শিরোনাম
◈ সরকারের বিরুদ্ধে অবিরাম নালিশের রাজনীতি করছে বিএনপি: ওবায়দুল কাদের ◈ বুশরা বিবিকে ‘টয়লেট ক্লিনার’ মেশানো খাবার খাওয়ানোর অভিযোগ ইমরানের ◈ প্রাথমিক স্কুলে অ্যাসেম্বলি বন্ধ রাখার নির্দেশ ◈ গাজায় নিহতের সংখ্যা ৩৪ হাজার ছাড়াল ◈ পাগলা মসজিদের দানবাক্সে এবার ২৭ বস্তা টাকা, গণনা চলছে ◈ মিয়ানমারের ২৮৫ জন সেনা ফেরত যাবে, ফিরবে ১৫০ জন বাংলাদেশি: পররাষ্ট্রমন্ত্রী ◈ প্রার্থী নির্যাতনের বিষয়ে পুলিশ ব্যবস্থা নেবে, হস্তক্ষেপ করবো না: পলক ◈ ২০২৫ সালের মধ্যে ৪৮টি কূপ খনন শেষ করতে চায় পেট্রোবাংলা ◈ বিনা কারণে কারাগার এখন বিএনপির নেতাকর্মীদের স্থায়ী ঠিকানা: রিজভী ◈ অ্যাননটেক্সকে জনতা ব্যাংকের সুদ মওকুফ সুবিধা বাতিলের নির্দেশ বাংলাদেশ ব্যাংকের

প্রকাশিত : ২৮ সেপ্টেম্বর, ২০১৮, ০৬:৩২ সকাল
আপডেট : ২৮ সেপ্টেম্বর, ২০১৮, ০৬:৩২ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

জাতীয় ঐক্য প্রক্রিয়া এগিয়ে নিতে মির্জা ফখরুলকে পূর্ণ সর্মথন ২০ দলের

শাহানুজ্জামান টিটু ও শিহাবুল ইসলাম : জোটের ঐক্য ঠিক রেখেই বৃহত্তর জাতীয় ঐক্যে সায় এবং ঐক্য প্রক্রিয়া এগিয়ে নিতে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে দায়িত্ব দিয়েছে বিশ দলীয় জোটের নেতারা। এছাড়া ঐক্য প্রক্রিয়ার সঙ্গে থাকবে না জামায়াত কিন্তু জোটের সঙ্গে থাকবে। ড. কামাল হোসেনের নেতৃত্বে জাতীয় ঐক্য প্রক্রিয়ার সঙ্গে শুধু বিএনপি থাকবে। এতে ২০ দলীয় শরিকদের কোনো আপত্তি নেই বলে সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বৃহস্পতিবার রাতে রাজধানীর গুলশানে বিএনপির চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে জোটের বৈঠকে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। প্রায় দুই ঘন্টাব্যাপী এই বৈঠকে বর্তমান রাজনৈতিক পরিস্থিতি, জাতীয় ঐক্য প্রক্রিয়া, খালেদা জিয়ার মুক্তি ও বিএনপির সমাবেশ নিয়ে আলোচনা হয়েছে।

বৈঠক সূত্র জানায়, জামায়াতের পক্ষ থেকে বড় দল হিসেবে বিএনপিকে জোটের অখন্ডতা ধরে রেখে ঐক্য প্রক্রিয়াকে এগিয়ে নেওয়ার প্রতি সর্মথনের কথা জানানো হয়। এছাড়া বিএনপির পক্ষ থেকে ঐক্য প্রক্রিয়া অগ্রগতির বিষয়টি জানানো হয়েছে। পাশাপাশি খালেদা জিয়ার মুক্তির দাবিতে বিএনপি যেসব কর্মসূচি নিতে যাচ্ছে এ বিষয়ে শরীকদলগুলোর নেতাদের মতামত নেওয়া হয়। যুক্তফ্রন্টের নেতা ডা. বদরুদ্দোজা চৌধুরী ও তার পুত্র মাহি বি চৌধুরীর বক্তব্য বৈঠকে আলোচনা হয়েছে। সেখানে বিএনপির নেতারা বলেছেন, এটা বিএনপির কোনো বিষয় না। যুক্তফ্রন্টের বিষয়। তাই তারা এটাকে কিভাবে সামলাবেন সেটা তাদের বিষয়। এটা নিয়ে বিএনপির বলার কিছু নেই।

বৈঠকে উপস্থিত এক নেতা জানান, ঐক্য প্রক্রিয়া গঠনে জোটের শরীকদের কোনো আপত্তি নেই কিন্তু তাদের যেন অবমূল্যায়ন না করা হয়। এতে বিএনপির পক্ষ থেকে বলা হয়েছে ২০ দলীয় জোটকে অবমুল্যায়ণ করা হবে না। তাদের সঙ্গে নিয়েই সুষ্ঠু নির্বাচনের দাবিতে আন্দোলন গড়ে তোলা হবে।

এ বিষয়ে বাংলাদেশ ন্যাপ-এর মহাসচিব গোলাম মোস্তফা ভুইয়া বলেন, ২০ দলকে ঐক্যবদ্ধ রেখেই জাতীয় ঐক্য হবে। ২০ দলের পক্ষ থেকে প্রতিনিধিত্ব করবেন বিএনপি মহাসিচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। আমাদের পক্ষ থেকে বলেছি আমাদেরকে ভুলে যাবেন না। আমাদের যেনো অবমূল্যায়ণ করা না হয়, এতে মহাসচিব বলেছেন বিএনপি আমাদের ভুলে যাবে না। জামায়াত ২০ দলে থাকবে।
ডেমোক্রেটিক লীগের নেতা সাইফুদ্দিন মনি বলেন, আমরা মির্জা ফখরুল ইসলামকে দায়িত্ব দিয়েছি বৃহত্তর ঐক্যে ২০ দলের পক্ষ থেকে তিনি লিয়াজো করবেন। আমাদের সবাই এই এ বিষয়ে একমত হয়েছি। জামায়েতের পক্ষ থেকে বলা হয়েছে, আপনারা বৃহত্তর ঐক্য করেন আমাদের কোনো সমস্যা নাই।

এনপিপির চেয়ারম্যান ড. ফরিদুজ্জামান ফরহাদ জানান, ঐক্যবদ্ধ ভাবে আমরা যুগপৎ আন্দোলন গড়ে তোলার কথা বলেছি। এতে আমরা একত্রিত থাকবো। জাতীয় ঐক্য প্রক্রিয়া আলাদা আর আমাদের জোট আলাদা। ২০ দল ঠিকই থাকবে। আন্দোলনের সময় আমরা সবাই মিলে যুগপৎ আন্দোলন করবো।

  • সর্বশেষ
  • জনপ্রিয়