শিরোনাম
◈ বিশ্ববাজারে সোনার সর্বোচ্চ দামের নতুন রেকর্ড ◈ ২২ এপ্রিল ঢাকায় আসছেন কাতারের আমির, ১০ চুক্তির সম্ভাবনা ◈ চেক প্রতারণার মামলায় ইভ্যালির রাসেল-শামিমার বিচার শুরু ◈ ইর্ন্টান চিকিৎসকদের দাবি নিয়ে প্রধানমন্ত্রী’র সঙ্গে কথা বলেছি: স্বাস্থ্যমন্ত্রী ◈ প্রফেসর ইউনূসকে প্রদত্ত "ট্রি অব পিস" প্রধানমন্ত্রীকে প্রদত্ত একই ভাস্করের একই ভাস্কর্য: ইউনূস সেন্টার ◈ নির্বাচনী বন্ড কেবল ভারত নয়, বিশ্বের সবচেয়ে বড় কেলেঙ্কারি: অর্থমন্ত্রীর স্বামী ◈ কুড়িগ্রামে অর্থনৈতিক অঞ্চলের স্থান পরিদর্শন করে দেশে ফিরলেন ভুটানের রাজা ◈ জনগণকে সংগঠিত করে চূড়ান্তভাবে বিজয় অর্জন করতে হবে: মির্জা ফখরুল ◈ উন্নয়ন সহযোগীদের একক প্ল্যাটফর্মে আসা প্রয়োজন: পরিবেশমন্ত্রী ◈ জিয়াউর রহমানের সময়ই দেশে বিভেদের রাজনীতির গোড়াপত্তন হয়: ওবায়দুল কাদের 

প্রকাশিত : ২৭ সেপ্টেম্বর, ২০১৮, ০৬:৫১ সকাল
আপডেট : ২৭ সেপ্টেম্বর, ২০১৮, ০৬:৫১ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

খুলনায় বিশ্ব পর্যটন দিবস পালিত

শরীফা খাতুন শিউলী, খুলনা : ‘পর্যটন শিল্প বিকাশে তথ্যপ্রযুক্তি’এই প্রতিপাদ্য নিয়ে খুলনায় পালিত হয়েছে বিশ্ব পর্যটন দিবস-২০১৮।

এ উপলক্ষে বৃহস্পতিবার সকালে খুলনা জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন খুলনার অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) জিয়াউর রহমান।

আলোচনা সভায় অতিথিরা বলেন, খুলনাসহ দক্ষিণ পশ্চিমাঞ্চল পর্যটন শিল্পের জন্য এক সম্ভাবনাময় অঞ্চল। এখানে রয়েছে বৈচিত্র্যময় ম্যানগ্রোভ বন(সুন্দরবন)। যা দেশ বিদেশের মানুষের কাছে দৃষ্টিনন্দিত ও আকর্ষণীয় স্থান। সরকার এ অঞ্চলের পর্যটন বিকাশে সম্প্রতি খুলনার বটিয়াঘাটা উপজেলায় ৪২ একর জায়গায় শেখ রাসেল ইকো পার্ক তৈরি করছে। অতিথিরা পর্যটনের বিকাশে আধুনিক তথ্য প্রযুক্তির ব্যবহার করা, বিভিন্ন ওয়েব টুলস, মোবাইল এ্যাপস, সোসাল মিডিয়ার ব্যবহার এবং ট্যুরিস্ট স্পট বেইজ ম্যাপ তৈরির পরামর্শ প্রদান করেন।

অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তৃতা করেন, খুলনা ট্যুরিস্ট পুলিশের পুলিশ সুপার দেওয়ান মো. লালন। মূল প্রবন্ধ উপস্থাপন করেন খুলনা বিশ্ববিদ্যালয়ের বন ও পরিবেশ ডিসিপ্লিনের প্রফেসর ড. মো. ওয়াসিউল ইসলাম। সভায় ট্যুর অপারেটর, রেস্তোরা মালিক, এনজিও প্রতিনিধি, ট্যুরিস্ট পুলিশের সদস্য, স্কুলের শিক্ষক ও শিক্ষার্থীরা অংশগ্রহণ করেন।

খুলনা জেলা প্রশাসন এ অনুষ্ঠানের আয়োজন করে। অনুষ্ঠানে দিবসটি উপলক্ষে চিত্রাংকন ও রচনা প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। এর আগে শহীদ হাদিস পার্ক থেকে বর্ণাঢ্য র‌্যালি শুরু হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষীণ করে জেলা প্রশাসকের কার্যালয় এসে শেষ হয়।

  • সর্বশেষ
  • জনপ্রিয়