শিরোনাম
◈ দাম বেড়েছে আলু, ডিম, আদা ও রসুনের, কমেছে মুরগির  ◈ ২০২৫ সালের মধ্যে ৪৮টি কূপ খনন শেষ করতে চায় পেট্রোবাংলা ◈ ভিত্তিহীন মামলায় বিরোধী নেতাকর্মীদের নাজেহাল করা হচ্ছে: মির্জা ফখরুল ◈ বিনা কারণে কারাগার এখন বিএনপির নেতাকর্মীদের স্থায়ী ঠিকানা: রিজভী ◈ অপরাধের কারণেই বিএনপি নেতা-কর্মীদের  বিরুদ্ধে মামলা হয়েছে: প্রধানমন্ত্রী  ◈ অ্যাননটেক্সকে জনতা ব্যাংকের সুদ মওকুফ সুবিধা বাতিলের নির্দেশ বাংলাদেশ ব্যাংকের ◈ চুয়াডাঙ্গায় তাপমাত্রা ৪১ দশমিক ৩ ডিগ্রি, হিট এলার্ট জারি  ◈ ঢাকা শিশু হাসপাতালের আগুন নিয়ন্ত্রণে ◈ ইরানে ইসরায়েলের হামলার খবরে বিশ্বজুড়ে উত্তেজনা, তৃতীয় বিশ্বযুদ্ধের আতঙ্ক ◈ বিমানবন্দরের থার্ড টার্মিনালের বাউন্ডারি ভেঙে বাস ঢু‌কে প্রকৌশলী নিহত

প্রকাশিত : ২৮ সেপ্টেম্বর, ২০১৮, ০১:০৮ রাত
আপডেট : ২৮ সেপ্টেম্বর, ২০১৮, ০১:০৮ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

লামায় ৯৭ হাজার লিটার চোলাই মদ ও উপকরণ জব্দ, আটক ২

মো. নুরুল করিম আরমান, লামা প্রতিনিধি: বান্দরবানের লামা উপজেলার একটি ক্ষুদ্র নৃ-গোষ্ঠি পাড়া থেকে ৯৭ হাজার লিটার দেশিয় তৈরি চোলাই মদ ও মদ তৈরির উপকরণ জব্দ করেছে র‌্যাব-৭। উপজেলার আজিজনগর ইউনিয়নের চাম্বি মফিজ বাজার সংলগ্ন হেডম্যান পাড়ায় বৃহস্পতিবার সকাল থেকে বিকাল পর্যন্ত অভিযান চালিয়ে এসব জব্দ করা হয়।

বান্দরবানের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো.কামরুজ্জামান এ অভিযানের নেতৃত্ব দেন। এ সময় অবৈধভাবে মদ তৈরি ও বিক্রির দায়ে হেডম্যান পাড়ার বাসিন্দা উথায় মার্মার ছেলে সুমন মার্মা (১৯) ও কক্সবাজার জেলার চকরিয়া উপজেলার পূর্ব বড় ভেওলা গ্রামের বাসিন্দা শফিউল আলমের ছেলে মো. বেলালকে (৩৭) তাৎক্ষনিকভাবে ভ্রাম্যমান আদালতের মাধ্যমে ৩ হাজার টাকা জরিমানা অনাদায়ে ১৫ দিনের বিনাশ্রম কারাদন্ডের আদেশ দেন।

স্থানীয় সূত্র জানায়, আজিজনগর বাজার সংলগ্ন হেডম্যান পাড়ায় বাণিজ্যিক উদ্দেশ্যে বিপুল পরিমান দেশীয় চোলাই মদ তৈরি ও পাচারের জন্য মজুত করা হয়েছে, এমন সংবাদের ভিত্তিতে র‌্যাব-৭ এর কক্সবাজার সদস্যরা বান্দরবান জেলা নির্বাহী ম্যাজিষ্ট্রেট মো. কামরুজ্জামানের নেতৃত্বে বৃহস্পতিবার সকাল ১০টা থেকে দুপুর পর্যন্ত একটানা অভিযান চালায়।

এ সময় পাড়ার বিভিন্ন বসতঘর থেকে বাণিজ্যিকভাবে তৈরিকৃত ৯৭ হাজার লিটার দেশীয় তৈরি মদ ও মদ তৈরির উপকরণ জব্দ করেন। পাশাপাশি অবৈধভাবে মদ তৈরি ও বিক্রির সাথে জড়িত থাকার অভিযোগে দুইজনকে আটক করে র‌্যাব। পরে জব্দকৃত চোলাই মদ ও মদ তৈরির উপকরণ সমুহ প্রকাশ্যে ধ্বংস করা হয়।

বান্দরবান জেলার নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. কামরুজ্জামান ৯৭ হাজার লিটার চোলাই মদ ও মদ উপকরণ জব্দসহ ২জনকে আটকের সত্যতা নিশ্চিত করেন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়