শিরোনাম
◈ আবদুল্লাহ জাহাজে খাবার থাকলেও সংকট বিশুদ্ধ পানির ◈ কিছুটা কমেছে পেঁয়াজ ও সবজির দাম, বেড়েছে আলুর ◈ দেশের ৯২ শতাংশ মানুষ দ্বিতীয় কোনো ভাষা জানেন না, সময় এসেছে তৃতীয় ভাষার ◈ ভুটানের রাজার সঙ্গে থিম্পু পৌঁছেছেন তথ্য প্রতিমন্ত্রী ◈ চট্টগ্রামের জুতার কারখানার আগুন নিয়ন্ত্রণে ◈ জিয়াও কখনো স্বাধীনতার ঘোষক দাবি করেনি, বিএনপি নেতারা যেভাবে করছে: ড. হাছান মাহমুদ ◈ আওয়ামী লীগ সবচেয়ে বড় ভারতীয় পণ্য: গয়েশ্বর ◈ সন্ত্রাসীদের ওপর ভর করে দেশ চালাচ্ছে সরকার: রিজভী ◈ ইফতার পার্টিতে আওয়ামী লীগের চরিত্রহনন করছে বিএনপি: কাদের ◈ বাংলাদেশে কারাবন্দী পোশাক শ্রমিকদের মুক্তির আহ্বান যুক্তরাষ্ট্রের ফ্যাশন লবি’র

প্রকাশিত : ২৭ সেপ্টেম্বর, ২০১৮, ০৭:৩২ সকাল
আপডেট : ২৭ সেপ্টেম্বর, ২০১৮, ০৭:৩২ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ইসরায়েল-ফিলিস্তিন ‌‌দুই রাষ্ট্রভিত্তিক সমাধান তিন মাসের মধ্যেই : ট্রাম্প

সাইদুর রহমান: ফিলিস্তিন-ইসরায়েল সংঘাত নিরসনে আগামী দুই মাসের মধ্যেই দ্বি-রাষ্ট্র সমাধানের ভিত্তিতে নতুন পরিকল্পনা বাস্তবায়নের ঘোষণা দিয়েছেন ট্রাম্প। যা উভয় পক্ষের মধ্যে চূড়ান্ত পর্যায়ের ভারসাম্য রক্ষা করবে। হোয়াইট হাউসে প্রবেশের পর এই প্রথমবারের মত দ্বি-রাষ্ট্র সমাধানকে সমর্থন করলেন ট্রাম্প।

নিউইয়র্কে এক সংবাদ সম্মেলনে ট্রাম্প বলেন, আমি মনে করি, দ্বি-রাষ্ট্র সমাধান অবশ্যই আলোর মুখ দেখবে এবং আমরা একটি চুক্তিতে পৌছতে পারব।

ট্রাম্প আরও বলেন, যদি ইসরায়েলি এবং ফিলিস্তিনিরা এক রাষ্ট্র চায় তাতেও আমি রাজি আর যদি তারা দুই রাষ্ট্র চায় তাতেও আমি রাজি। তিনি জোর বলেন, আমার কাজ উভয় পক্ষকে শান্তি চুক্তিতে পৌছাতে সহজ এবং সহযোগিতা করা।

সংঘাত নিরসন করতে একটি চুক্তিতে পৌছার বিষয়ে ট্রাম্প বলেন, আমি আশাবাদি , আমার প্রথম মেয়াদ শেষ হওয়ার আগেই এ চুক্তি সম্পন্ন হবে।

তিনি আরও বলেন, আমি দ্বিতীয় মেয়াদে এটা করতে চাই না। দ্বিতীয় মেয়াদে অন্য আরও কিছু করব। আমি মনে করি, ইতোমধ্যেই এ বিষয়ে অনেক অগ্রগতি সাধিত হয়েছে। ইসরায়েলিরাও কিছু করতে চায় , ফিলিস্তিনরাও কিছু করতে চায়।

তবে জামাতা জ্যারেড কুশনারের গোপন শান্তি মিশনের পরিণতি কী তা পরিষ্কার করেন নি ট্রাম্প।

এদিকে ট্রাম্পের দ্বি-রাষ্ট্র সমাধানের ঘোষণা অপ্রত্যাশিত নয় বলে মনে করছেন ইসরায়েলি প্রধানমন্ত্রী নেতানিয়াহু বলে জানিয়েছে দেশটির গণমাধ্যম। সূত্র: এএফপি, আল-আরাবিয়া

  • সর্বশেষ
  • জনপ্রিয়