শিরোনাম
◈ জাতীয় পতাকার নকশাকার শিব নারায়ণ দাস মারা গেছেন ◈ ইরানের ইস্পাহান ও তাব্রিজে ইসরায়েলের ড্রোন হামলা, ৩টি ভূপাতিত (ভিডিও) ◈ ভেটোর তীব্র নিন্দা,মার্কিন নীতি আন্তর্জাতিক আইনের নির্লজ্জ লংঘন : ফিলিস্তিন ◈ স্কুল পর্যায়ের শিক্ষার্থীদের গল্প-প্রবন্ধ নিয়ে সাময়িকী প্রকাশনা করবে বাংলা একাডেমি ◈ দক্ষিণ ভারতে ইন্ডিয়া জোটের কাছে গো-হারা হারবে বিজেপি: রেভান্ত রেড্ডি ◈ আবারও বাড়লো স্বর্ণের দাম  ◈ ভারতের পররাষ্ট্র সচিব বিনয় মোহন কোয়াত্রার ঢাকা সফর স্থগিত ◈ চিকিৎসকদের সুরক্ষা নিশ্চিত করতে সংসদে আইন পাশ করব: স্বাস্থ্যমন্ত্রী ◈ বিএনপি নেতাকর্মীদের জামিন না দেওয়াকে কর্মসূচিতে পরিণত করেছে সরকার: মির্জা ফখরুল ◈ ব্রিটিশ হাইকমিশনারের সঙ্গে বিএনপি নেতাদের বৈঠক

প্রকাশিত : ২৭ সেপ্টেম্বর, ২০১৮, ০৮:৩২ সকাল
আপডেট : ২৭ সেপ্টেম্বর, ২০১৮, ০৮:৩২ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ইরানের ক্ষমতা পরিবর্তনে একাট্টা সৌদি, আমিরাত ও ইসরায়েল

প্রত্যাশা প্রমিতি সিদ্দিক : ইরানে বর্তমান ক্ষমতাসীন সরকারের পরিবর্তন চায় সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত, ইসরায়েল। বুধবার ২০১৫ সালে স্বাক্ষরিত ইরান পরমাণু চুক্তির বিপক্ষে নিউ ইয়র্কে অনুষ্ঠিত সম্মেলনে এ আহ্বান জানায় দেশগুলো। মার্কিন নিরাপত্তা পরিষদের উপদেষ্টা জন বোল্টন ও মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মাইক পম্পেও’র উপস্থিতিতে এ আহ্বান জানায় সৌদি আরবের পররাষ্ট্রমন্ত্রী, ওয়াশিংটনে নিযুক্ত আমিরাতের রাষ্ট্রদূত এবং ইসরায়েলি গোয়েন্দা সংস্থা মোসাদের পরিচালক।

ওয়াশিংটনে নিযুক্ত আমিরাতের রাষ্ট্রদূত ইউসেফ আল অতাইবা যুক্তরাষ্ট্রকে বলেন, ইরানে সরকারের পরিবর্তন প্রয়োজন এজন্য দেশটির ওপর যতটুকু প্রয়োজন চাপ প্রয়োগ করা উচিত। এছাড়াও দেশটির বৈদেশিক নীতি পরিবর্তনের প্রয়োজনের ওপরও জোর দেন তিনি। বৈঠকে উপস্থিত আল জুবায়ের নামক অপর এক ব্যক্তি, ইরানের সাথে আলোচনা কীভাবে সম্ভব হবে তা নিয়ে প্রশ্নও তুলে বলেন, ইরান চায় আমাদের হত্যা করতে। তিনি আরো বরেন, ইরান যদি সৌদি আরবের ওপর ক্ষেপণাস্ত্র হামলা চালায়, সেক্ষেত্রে কোনো কিছু করার থাকবে না। ইরানের কারণে উপসাগরীয় এলাকা গুলো হুমকির মুখে রয়েছে বলেও অভিযোগ করেন তিনি।

এসময় মার্কিন জাতীয় নিরাপত্তা উপদেষ্টা জন বোল্টন ইরানকে উদ্দেশ্য করে হুঁশিয়ারি দিয়ে বলেন, দেশটির শাসকদের ‘গুরুতর পরিণতি’ ভোগ করতে হবে। এর আগে জাতিসংঘের ৭৩তম অধিবেশনে ইরানের সাথে তর্কে জড়িয়ে পড়েন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। মধ্যপ্রাচ্য জুড়ে অস্থিরতার জন্য ইরানকে দায়ীও করেন তিনি। আল-জাজিরা

  • সর্বশেষ
  • জনপ্রিয়