শিরোনাম
◈ চট্টগ্রামে জুতার কারখানায় আগুন, নিয়ন্ত্রণে ১২ ইউনিট ◈ জিয়াও কখনো স্বাধীনতার ঘোষক দাবি করেনি, বিএনপি নেতারা যেভাবে করছে: ড. হাছান মাহমুদ ◈ আওয়ামী লীগ সবচেয়ে বড় ভারতীয় পণ্য: গয়েশ্বর ◈ সন্ত্রাসীদের ওপর ভর করে দেশ চালাচ্ছে সরকার: রিজভী ◈ ইফতার পার্টিতে আওয়ামী লীগের চরিত্রহনন করছে বিএনপি: কাদের ◈ বাংলাদেশে কারাবন্দী পোশাক শ্রমিকদের মুক্তির আহ্বান যুক্তরাষ্ট্রের ফ্যাশন লবি’র ◈ দক্ষিণ আফ্রিকায় সেতু থেকে তীর্থ যাত্রীবাহী বাস খাদে, নিহত ৪৫ ◈ ২২ এপ্রিল ঢাকায় আসছেন কাতারের আমির, ১০ চুক্তির সম্ভাবনা ◈ ইর্ন্টান চিকিৎসকদের দাবি নিয়ে প্রধানমন্ত্রী’র সঙ্গে কথা বলেছি: স্বাস্থ্যমন্ত্রী ◈ উন্নয়ন সহযোগীদের একক প্ল্যাটফর্মে আসা প্রয়োজন: পরিবেশমন্ত্রী

প্রকাশিত : ২৮ সেপ্টেম্বর, ২০১৮, ০২:৪৪ রাত
আপডেট : ২৮ সেপ্টেম্বর, ২০১৮, ০২:৪৪ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

মিরসরাই ও ফেনীর অর্থনৈতিক অঞ্চলে জমি বরাদ্দ পেলো ১০ প্রতিষ্ঠান: বেজা

স্বপ্না চক্রবর্তী : মিরসরাই ও ফেনীর অর্থনৈতিক অঞ্চলে ১০টি প্রতিষ্ঠানকে জমি বরাদ্দ দিলো বাংলাদেশ অর্থনৈতিক অঞ্চল কর্তৃপক্ষ বেজা।

বৃহস্পতিবার বেজা এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানায়, প্রত্যেকটি প্রতিষ্ঠানকে ৪০০ একর জমি বরাদ্দ দেওয়া হয়েছে। বেজা কর্তৃপক্ষ জানায়, প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে এক পত্রের মাধ্যমে গত ২৫ সেপ্টেম্বর এ অনুমোদন দেওয়া হয়। এ ১০টি বিনিয়োগকারী প্রতিষ্ঠান এসব অঞ্চলে ১১টি শিল্প কারখানা স্থাপন করবে উল্লেখ করে বেজা জানায় প্রস্তাবিত জমির অধিকাংশই উঁচু এবং কারখানা স্থাপনের উপযুক্ত। বিনিয়োগকারীরা এককালী মূল্য পরিশোধের মাধ্য জমির ইজারা নিতে পারবে।

এ ব্যাপারে বেজার নির্বাহী চেয়ারম্যান পবন চৌধুরী বলেন, এই ২টি এলাকায় সর্বমোট বিনিয়োগ হবে ১৯৮১.৫৮ মিলিয়ন মার্কিন ডলার। এতে করে এসব শিল্প কারখানায় প্রাথমিকভাবে ১৬ হাজার ৯০৬ জনের কর্মসংস্থান সৃষ্টি হবে বলে আমরা আশা করছি।

জমি বরাদ্দ পাওয়া প্রতিষ্ঠানগুলোর মধ্যে রুরাল পাওয়ার কোম্পানি লিমিটেড, এনার্জি পাওয়ার জেনারেশন কোম্পানি, সামিট এলায়েন্স লজিস্টিক পার্ল লিমিটেড উল্লেখযোগ্য।

  • সর্বশেষ
  • জনপ্রিয়