শিরোনাম
◈ চট্টগ্রামে জুতার কারখানায় আগুন, নিয়ন্ত্রণে ১২ ইউনিট ◈ জিয়াও কখনো স্বাধীনতার ঘোষক দাবি করেনি, বিএনপি নেতারা যেভাবে করছে: ড. হাছান মাহমুদ ◈ আওয়ামী লীগ সবচেয়ে বড় ভারতীয় পণ্য: গয়েশ্বর ◈ সন্ত্রাসীদের ওপর ভর করে দেশ চালাচ্ছে সরকার: রিজভী ◈ ইফতার পার্টিতে আওয়ামী লীগের চরিত্রহনন করছে বিএনপি: কাদের ◈ বাংলাদেশে কারাবন্দী পোশাক শ্রমিকদের মুক্তির আহ্বান যুক্তরাষ্ট্রের ফ্যাশন লবি’র ◈ দক্ষিণ আফ্রিকায় সেতু থেকে তীর্থ যাত্রীবাহী বাস খাদে, নিহত ৪৫ ◈ ২২ এপ্রিল ঢাকায় আসছেন কাতারের আমির, ১০ চুক্তির সম্ভাবনা ◈ ইর্ন্টান চিকিৎসকদের দাবি নিয়ে প্রধানমন্ত্রী’র সঙ্গে কথা বলেছি: স্বাস্থ্যমন্ত্রী ◈ উন্নয়ন সহযোগীদের একক প্ল্যাটফর্মে আসা প্রয়োজন: পরিবেশমন্ত্রী

প্রকাশিত : ২৭ সেপ্টেম্বর, ২০১৮, ০৬:৩৩ সকাল
আপডেট : ২৭ সেপ্টেম্বর, ২০১৮, ০৬:৩৩ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

নোভিচক হামলার সন্দেহভাজন পেয়েছিলেন ‘হিরো অব রাশিয়া’ পদক!

সান্দ্রা নন্দিনী: ব্রিটেনের মাটিতে সাবেক রুশ গুপ্তচর সের্গেই স্ক্রিপাল ও তার মেয়ে ইউলিয়া স্ক্রিপালের ওপর শক্তিশালী রাসায়নিক নোভিচক হামলার ঘটনার সন্দেহভাজন সেনাকর্মকর্তাকে ‘হিরো অব রাশিয়া’ পদক দিয়েছিলেন দেশটির প্রেসিডেন্ট ভøাদিমির পুতিন। ব্রিটিশ অনুসন্ধানী ওয়েবসাইট ‘বেলিংক্যাট’ এতথ্য জানায়।

উল্লেখ্য, গত মার্চে ব্রিটেনের স্যালিসবারিতে স্ক্রিপাল পিতা-কন্যাকে অচেতন অবস্থায় একটি পার্কের বেঞ্চে পড়ে থাকতে দেখা যায়। পরবর্তীতে নিরীক্ষার পর জানা যায়, তাদের ওপর নার্ভ এজেন্ট প্রয়োগ করা হয়েছে। ব্রিটেনের পক্ষ থেকে এঘটনায় রাশিয়ার হাত আছে বলে অভিযোগ করা হয়। যদিও রাশিয়া বরাবরই এ অভিযোগ অস্বীকার করে আসছে।

পরবর্তীতে, যুক্তরাজ্য তদন্তকারীদল দুই রুশ নাগরিককে এঘটনার সন্দেহভাজন হিসেবে সনাক্ত করে। এরমধ্যে একজন রুসলান বোশিরোভ। যিনি একজন সেনা কর্মকর্তা বলে জানা যায়। তবে, পুতিন দাবি করেছেন, বোশিরোভ একজন সাধারণ নাগরিক। তাছাড়া, একটি রুশ টিভিতে বোশিরোভ জানিয়েছেন, তিনি স্যালিসবারিতে গিয়েছেন তবে সেটি কেবলই একজন পর্যটক হিসেবে।

এদিকে, বেলিংক্যাট জানায়, বোশিরোভ মূলত একজন গোয়েন্দা কর্মকর্তা। আর তার আসল নাম কর্নেল আনাতোলি চেপিগা। ২০১৪ সালে তিনি চেচনিয়া ও ইউক্রেনে কর্মরত ছিলেন। আর সেসময়ই কর্মক্ষেত্রে সফলতার জন্য তাকে ‘হিরো অব দ্য রাশিয়ান ফেডারেশন’ পদক দেওয়া হয়। রুশ পররাষ্ট্রমন্ত্রীর মুখপাত্র মারিয়া জাখারোভা ব্রিটিশ ওয়েবসাইটটির এই অভিযোগ নাকচ করে দিয়ে বলেছেন, ‘এটি সম্পূর্ণই একটি ভিত্তিহীন অভিযোগ।’ বিবিসি

  • সর্বশেষ
  • জনপ্রিয়