শিরোনাম
◈ জাতিসংঘে সদস্যপদ প্রস্তাবে মার্কিন ভেটোর নিন্দা ফিলিস্তিনের, লজ্জাজনক বলল তুরস্ক ◈ স্কুল পর্যায়ের শিক্ষার্থীদের গল্প-প্রবন্ধ নিয়ে সাময়িকী প্রকাশনা করবে বাংলা একাডেমি ◈ দক্ষিণ ভারতে ইন্ডিয়া জোটের কাছে গো-হারা হারবে বিজেপি: রেভান্ত রেড্ডি ◈ আবারও বাড়লো স্বর্ণের দাম  ◈ ভারতের পররাষ্ট্র সচিব বিনয় মোহন কোয়াত্রার ঢাকা সফর স্থগিত ◈ চিকিৎসকদের সুরক্ষা নিশ্চিত করতে সংসদে আইন পাশ করব: স্বাস্থ্যমন্ত্রী ◈ বিএনপি নেতাকর্মীদের জামিন না দেওয়াকে কর্মসূচিতে পরিণত করেছে সরকার: মির্জা ফখরুল ◈ ব্রিটিশ হাইকমিশনারের সঙ্গে বিএনপি নেতাদের বৈঠক ◈ মিয়ানমার সেনার ওপর নিষেধাজ্ঞা থাকায় তাদের সঙ্গে সরাসরি যোগাযোগ করা সম্ভব হচ্ছে না: সেনা প্রধান ◈ উপজেলা নির্বাচন: মন্ত্রী-এমপিদের আত্মীয়দের সরে দাঁড়ানোর নির্দেশ আওয়ামী লীগের

প্রকাশিত : ২৭ সেপ্টেম্বর, ২০১৮, ১১:০৩ দুপুর
আপডেট : ২৭ সেপ্টেম্বর, ২০১৮, ১১:০৩ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ব্যাংক সুদের হার আবারও বাড়ালো ফেডারেল রিজার্ভ

আসিফুজ্জামান পৃথিল : যুক্তরাষ্ট্রের ফেডারেল রিজার্ভ আবারও বৃদ্ধি করেছে ব সুদের হার। কর্মতর্তারা এই হার বৃদ্ধি করেছে ০.২৫ শতাংশ। ধারণা করা হচ্ছে বছর সমাপনের আগে আরো একবার বৃদ্ধি পাবে এই হার।

নিয়মিত সুদের হার বৃদ্ধিও নীতিমালার অংশ হিসেবেই বৃদ্ধি করা হলো এই সুদের হার। ২০১৫ সালের পর থেকে এই নিয়ে ৮ম বারের মতো সুদের হার বৃদ্ধি করেছে ফেডারেল রিজার্ভ। এখন পর্যন্ত তুলনামূলকভাবে যুক্তরাষ্ট্রেই ব্যাংক সুদের হার কম। অর্থনৈতিক মন্দা চলাকালে কেন্দ্রীয় ব্যাংকটি সুদের হার কমানোর সিদ্ধান্ত নিয়েছিলো। মন্দা কাটাতে এ হার কমায় ফেড। উদ্দেশ্য ছিলো যাতে ব্যবসায়ীরা কম সুদে ঋণ নিয়ে মন্দা কাটাতে সহায়তা করতে পারেন।

ফেডারেল রিজার্ভের চেয়ার জেরোমি জে পাওয়েল এবং অন্যান্য অর্থনীতিবিদরা মনে করেন, আগের মতো নেতিবাচক অর্থনৈতিক পরিস্থিতি আর নেই। তাই কম সুদে ঋণ প্রদানও আর প্রয়োজনীয় নয়। এ কারণেই সুদ বৃদ্ধির নীতি অব্যাহত থাকবে।

যুক্তরাষ্ট্রের অর্থনৈতিক অবস্থা বর্তমানে বেশ ভালো। এ বছরের ২য় প্রান্তিকে দেশটির জিডিপি প্রবৃদ্ধি ছিলো ৪ শতাংশের অধিক। আর বেকারত্বের হার ছিলো ৪ শতাংশের নিচে। ফেড আশা করছে এবছর সামগ্রিকভাবে দেশটির অর্থনৈতিক প্রবৃদ্ধি হবে ৩.১ শতাংশ। আর মূল্যস্ফিতি ২ শতাংশের আশেপাশে থাকবে। বিবিসি

  • সর্বশেষ
  • জনপ্রিয়