্মেলনের শুভাকাঙ্খার পরিবর্তে এখন হতাশা বিরাজ করছে বিশ্ব জলবায়ু পরিবর্তন আলোচনায়। এএফপি

  • সর্বশেষ
  • জনপ্রিয়