শিরোনাম
◈ তীব্র গরমে শিক্ষাপ্রতিষ্ঠান আরও ৭ দিন বন্ধ ঘোষণা ◈ সিরিয়ায় আইএসের হামলায় ২৮ সেনা নিহত ◈ সরকার চোরাবালির ওপর দাঁড়িয়ে, পতন অনিবার্য: রিজভী  ◈ সরকারের বিরুদ্ধে অবিরাম নালিশের রাজনীতি করছে বিএনপি: ওবায়দুল কাদের ◈ বুশরা বিবিকে ‘টয়লেট ক্লিনার’ মেশানো খাবার খাওয়ানোর অভিযোগ ইমরানের ◈ গাজায় নিহতের সংখ্যা ৩৪ হাজার ছাড়াল ◈ প্রার্থী নির্যাতনের বিষয়ে পুলিশ ব্যবস্থা নেবে, হস্তক্ষেপ করবো না: পলক ◈ বিনা কারণে কারাগার এখন বিএনপির নেতাকর্মীদের স্থায়ী ঠিকানা: রিজভী ◈ অ্যাননটেক্সকে জনতা ব্যাংকের সুদ মওকুফ সুবিধা বাতিলের নির্দেশ বাংলাদেশ ব্যাংকের ◈ চুয়াডাঙ্গায় তাপমাত্রা ৪১ দশমিক ৩ ডিগ্রি, হিট এলার্ট জারি 

প্রকাশিত : ২৮ সেপ্টেম্বর, ২০১৮, ০৩:২২ রাত
আপডেট : ২৮ সেপ্টেম্বর, ২০১৮, ০৩:২২ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

মধ্যপ্রাচ্য থেকে একাধিক ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা সড়িয়ে নিচ্ছে যুক্তরাষ্ট্র

নূর মাজিদ : আগামী মাসেই মধ্যপ্রাচ্যের বেশকিছু দেশ থেকে একাধিক ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা সরিয়ে নেবার সিদ্ধান্ত নিয়েছে যুক্তরাষ্ট্র। দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয়ের আভ্যন্তরীণ সূত্রের বরাত দিয়ে বিষয়টি নিশ্চিত করেছে ওয়াল স্ট্রিট জার্নালে প্রকাশিত এক প্রতিবেদন। গত বুধবার প্রকাশিত প্রতিবেদনটি জানায়, মার্কিন প্রতিরক্ষা মন্ত্রণালয় আগামী অক্টোবরে কুয়েত, বাহরাইন এবং জর্ডান থেকে দুই ব্যাটারি ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা প্রত্যাহার করবে। মূলত, পরিবর্তিত পরিস্থিতিতে চীন ও রাশিয়ার হুমকি মোকাবেলাকে গুরুত্ব দিয়েই এই সিদ্ধান্ত নেয়া হয়। এই ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থাগুলোকে যুক্তরাষ্ট্রে ফিরিয়ে এনে পুনরায় আপগ্রেড করে মোতায়েন করা হবে। প্রতিরক্ষা মন্ত্রণালয়ের এক কর্মকর্তা জানান, বর্তমানে এই ক্ষেপণাস্ত্র ব্যবস্থাগুলোর বিপরীতে অন্য কোন প্রতিরক্ষা ব্যবস্থা মধ্যপ্রাচ্যের দেশগুলোতে সংস্থাপনের কোন ইচ্ছে নেই পেন্টাগনের।

তবে পেন্টাগন জানিয়েছে, ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা সরিয়ে নিলেও এই অঞ্চলের মিত্র দেশগুলোর প্রতি মার্কিন সামরিক সহায়তা ও সমর্থন অব্যাহত থাকবে। প্রতিরক্ষা মন্ত্রণালয়ের এক বিবৃতিতে বলা হয়, মার্কিন কেন্দ্রীয় কমান্ড এই অঞ্চলের সহযোগিদের সঙ্গে আঞ্চলিক নিরাপত্তা নিশ্চিত করতে যৌথভাবে কাজ করে যাবে। এছাড়াও, মিত্রদের যে কোন বিপদে সাড়া দেবে মার্কিন সামরিক বাহিনী। ডিফেন্স নিউজ

  • সর্বশেষ
  • জনপ্রিয়