শিরোনাম
◈ গাজীপুরে হিটস্ট্রোকে একজনের মৃত্যু  ◈ বিশৃঙ্খলার পথ এড়াতে শিশুদের মধ্যে খেলাধুলার আগ্রহ সৃষ্টি করতে হবে: প্রধানমন্ত্রী ◈ তাপপ্রবাহের কারণে জাতীয় বিশ্ববিদ্যালয়ের ক্লাসও বন্ধ ঘোষণা ◈ সোনার দাম কমেছে ভরিতে ৮৪০ টাকা ◈ ঈদযাত্রায় ৪১৯ দুর্ঘটনায় নিহত ৪৩৮: যাত্রী কল্যাণ সমিতি ◈ অনিবন্ধিত নিউজ পোর্টাল বন্ধে বিটিআরসিতে তালিকা পাঠানো হচ্ছে: তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ◈ পাবনায় হিটস্ট্রোকে একজনের মৃত্যু ◈ জলাবদ্ধতা নিরসনে ৭ কোটি ডলার ঋণ দেবে এডিবি ◈ ক্ষমতা দখল করে আওয়ামী শাসকগোষ্ঠী আরও হিংস্র হয়ে উঠেছে: মির্জা ফখরুল ◈ বেনজীর আহমেদের চ্যালেঞ্জ: কেউ দুর্নীতি প্রমাণ করতে পারলে তাকে সেই সম্পত্তি দিয়ে দেবো (ভিডিও)

প্রকাশিত : ২৭ সেপ্টেম্বর, ২০১৮, ০৮:৩৪ সকাল
আপডেট : ২৭ সেপ্টেম্বর, ২০১৮, ০৮:৩৪ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ইসলাম পরিপন্থী আখ্যা দিয়ে ভাসমান স্ট্যাচু ভেঙ্গে দিল মালদ্বীপ

সাইদুর রহমান: মালদ্বীপের একটি দ্বীপে পানির নিচের অনেকগুলো স্ট্যাচু ভেঙ্গে দিয়েছে সরকার। ইসলাম বিরোধী হওয়ায় এ নির্দেশনা দেয়া হয়েছে বলে জানিয়েছে ডেইলি টেলিগ্রাফ।

অর্ধডুবন্ত এই শৈল্পিক কর্ম গত জুলাইয়ে উন্মোচিত হয়। যা ছিল ব্রিটিশ শিল্পিকর্মী একং ডুবুরি জসন ডো কেরস টাইলর। এ স্ট্যাটুগুলোর কিছু মানুষের আকৃতি, কিছু উদ্ভিদ আর কিছু সামুদ্রিক প্রাণীর। কিন্তু গত সপ্তাহে মালদ্বীপ সরকারের নির্দেশের কয়েক ঘন্টার মধ্যেই এগুলো গুড়িয়ে দেয়া হয়।

দেশটির আদালত জানিয়েছে, মূর্তি ভেঙ্গে না দেয়া ইসলামী ঐক্য, শান্তি এবং রাষ্ট্রের স্বার্থের জন্য হুমকি। এবং ইসলামী শরিয়ার নির্দেশনা বাস্তবায়নের জন্য সেগুলো দূর করা জরুরী। দেশটির পর্যটকমন্ত্রী জানান, প্রয়োজনীয় অনুমতি ছাড়াই এগুলো নির্মিত হয়েছে।

তবে নির্মাতা টাইলর জানান, তিনি এ সংবাদ শুনে ব্যথিত হয়েছে। তিনি বলেন, এ নিয়ে মালদ্বীপ কর্তৃপক্ষের সাথে আলোচনা ও পরামর্শ চলছিল। এছাড়া এ স্ট্যাচুগুলো পরিবেশ এবং মানুষের সাথে মিলনের সেতুবন্ধনমাত্র। সামুদ্রিক জীবনের উন্নয়নের স্থান এরচেয়ে বেশী অথবা কম কিছু নয়। সূত্র: জিও নিউজ, আল-জাজিরা

  • সর্বশেষ
  • জনপ্রিয়