শিরোনাম
◈ ইরানের ইস্পাহান ও তাব্রিজে ইসরায়েলের ড্রোন হামলা, ৩টি ভূপাতিত ◈ জাতিসংঘে সদস্যপদ প্রস্তাবে মার্কিন ভেটোর নিন্দা ফিলিস্তিনের, লজ্জাজনক বলল তুরস্ক ◈ স্কুল পর্যায়ের শিক্ষার্থীদের গল্প-প্রবন্ধ নিয়ে সাময়িকী প্রকাশনা করবে বাংলা একাডেমি ◈ দক্ষিণ ভারতে ইন্ডিয়া জোটের কাছে গো-হারা হারবে বিজেপি: রেভান্ত রেড্ডি ◈ আবারও বাড়লো স্বর্ণের দাম  ◈ ভারতের পররাষ্ট্র সচিব বিনয় মোহন কোয়াত্রার ঢাকা সফর স্থগিত ◈ চিকিৎসকদের সুরক্ষা নিশ্চিত করতে সংসদে আইন পাশ করব: স্বাস্থ্যমন্ত্রী ◈ বিএনপি নেতাকর্মীদের জামিন না দেওয়াকে কর্মসূচিতে পরিণত করেছে সরকার: মির্জা ফখরুল ◈ ব্রিটিশ হাইকমিশনারের সঙ্গে বিএনপি নেতাদের বৈঠক ◈ মিয়ানমার সেনার ওপর নিষেধাজ্ঞা থাকায় তাদের সঙ্গে সরাসরি যোগাযোগ করা সম্ভব হচ্ছে না: সেনা প্রধান

প্রকাশিত : ২৭ সেপ্টেম্বর, ২০১৮, ১১:০৭ দুপুর
আপডেট : ২৭ সেপ্টেম্বর, ২০১৮, ১১:০৭ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

আওয়ামী লীগের এক ডজন এমপি অসুস্থ: চিন্তিত হাইকমান্ড!

আসাদুজ্জামান সম্রাট : আওয়ামী লীগের একডজন সংসদ সদস্য অসুস্থ হয়ে পড়েছেন।অনেকে চলার শক্তি হারিয়ে ফেলেছেন।আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে তাদের নির্বাচনী এলাকায় বিকল্প প্রার্থীর সন্ধান করছে দলের হাইকমান্ড।

সাম্প্রতিক সময়ে অসুস্থ হয়ে পড়া জনপ্রশাসন মন্ত্রী ও কিশোরগঞ্জ-১ আসনের সংসদ সদস্য সৈয়দ আশরাফুল ইসলাম সংসদ থেকে ৯০ দিনের ছুটি নিয়েছেন।বাস্তবতা হচ্ছে, তার ৯০ দিন ছুটি নেয়ার কোনো প্রয়োজন ছিল না। কারণ চলমান দশম সংসদ ৯০ কার্যদিবস বসবে না। বিদ্যমান পরিস্থিতিতে তার নির্বাচনী এলাকায় বিকল্প প্রার্থীর চিন্তাভাবনা করা হচ্ছে। ইতিমধ্যে দু’একজন দলীয় মনোনয়নের জন্য উঠেপড়ে লেগেছেন।
অতি সাম্প্রতিককালে সবচেয়ে বেশি অসুস্থ হয়ে পড়েছেন শেরপুর-৩ আসনের সংসদ সদস্য ইঞ্জিনিয়ার ফজলুল হক চান। তিনি চলাফেরার শক্তি হারিয়ে ফেলেছেন। সর্বশেষ অধিবেশনে তিনি একদিনের জন্যও উপস্থিত হতে পারেননি। তার এই হঠাৎ অসুস্থ হয়ে পড়ায় ওই আসনে বিকল্প প্রার্থীর সন্ধান চলছে। ঝিনাইগাতী উপজেলা আওয়ামী লীগের সভাপতি এসএমএ ওয়ারেজ নাঈমসহ বেশ কয়েকজন মনোনয়ন চাচ্ছেন।

গাজীপুর-৩ আসনের সংসদ সদস্য এ্যাডভোকেট রহমত আলী দীর্ঘদিন ধরেই অসুস্থ। কারো সাহায্য ছাড়া তিনি চলাফেরা করতে পারেন না। তার নির্বাচনী এলাকার তার ছেলে দুর্জয়সহ বেশ কয়েকজন দলীয় মনোনয়নের জন্য চেষ্টা চালিয়ে যাচ্ছেন।একই অবস্থা সংসদ উপনেতা সৈয়দা সাজেদা চৌধুরীরও।তার আসনে তার ছেলে ছাড়াও সাবেক সংসদ সদস্য সাইফুজ্জামান চৌধুরী জুয়েল দলীয় মনোনয়ন চাচ্ছেন।

নরসিংদী-৫ এর সংসদ সদস্য ও সাবেক মন্ত্রী রাজিউদ্দিন আহমেদ রাজু দীর্ঘদিন ধরে অসুস্থ। তার নির্বাচনী এলাকায় আওয়ামী লীগের কেন্দ্রীয় নেতা রিয়াজুল কবীর কাওসারকে দলীয় মনোনয়ন দেয়ার সম্ভাবনা রয়েছে। অসুস্থ রয়েছেন সাবেক ডেপুটি স্পিকার ও সংসদ সদস্য কর্নেল (অব.) শওকত আলী। তার নির্বাচনী এলাকায় আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক এনামুল হক শামীমকে মনোনয়ন দেয়া হতে পারে।

দীর্ঘদিন ধরেই অসুস্থ পাট ও বস্ত্র মন্ত্রী নওগাঁ-৪ আসনের সংসদ সদস্য মুহাম্মদ ইমাজউদ্দিন প্রামাণিক। তার আসনে দলীয় মনোনয়ন চাইছেন ব্রাহানী সুলতান গামা ও ডা. আব্দুর রহমান। ঠাকুরগাঁও-২ আসনের সংসদ সদস্য আলহাজ্ব দবিরুল ইসলামও দীর্ঘদিন ধরে অসুস্থ। চলাফেরায় সমস্যা হলেও নির্বাচনী এলাকায় তিনি বেশ জনপ্রিয়।তার ছেলে মাজহারুল ইসলাম দলীয় মনোনয়নের চেষ্টা চালাচ্ছেন।গণসংযোগ চালাচ্ছেন সাবেক উপজেলা চেয়ারম্যান মোহাম্মদ আলীও।

এছাড়াও আরো কয়েকজন সংসদ সদস্য অসুস্থ হয়ে চিকিৎসা গ্রহণ করছেন। তাদের অনেকেরই আসন্ন একাদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রতিদ্বন্ধিতা করার মতো শারীরিক অবস্থা নেই। ইতিমধ্যে অসুস্থ হয়ে চলতি দশম জাতীয় সংসদের ১৪জনসহ মোট ১৫ জন সংসদ সদস্য মৃত্যুবরণ করেছেন। দলের হাইকমান্ড এসব আসনে বিকল্প প্রার্থীর বিষয়ে খোঁজ-খবর নিচ্ছেন। এসব আসনে দলীয় মনোনয়ন পরিবর্তনের সম্ভাবনা রয়েছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়