শিরোনাম
◈ ইরানের ইস্পাহান ও তাব্রিজে ইসরায়েলের ড্রোন হামলা, ৩টি ভূপাতিত ◈ জাতিসংঘে সদস্যপদ প্রস্তাবে মার্কিন ভেটোর নিন্দা ফিলিস্তিনের, লজ্জাজনক বলল তুরস্ক ◈ স্কুল পর্যায়ের শিক্ষার্থীদের গল্প-প্রবন্ধ নিয়ে সাময়িকী প্রকাশনা করবে বাংলা একাডেমি ◈ দক্ষিণ ভারতে ইন্ডিয়া জোটের কাছে গো-হারা হারবে বিজেপি: রেভান্ত রেড্ডি ◈ আবারও বাড়লো স্বর্ণের দাম  ◈ ভারতের পররাষ্ট্র সচিব বিনয় মোহন কোয়াত্রার ঢাকা সফর স্থগিত ◈ চিকিৎসকদের সুরক্ষা নিশ্চিত করতে সংসদে আইন পাশ করব: স্বাস্থ্যমন্ত্রী ◈ বিএনপি নেতাকর্মীদের জামিন না দেওয়াকে কর্মসূচিতে পরিণত করেছে সরকার: মির্জা ফখরুল ◈ ব্রিটিশ হাইকমিশনারের সঙ্গে বিএনপি নেতাদের বৈঠক ◈ মিয়ানমার সেনার ওপর নিষেধাজ্ঞা থাকায় তাদের সঙ্গে সরাসরি যোগাযোগ করা সম্ভব হচ্ছে না: সেনা প্রধান

প্রকাশিত : ২৮ সেপ্টেম্বর, ২০১৮, ০৩:০৫ রাত
আপডেট : ২৮ সেপ্টেম্বর, ২০১৮, ০৩:০৫ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

বায়তুল মুকাররম মসজিদে শুক্রবার কুরআনখানি ও মিলাদ মাহফিল

রফিক আহমেদ : প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৭২তম জন্মদিন উপলক্ষে তার সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করে শুক্রবার সকাল ১০টায় বায়তুল মুকাররম জাতীয় মসজিদে কুরআনখানি, মিলাদ ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়েছে। বৃহস্পতিবার ইসলামিক ফাউন্ডেশনের সহকারী পরিচালক (গণসংযোগ) মুহাম্মদ মিজানুর রহমান এ কতা জানান।

মিজানুর রহমান জানান, ইসলামিক ফাউন্ডেশনের মসজিদভিত্তিক শিশু ও গণশিক্ষা কার্যক্রম প্রকল্পের ৬৭ হাজার ৩৬৮টি গণশিক্ষা কেন্দ্র, ১০১০টি দারুল আরকাম ইবতেদায়ী মাদ্রাসা, ইসলামিক মিশনের ৪৪৯টি মক্তব ও ২৬টি ইবতেদায়ী মাদ্রাসা এবং ৫৪১টি মসজিদ পাঠাগারসহ ৬৯ হাজার ৩৯৪টি স্থানে শুক্রবার সকাল ৯টায় মিলাদ ও দোয়া মাহফিল আয়োজন করা হয়েছে।

তিনি জানান, ইসলামিক ফাউন্ডেশনের মসজিদভিত্তিক শিশু ও গণশিক্ষা কার্যক্রম প্রকল্পের আওতায় ইতোপূর্বে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ১৫ লাখ ৬২ হাজার পবিত্র কুরআনুল কারীম শ্রেষ্ঠ শিক্ষার্থীদের মাঝে আনুষ্ঠানিকভাবে প্রদান করেছেন। এ প্রকল্পের আওতায় ২০১৮ শিক্ষাবর্ষে ৫ লাখ ৯৯ হাজার ৬৮০ খানা কুরআনুল করিম শুক্রবার সকাল ৮টায় শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক ও সুধিজনের উপস্থিতিতে শিক্ষার্থীদের মাঝে বিতরণ করা হবে।
তিনি জন্মদিন উপলক্ষে প্রধানমন্ত্রীর দীর্ঘায়ু ও সুস্বাস্থ্য কামনা করে দেশের সকল মসজিদে শুক্রবার বাদ জুমা মিলাদ ও দোয়া মাহফিল আয়োজন করার জন্য ইসলামিক ফাউন্ডেশনের পক্ষ থেকে মসজিদের সম্মানিত খতিব, ইমাম, মসজিদ কমিটি এবং মুসল্লীদের প্রতি আহ্বান জানিয়েছেন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়