শিরোনাম
◈ গাজীপুরে হিটস্ট্রোকে একজনের মৃত্যু  ◈ বিশৃঙ্খলার পথ এড়াতে শিশুদের মধ্যে খেলাধুলার আগ্রহ সৃষ্টি করতে হবে: প্রধানমন্ত্রী ◈ তাপপ্রবাহের কারণে জাতীয় বিশ্ববিদ্যালয়ের ক্লাসও বন্ধ ঘোষণা ◈ সোনার দাম কমেছে ভরিতে ৮৪০ টাকা ◈ ঈদযাত্রায় ৪১৯ দুর্ঘটনায় নিহত ৪৩৮: যাত্রী কল্যাণ সমিতি ◈ অনিবন্ধিত নিউজ পোর্টাল বন্ধে বিটিআরসিতে তালিকা পাঠানো হচ্ছে: তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ◈ পাবনায় হিটস্ট্রোকে একজনের মৃত্যু ◈ জলাবদ্ধতা নিরসনে ৭ কোটি ডলার ঋণ দেবে এডিবি ◈ ক্ষমতা দখল করে আওয়ামী শাসকগোষ্ঠী আরও হিংস্র হয়ে উঠেছে: মির্জা ফখরুল ◈ বেনজীর আহমেদের চ্যালেঞ্জ: কেউ দুর্নীতি প্রমাণ করতে পারলে তাকে সেই সম্পত্তি দিয়ে দেবো (ভিডিও)

প্রকাশিত : ২৭ সেপ্টেম্বর, ২০১৮, ০৭:৩৬ সকাল
আপডেট : ২৭ সেপ্টেম্বর, ২০১৮, ০৭:৩৬ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

সাভারে নিখোঁজের তিনদিন পর শিশুর মৃতদেহ উদ্ধার

সাভার প্রতিনিধি : সাভারে নিখোঁজের তিনদিন পর মো. ইয়াসিন (১০) নামে এক শিশুর অর্ধগলিত মৃতদেহ উদ্ধার করেছে সাভার মডেল থানা পুলিশ।বুধবার সন্ধ্যার পর সাভার সদর ইউনিয়নের দেওগাঁ এলাকার বালুর মাঠ থেকে শিশুটির মৃতদেহ উদ্ধার করা হয়।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, গত সোমবার (২৪ সেপ্টেম্বর) বাবা-মায়ের সাথে দেওগাঁ এলাকায় নানির বাড়িতে বেড়াতে আসে ইয়াসিন। ওইদিন বিকেলেই বাড়ির অন্য শিশুদের সাথে খেলতে গিয়ে নিখোঁজ হয় সে। এ ঘটনার পর তাকে খোজাখুঁজি করে না পেয়ে সাভার মডেল থানায় সাধারণ ডায়েরি করেন পরিবারের সদস্যরা। পরে বুধবার সন্ধ্যার পর দেওগাঁ ব্রিজের পাশে বালুর মাঠে চাপা দেওয়া অবস্থায় শিশু ইয়াসিনের অর্ধগলিত মৃতদেহ দেখতে পায় স্থানীয়রা। পরে তারা সাভার মডেল থানা পুলিশকে খবর দেয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে ওই শিশুর মৃতদেহটি উদ্ধার করে থানায় নিয়ে আসে।

সাভার মডেল থানার উপ-পরিদর্শক (এসআই) সুজায়েত হোসেন জানান, শিশুটির মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। কি ভাবে শিশুর মৃত্যু হয়েছে তা তদন্ত করে দেখা হচ্ছে।

এ ঘটনায় সাভার মডেল থানায় একটি মামলা দায়ের করা হয়েছে বলেও জানান তিনি।

  • সর্বশেষ
  • জনপ্রিয়