শিরোনাম
◈ ঢাকা শিশু হাসপাতালের আগুন নিয়ন্ত্রণে ◈ ইরানে ইসরায়েলের হামলার খবরে বিশ্বজুড়ে উত্তেজনা, তৃতীয় বিশ্বযুদ্ধের আতঙ্ক ◈ বিমানবন্দরের থার্ড টার্মিনালের বাউন্ডারি ভেঙে বাস ঢু‌কে প্রকৌশলী নিহত ◈ জাতীয় পতাকার নকশাকার শিব নারায়ণ দাস মারা গেছেন ◈ ইরানের ইস্পাহান ও তাব্রিজে ইসরায়েলের ড্রোন হামলা, ৩টি ভূপাতিত (ভিডিও) ◈ ভেটোর তীব্র নিন্দা,মার্কিন নীতি আন্তর্জাতিক আইনের নির্লজ্জ লংঘন : ফিলিস্তিন ◈ স্কুল পর্যায়ের শিক্ষার্থীদের গল্প-প্রবন্ধ নিয়ে সাময়িকী প্রকাশনা করবে বাংলা একাডেমি ◈ দক্ষিণ ভারতে ইন্ডিয়া জোটের কাছে গো-হারা হারবে বিজেপি: রেভান্ত রেড্ডি ◈ ভারতের পররাষ্ট্র সচিব বিনয় মোহন কোয়াত্রার ঢাকা সফর স্থগিত ◈ চিকিৎসকদের সুরক্ষা নিশ্চিত করতে সংসদে আইন পাশ করব: স্বাস্থ্যমন্ত্রী

প্রকাশিত : ২৭ সেপ্টেম্বর, ২০১৮, ০৮:১০ সকাল
আপডেট : ২৭ সেপ্টেম্বর, ২০১৮, ০৮:১০ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

১ অক্টোবর থেকে সপ্তাহব্যাপী গণসংযোগ করবে আওয়ামী লীগ

আহমেদ জাফর: আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, আগামী মাসে প্রথম সপ্তায় দেশব্যাপী গণসংযোগ করবো আমরা। ওয়ার্ড, ইউনিয়ন, থানা, জেলা পর্যায় সকল নেতাকর্মীদের সাথে নিয়ে গণসংযোগ করে শেখ হাসিনার নেতৃত্বে উন্নয়ন তুলে ধরবো।

বৃহস্পতিবার ২৩ বঙ্গবন্ধু এভিনিউস্থ আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ে আওয়ামী লীগ সম্পাদকম-লীর সাথে সহযোগী সংগঠনের এক সভায় একথা বলেন তিনি

তিনি বলেন, বলেন, ‘আমরা ভোটারদের কাছে যাবো। বাড়িতে-বাড়িতে যাবো গণসংযোগ করবো। রাস্তায় অবরোধ করে মানুষের জন্য দূর্ভোগ হবে এমন কোনও সভা-সমাবেশ করবো না। আর রাস্তা অবরোধ বা বন্ধ করে কাউকে সভা-সমাবেশ করতেও দেওয়া হবে না। জনগণের দুর্ভোগ কিছুতেই হতে দেবো না। ‘আমরা নিজেরাই নিয়ম মেনে চলছি। অন্য কেউ নিয়ম ভঙ্গ করে রাস্তায়, প্রেসক্লাবের সামনে, পল্টনের রাস্তায় সভা-সমাবেশ করবে, সেটা অ্যালাউ করা হবে না। জনগণের দুর্ভোগ আমরা কিছুতেই হতে দিবো না।
ওবায়দুল কাদের বলেন, জাতীয় ঐক্য প্রক্রিয়া কোন জাতীয় ঐক্য নয়। এটা হচ্ছে নেতায় নেতায় ঐক্য, জাতীয় সাম্প্রদায়িক ঐক্য। এই পাঁচমিশালী জগাখিচুড়ি ঐক্যের কোনও ভবিষ্যত আছে বলে আমরা মনে করি না। বিএনপির নেতিবাচক রাজনীতির কারণে দেশের জনগণ তাদের প্রতি আস্থা হারিয়ে ফেলেছে। জনগণ আওয়ামী লীগ সরকারের উন্নয়নের প্রতি আস্থাশীল। ।

তিনি বলেন, আমাদের অর্ধেক নির্বাচনী প্রস্তুতি সম্পন্ন। আমরা কেন সংঘাতে যাব? আমাদের নেত্রী বলে দিয়েছেন, আমরা আমাদের কর্মসূচি পালন করব। আমাদের কোন পাল্টা কর্মসূচি নেই। অহিংসা আন্দোলন হলে আমরা রাজনৈতিকভাবে মোকাবেলা করব কিন্তু সহিংসতা হলে তার দাঁতভাঙ্গা জবাব দেয়া হবে।

এছাড়া সারা দেশের সর্বত্র দলের নেতাকর্মীদের সতর্ক অবস্থায় থাকার জন্য নির্দেশ দেওয়া হয়েছে। জনগন ইতোমধ্যে আওয়ামী লীগের বিকল্প নেই বলে সিদ্ধান্ত নিয়ে ফেলেছে দাবি করে কাদের বলেন, ‘আগামী নির্বাচনে তারা আবারো নৌকায় ভোট দেবে। দেশের ৬৬ শতাংশ মানুষ যেদল (আওয়ামী লীগ) এবং দলটির নেত্রীকে সমর্থন করে, এই সিংহভাগ মানুষকে বাদ দিয়ে জাতীয় ঐক্য হয় কীভাবে ?

সভায় আরো উপস্থিত ছিলেন, আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক মাহবুব-উল-আলম হানিফ, আব্দুর রহমান, সাংগঠনিক সম্পাদক বিএম মোজাম্মেল, খালিদ মাহমুদ চৌধুরী, তথ্য ও গবেষণা সম্পাদক অ্যাডভোকেট আফজাল হোসেন, বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক ইঞ্জিনিয়ার আব্দুস সবুর, উপ-দপ্তর সম্পাদক ব্যারিস্টার বিপ্লব বড়–য়া এবং সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।

  • সর্বশেষ
  • জনপ্রিয়