শিরোনাম
◈ দক্ষিণ ভারতে ইন্ডিয়া জোটের কাছে গো-হারা হারবে বিজেপি: রেভান্ত রেড্ডি ◈ সাভারে শো-রুমের স্টোররুমে বিস্ফোরণ, দগ্ধ ২ ◈ ইরানের ওপর মার্কিন যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্যের নতুন নিষেধাজ্ঞা ◈ আবারও বাড়লো স্বর্ণের দাম  ◈ চলচ্চিত্র ও টিভি খাতে ভারতের সঙ্গে অভিজ্ঞতা বিনিময় হবে: তথ্য প্রতিমন্ত্রী ◈ ভারতের পররাষ্ট্র সচিব বিনয় মোহন কোয়াত্রার ঢাকা সফর স্থগিত ◈ বিএনপি নেতাকর্মীদের জামিন না দেওয়াকে কর্মসূচিতে পরিণত করেছে সরকার: মির্জা ফখরুল ◈ ব্রিটিশ হাইকমিশনারের সঙ্গে বিএনপি নেতাদের বৈঠক ◈ মিয়ানমার সেনার ওপর নিষেধাজ্ঞা থাকায় তাদের সঙ্গে সরাসরি যোগাযোগ করা সম্ভব হচ্ছে না: সেনা প্রধান ◈ উপজেলা নির্বাচন: মন্ত্রী-এমপিদের আত্মীয়দের সরে দাঁড়ানোর নির্দেশ আওয়ামী লীগের

প্রকাশিত : ২৭ সেপ্টেম্বর, ২০১৮, ১০:৫৩ দুপুর
আপডেট : ২৭ সেপ্টেম্বর, ২০১৮, ১০:৫৩ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

বিএনপি নেতা কায়সার কামালের বাসায় পুলিশের তল্লাশি

ডেস্ক রিপোর্ট : বিএনপির জাতীয় নির্বাহী কমিটির আইন বিষয়ক সম্পাদক ব্যারিস্টার কায়সার কামালের ইস্কাটনের বাসায় তল্লাশি চালিয়েছে পুলিশের গোয়েন্দা শাখা (ডিবি)।

বুধবার (২৬ সেপ্টেম্বর) রাতে এই তল্লাশি চালানো হয় বলে নিশ্চিত করেছেন বিএনপি মিডিয়া উইংয়ের কর্মকর্তা শামসুদ্দিন দিদার। এছাড়া ওই এলাকায় কর্মরত রমনা থানার একজন উপপরিদর্শকও কায়সার কামালের বাসার সামনে আইনশৃঙ্খলা বাহিনীর অবস্থান নেওয়ার কথা নিশ্চিত করেছেন।

শামসুদ্দিন দিদার জানান, বুধবার রাত ১০টার দিকে কায়সার কামালের বাসায় প্রবেশ করে ডিবি পুলিশের একটি দল। এরপর প্রায় দেড় ঘণ্টা ধরে তারা ওই বাসা তল্লাশি করে। পরে রাত সাড়ে ১১টার দিকে ওই বাসা থেকে গোয়েন্দা পুলিশের দলটি বেরিয়ে যায়।

বুধবার রাতে ইস্কাটন এলাকায় কর্তব্যরত রমনা থানার এসআই মোশারফ হোসেন জানান, ডিবি পূর্ব বিভাগের একটি দল কায়সার কামালের বাসার সামনে অবস্থান নেয়। রাত ১১টা ২৪ মিনিটে দলটি ওই এলাকা ছেড়ে চলে যায়। তবে তারা আবার আসতে পারে বলে জানিয়ে যায় কায়সার কামালকে।

কী কারণে ডিবি পুলিশের দলটি কায়সার কামালের বাসায় গিয়েছিল, তা জানাতে পারেননি এসআই মোশারফ।

কায়সার কামালের ওই বাসার কেয়ারটেকার বাবলুও জানান, রাতে ওই বাসায় ডিবি পুলিশের কর্মকর্তারা এসেছিলেন। তবে তারা কাউকে আটক করেনি। বাসায় কিছুক্ষণ অবস্থান করে চলে যান।-সারাবাংলা

  • সর্বশেষ
  • জনপ্রিয়