শিরোনাম
◈ দাম বেড়েছে আলু, ডিম, আদা ও রসুনের, কমেছে মুরগির  ◈ ২০২৫ সালের মধ্যে ৪৮টি কূপ খনন শেষ করতে চায় পেট্রোবাংলা ◈ ভিত্তিহীন মামলায় বিরোধী নেতাকর্মীদের নাজেহাল করা হচ্ছে: মির্জা ফখরুল ◈ বিনা কারণে কারাগার এখন বিএনপির নেতাকর্মীদের স্থায়ী ঠিকানা: রিজভী ◈ অপরাধের কারণেই বিএনপি নেতা-কর্মীদের  বিরুদ্ধে মামলা হয়েছে: প্রধানমন্ত্রী  ◈ অ্যাননটেক্সকে জনতা ব্যাংকের সুদ মওকুফ সুবিধা বাতিলের নির্দেশ বাংলাদেশ ব্যাংকের ◈ চুয়াডাঙ্গায় তাপমাত্রা ৪১ দশমিক ৩ ডিগ্রি, হিট এলার্ট জারি  ◈ ঢাকা শিশু হাসপাতালের আগুন নিয়ন্ত্রণে ◈ ইরানে ইসরায়েলের হামলার খবরে বিশ্বজুড়ে উত্তেজনা, তৃতীয় বিশ্বযুদ্ধের আতঙ্ক ◈ বিমানবন্দরের থার্ড টার্মিনালের বাউন্ডারি ভেঙে বাস ঢু‌কে প্রকৌশলী নিহত

প্রকাশিত : ২৮ সেপ্টেম্বর, ২০১৮, ০৩:২১ রাত
আপডেট : ২৮ সেপ্টেম্বর, ২০১৮, ০৩:২১ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

প্যারিস জলবায়ু চুক্তি কার্যকর করতে নিউইয়র্কে বিশ্ব নেতৃবৃন্দ

নূর মাজিদ : প্রায় অকার্যকর হয়ে পড়া প্যারিস জলবায়ু চুক্তিতে নতুন প্রাণ সঞ্চার করতে এবার নিউ ইয়র্কে একত্রিত হয়েছেন বিশ্ব নেতৃবৃন্দ। এই চুক্তির কিছু শর্ত নিয়ে যুক্তরাষ্ট্রসহ বিশ্বের কয়েকটি প্রভাবশালী উন্নত দেশের আপত্তি থাকায় অনেকটা অকার্যকর হয়ে পরে এই ঐতিহাসিক চুক্তি। তবে এবার বিশ্ব নেতাদের আশা ২০১৫ সালে সম্পাদিত জলবায়ু চুক্তিটি নিয়ে উল্লেখযোগ্য অগ্রগতি আসবে নিউ ইয়র্কের আলোচনায়।

এই আলোচনায় অংশ নিতেই এবার নিউ ইয়র্কের বিলাসবহুল প্লাজা হোটেলে আয়োজিত ‘ওয়ান প্ল্যানেট সামিটে’ অংশ নিচ্ছেন তারা। ২০১৭ সালে ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁ সর্বপ্রথম এই সম্মেলন আয়োজন করেন। এবারের সম্মেলনে বিশ্ব নেতাদের উদ্দেশ্যে ম্যাক্রোঁ বলেন, শুধু আনুষ্ঠানিকতার জন্য আমাদের এখানে উপস্থিতি নয় বরং একদিন বিশ্বের কাছে আমাদের জবাবদিহি করতে হবে। এসময় তিনি হুঁশিয়ারি উচ্চারণ করে বলেন, বিশ্ব জলবায়ু পরিবর্তন ঠেকানোর যুদ্ধে আমরা পরাজিত হচ্ছি। জলবায়ু পরিবর্তন ঠেকাতে বিশ্বের সকল দেশকে বিপুল পরিমাণ অর্থবরাদ্দ দেওয়ারও আহ্বান জানান তিনি।

উল্লেখ্য, গত কয়েক বছরে বিভিন্ন জলবায়ু সম্মলনের ঘোষণার কোনটাই বাস্তবায়িত হয়নি। এদের মধ্যে চলতি বছরের মে মাসে অনুষ্ঠিত জার্মানির বন সম্মেলন এবং চলতি মাসের সান ফান্সিকো ও ব্যাংকক জলবায়ু সম্মেলন উল্লেখযোগ্য। ফলে প্যারিস জলবায়ু সম্মেলনের শুভাকাঙ্খার পরিবর্তে এখন হতাশা বিরাজ করছে বিশ্ব জলবায়ু পরিবর্তন আলোচনায়। এএফপি

  • সর্বশেষ
  • জনপ্রিয়