শিরোনাম
◈ প্রাথমিক স্কুলে অ্যাসেম্বলি বন্ধ রাখার নির্দেশ ◈ গাজায় নিহতের সংখ্যা ৩৪ হাজার ছাড়াল ◈ পাগলা মসজিদের দানবাক্সে এবার ২৭ বস্তা টাকা, গণনা চলছে ◈ সাতক্ষীরায় এমপি দোলনের গাড়িতে হামলা ◈ চুয়াডাঙ্গার পরিস্থিতি এখন মরুভূমির মতো, তাপমাত্রা ৪১ দশমিক  ৫ ডিগ্রি ◈ ফরিদপুরে পঞ্চপল্লীতে গণপিটুনিতে ২ ভাই নিহতের ঘটনায় গ্রেপ্তার ১ ◈ মিয়ানমারের ২৮৫ জন সেনা ফেরত যাবে, ফিরবে ১৫০ জন বাংলাদেশি: পররাষ্ট্রমন্ত্রী ◈ দাম বেড়েছে আলু, ডিম, আদা ও রসুনের, কমেছে মুরগির  ◈ প্রার্থী নির্যাতনের বিষয়ে পুলিশ ব্যবস্থা নেবে, হস্তক্ষেপ করবো না: পলক ◈ ২০২৫ সালের মধ্যে ৪৮টি কূপ খনন শেষ করতে চায় পেট্রোবাংলা

প্রকাশিত : ২৮ সেপ্টেম্বর, ২০১৮, ০৩:১৯ রাত
আপডেট : ২৮ সেপ্টেম্বর, ২০১৮, ০৩:১৯ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

১ অক্টোবর থেকে সপ্তাহব্যাপী গণসংযোগ করবে আওয়ামী লীগ

আহমেদ জাফর: আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, আগামী মাসের প্রথম সপ্তাহে দেশব্যাপী গণসংযোগ করবো আমরা। ওয়ার্ড, ইউনিয়ন, থানা, জেলা পর্যায় সকল নেতাকর্মীদের সাথে নিয়ে গণসংযোগ করে শেখ হাসিনার নেতৃত্বে উন্নয়ন তুলে ধরবো।

বৃহস্পতিবার ২৩ বঙ্গবন্ধু এভিনিউস্থ আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ে আওয়ামী লীগ সম্পাদকমণ্ডলীর সাথে সহযোগী সংগঠনের এক সভায় একথা বলেন তিনি

তিনি বলেন, বলেন, ‘আমরা ভোটারদের কাছে যাবো। বাড়িতে-বাড়িতে যাবো গণসংযোগ করবো। রাস্তায় অবরোধ করে মানুষের জন্য দূর্ভোগ হবে এমন কোনও সভা-সমাবেশ করবো না। আর রাস্তা অবরোধ বা বন্ধ করে কাউকে সভা-সমাবেশ করতেও দেওয়া হবে না। জনগণের দুর্ভোগ কিছুতেই হতে দেবো না। ‘আমরা নিজেরাই নিয়ম মেনে চলছি। অন্য কেউ নিয়ম ভঙ্গ করে রাস্তায়, প্রেসক্লাবের সামনে, পল্টনের রাস্তায় সভা-সমাবেশ করবে, সেটা অ্যালাউ করা হবে না। জনগণের দুর্ভোগ আমরা কিছুতেই হতে দিবো না।

ওবায়দুল কাদের বলেন, জাতীয় ঐক্য প্রক্রিয়া কোন জাতীয় ঐক্য নয়। এটা হচ্ছে নেতায় নেতায় ঐক্য, জাতীয় সাম্প্রদায়িক ঐক্য। এই পাঁচমিশালী জগাখিচুড়ি ঐক্যের কোনও ভবিষ্যত আছে বলে আমরা মনে করি না। বিএনপির নেতিবাচক রাজনীতির কারণে দেশের জনগণ তাদের প্রতি আস্থা হারিয়ে ফেলেছে। জনগণ আওয়ামী লীগ সরকারের উন্নয়নের প্রতি আস্থাশীল। ।

তিনি বলেন, আমাদের অর্ধেক নির্বাচনী প্রস্তুতি সম্পন্ন। আমরা কেন সংঘাতে যাব? আমাদের নেত্রী বলে দিয়েছেন, আমরা আমাদের কর্মসূচি পালন করব। আমাদের কোন পাল্টা কর্মসূচি নেই। অহিংসা আন্দোলন হলে আমরা রাজনৈতিকভাবে মোকাবেলা করব কিন্তু সহিংসতা হলে তার দাঁতভাঙ্গা জবাব দেয়া হবে।

সভায় আরো উপস্থিত ছিলেন, আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক মাহবুব-উল-আলম হানিফ, আব্দুর রহমান, সাংগঠনিক সম্পাদক বিএম মোজাম্মেল, খালিদ মাহমুদ চৌধুরী, তথ্য ও গবেষণা সম্পাদক অ্যাডভোকেট আফজাল হোসেন, বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক ইঞ্জিনিয়ার আব্দুস সবুর, উপ-দপ্তর সম্পাদক ব্যারিস্টার বিপ্লব বড়ুয়া এবং সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।

  • সর্বশেষ
  • জনপ্রিয়