শিরোনাম
◈ ভুটানের রাজার সঙ্গে থিম্পু পৌঁছেছেন তথ্য প্রতিমন্ত্রী ◈ চট্টগ্রামের জুতার কারখানার আগুন নিয়ন্ত্রণে ◈ জিয়াও কখনো স্বাধীনতার ঘোষক দাবি করেনি, বিএনপি নেতারা যেভাবে করছে: ড. হাছান মাহমুদ ◈ আওয়ামী লীগ সবচেয়ে বড় ভারতীয় পণ্য: গয়েশ্বর ◈ সন্ত্রাসীদের ওপর ভর করে দেশ চালাচ্ছে সরকার: রিজভী ◈ ইফতার পার্টিতে আওয়ামী লীগের চরিত্রহনন করছে বিএনপি: কাদের ◈ বাংলাদেশে কারাবন্দী পোশাক শ্রমিকদের মুক্তির আহ্বান যুক্তরাষ্ট্রের ফ্যাশন লবি’র ◈ দক্ষিণ আফ্রিকায় সেতু থেকে তীর্থ যাত্রীবাহী বাস খাদে, নিহত ৪৫ ◈ ২২ এপ্রিল ঢাকায় আসছেন কাতারের আমির, ১০ চুক্তির সম্ভাবনা ◈ ইর্ন্টান চিকিৎসকদের দাবি নিয়ে প্রধানমন্ত্রী’র সঙ্গে কথা বলেছি: স্বাস্থ্যমন্ত্রী

প্রকাশিত : ২৮ সেপ্টেম্বর, ২০১৮, ০২:৫৭ রাত
আপডেট : ২৮ সেপ্টেম্বর, ২০১৮, ০২:৫৭ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ঐতিহ্যবাহী তাঁতপণ্য নিয়ে ৩ দিনব্যাপী ফেস্টিভাল শুরু ৪ অক্টোবর

ফয়সাল মেহেদী : দেশে প্রথমবারের মতো অনুষ্ঠিত হতে যাচ্ছে ৩ দিনব্যাপী হেরিটেজ হ্যান্ডলুম ফেস্টিভাল-২০১৮। আগামী ৪ অক্টোবর ঢাকার গুলশানের খাজানা গার্ডেনিয়া গ্রান্ড হলে এই ফেস্টিভালের উদ্বোধন করবেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত।

যৌথভাবে ফেস্টিভালটি আয়েজন করছে ক্ষুদ্র ও মাঝারি শিল্প ফাউন্ডেশন (এস এম ই ফাউন্ডেশন) এবং অ্যাসোসিয়েশন অব ফ্যাশন ডিজাইনার্স অব বাংলাদেশ (এএফডিবি)। বৃহষ্পতিবার এ উপলক্ষে অনুষ্ঠিত এক সংবাদ সম্মেলনে এসএমই ফাউন্ডেশনের ব্যবস্থাপনা পরিচালক মো. সফিকুল ইসলাম এবং এএফডিবির প্রেসিডেন্ট মানতাশা আহমেদ জানান, ৪ থেকে ৬ অক্টোবর ঢাকার গুলশানের খাজানা গার্ডেনিয়া গ্রান্ড হলে এই ফেস্টিভাল অনুষ্ঠিত হবে। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এর উদ্বোধন করবেন অর্থমন্ত্রী। উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন সংস্কৃতি বিষয়ক মন্ত্রী আসাদুজ্জামান নূর।

সংবাদ সম্মেলনে জানানো হয়, হেরিটেজ হ্যান্ডলুম ফেস্টিভালে বাংলাদেশের ঐতিহ্যবাহী ৭ ধরনের তাঁতপণ্য যেমন- জামদানি, নকশিকাঁথা, মিরপুর বেনারসি, টাঙ্গাইল তাঁত, সিরাজগঞ্জ তাঁত, মণিপুরী তাঁত ও রাঙ্গামাটি তাঁত নিয়ে বিভিন্ন অ্যাসোসিয়েশন, ডিজাইনার ও তাঁতীসহ সংশ্লিষ্ট স্টেকহোল্ডারগণ অংশগ্রহণ করবেন। ফেস্টিভালে স্টলসমূহের মধ্যে ৭টি স্টলে দেশের খ্যাতনামা ডিজাইনারদের তৈরি বহুমাত্রিক তাঁতপণ্য এবং অন্যান্য স্টলে থাকবে দেশের বিভিন্ন অঞ্চল হতে আসা সুদক্ষ তাঁতীদের বুনন করা তাঁতপণ্য। এছাড়াও ফেস্টিভালে দেশের ঐতিহ্যবাহী এই ৭ ধরণের তাঁতপণ্যের বুনন প্রক্রিয়া প্রদর্শনের ব্যবস্থা থাকবে।

এই ফেস্টিভাল আয়োজনের ফলে বাংলাদেশের কৃষ্টি ও সংস্কৃতির গুরুত্বপূর্ণ অনুষঙ্গ হিসেবে তাঁতপণ্য ও তাঁতীদের সার্বিক কল্যাণের মাধ্যমে দেশের ক্ষুদ্র্র ও মাঝারি শিল্প উন্নয়নে সহায়ক ভূমিকা পালন করবে বলে আয়োজকরা মনে করেন।

সংবাদ সম্মেলনে ফ্যাশন ডিজাইনার চন্দ্রশেখর সাহা, কুহু প্লামডন, নওশীন খায়ের, রেনুকা চামকা, তাহসিনা শাহীন, বিপ্লব সাহা এবং মো. শামীম আক্তার প্রমুখ উপস্থিত ছিলেন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়