শিরোনাম
◈ দক্ষিণ ভারতে ইন্ডিয়া জোটের কাছে গো-হারা হারবে বিজেপি: রেভান্ত রেড্ডি ◈ ইরানের ওপর মার্কিন যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্যের নতুন নিষেধাজ্ঞা ◈ আবারও বাড়লো স্বর্ণের দাম  ◈ ভারতের পররাষ্ট্র সচিব বিনয় মোহন কোয়াত্রার ঢাকা সফর স্থগিত ◈ বিএনপি নেতাকর্মীদের জামিন না দেওয়াকে কর্মসূচিতে পরিণত করেছে সরকার: মির্জা ফখরুল ◈ ব্রিটিশ হাইকমিশনারের সঙ্গে বিএনপি নেতাদের বৈঠক ◈ মিয়ানমার সেনার ওপর নিষেধাজ্ঞা থাকায় তাদের সঙ্গে সরাসরি যোগাযোগ করা সম্ভব হচ্ছে না: সেনা প্রধান ◈ উপজেলা নির্বাচন: মন্ত্রী-এমপিদের আত্মীয়দের সরে দাঁড়ানোর নির্দেশ আওয়ামী লীগের ◈ বোতলজাত সয়াবিনের দাম লিটারে ৪ টাকা বাড়লো ◈ রেকর্ড বন্যায় প্লাবিত দুবাই, ওমানে ১৮ জনের প্রাণহানি

প্রকাশিত : ২৮ সেপ্টেম্বর, ২০১৮, ০২:৩১ রাত
আপডেট : ২৮ সেপ্টেম্বর, ২০১৮, ০২:৩১ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

গার্মেন্ট শ্রমিকদের ৮ হাজার টাকা মজুরির ঘোষণা প্রত্যাখ্যান

রফিক আহমেদ : বাংলাদেশ গার্মেন্ট শ্রমিক সংহতির সভানেত্রী তাসলিমা আখতার শ্রমিকদের মজুরি ৮ হাজার টাকা ঘোষণা প্রত্যাখ্যান করে ১৬ হাজার টাকা করার দাবি জানিয়েছে। বৃহস্পতিবার জাতীয় প্রেসক্লাবের সামনে বিক্ষোভ সমাবেশে তিনি এ কথা বলেন।

তাসলিমা আখতার বলেন, মজুরি ঘোষণার ১৫ কর্মদিবসে শ্রম আইন অনুযায়ী আপত্তি পত্র প্রদানের বিধি মেনেই আজ গার্মেন্ট শ্রমিক সংহতি মজুরি বোর্ডের চেয়ারম্যানকে আপত্তি পত্র দেন। চেয়্যারম্যান আপত্তিপত্র গ্রহণ করে যথাযথ কর্তৃপক্ষর কাছে প্রেরণ করে বিবেচনার বিষয়টি প্রক্রিয়াধীন করবেন বলে আশ্বাস দেন।

মজুরি বোর্ডের সামনে সমাবেশে বক্তব্য রাখেন-সংগঠনের সাধারণ সম্পাদক জুলহাসনাইন বাবু, আমিনুল ইসলাম শামা, দীপক রায়, প্রদীপ রায়, মুছা কলিমুল্লাহ ও সাভার রানা প্লাজা শাখার সেলিনা আখতার প্রমুখ।

বক্তারা বলেন, শ্রমিকদের গত ২ বছর ধরে ১৬ হাজার টাকা মজুরির দাবি করে আসছেন গার্মেন্ট শ্রমিকরা। বাজারের সাথে সঙ্গতি রেখে শ্রমিকদের মজুরি বৃদ্ধির এ দাবির গুরুত্ব এবং প্রয়োজনীয়তা বার বার উত্থাপন করা হয়েছে। অথচ ১৬ হাজার টাকার দাবি উপেক্ষা করে সরকার ও মালিকপক্ষের গত ১৩ সেপ্টেম্বর ৮ হাজার টাকা ঘোষণা শ্রমিকরা প্রত্যাখ্যান করেছে। কারণ একজন শ্রমিকের পরিবারের পক্ষে এই টাকায় বেঁচে থাকা কঠিন। যার ফলে ১৬ হাজার টাকার মজুরি বৃদ্ধির দাবিকেই বিবেচনায় রেখেই মজুরি ঘোষণার আশা করা হয়েছিলো। সরকার মালিকের ঘোষণা শ্রমিকদের আশাহত করেছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়