শিরোনাম
◈ সরকারি দপ্তরগুলোতে গাড়ি কেনা ও বিদেশ সফরে কড়াকড়ি: কৃচ্ছ্রনীতির অংশ হিসেবে অর্থ মন্ত্রণালয়ের নতুন নির্দেশনা ◈ ২১ বছর বয়স হলেই স্টার্ট-আপ লোনের সুযোগ, সুদ মাত্র ৪%: বাংলাদেশ ব্যাংকের নতুন নির্দেশনা ◈ ঢাকায় একটি চায়না টাউন প্রতিষ্ঠা করা যেতে পারে: আশিক চৌধুরী ◈ তিন বোর্ডে বৃহস্পতিবারের এইচএসসি ও সমমানের পরীক্ষা স্থগিত ◈ এসএসসির ফল নিয়ে যে বার্তা দিলেন শিক্ষা উপদেষ্টা ◈ সৈক‌তের কা‌ছে দু:খ প্রকাশ ক‌রে‌ছেন ‌বি‌সি‌বির প্রধান নির্বাচক  ◈ ভারত সরকারকে আম উপহার পাঠাল বাংলাদেশ ◈ পুলিশের ঊর্ধ্বতন ১৬ কর্মকর্তা বদলি ◈ কল রেকর্ড ট্রেলার মাত্র, অনেক কিছু এখনো বাকি, অপেক্ষায় থাকুন: তাজুল ইসলাম ◈ জাতীয় নির্বাচনের সব প্রস্তুতি ডিসেম্বরের মধ্যে সম্পন্ন করার নির্দেশ দিয়েছেন প্রধান উপদেষ্টা : প্রেস সচিব

প্রকাশিত : ২৭ সেপ্টেম্বর, ২০১৮, ০৮:১১ সকাল
আপডেট : ২৭ সেপ্টেম্বর, ২০১৮, ০৮:১১ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

‘চাকরিজীবনে এমন বিব্রতকর অবস্থায় পড়িনি, দোয়া করেন যেন মুক্তি পাই’

শোভন দত্ত: ‘না, কোনো সুখবর নেই। দুই প্রোভিসি, কোষাধ্যক্ষ, প্রক্টর ও রেজিস্ট্রার এখনও অবরুদ্ধ। টেকনিক্যাল কারণে ভিসি স্যার বিশ্ববিদ্যালয়ে আসেননি। তবে তিনি যোগাযোগ রক্ষা করছেন। বিক্ষুব্ধ চিকিৎসকদের সঙ্গে আলোচনা চলছে। সমাধান হচ্ছে না। কয়েক বছরের চাকরিজীবনে এমন বিব্রতকর অবস্থায় পড়িনি। দোয়া করেন যেন মুক্তি পাই।’ বুধবার দিবাগত রাতে উদ্বিগ্ন কণ্ঠে কথাগুলো বলছিলেন বিএসএমএমইউ’র শীর্ষ এক কর্মকর্তা।
মোবাইল ফোনে তিনি বলেন,বিশ্ববিদ্যালয়ের একজন শীর্ষ কর্মকর্তা হিসেবে তাকে গভীর রাতেও অন্যান্য কর্মকর্তাদের পাশে থাকতে হচ্ছে।
বুধবার ‍দুপুর থেকে হঠাৎ উত্তপ্ত হয়ে ওঠে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় (বিএসএমএমইউ) ক্যাম্পাস। বৃহস্পতিবার বিশ্ববিদ্যালয়ের দুই শতাধিক চিকিৎসকের নিয়োগ পরীক্ষা অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। কিন্তু মঙ্গলবার সিন্ডিকেটের এক জরুরি সভায় নিয়োগ পরীক্ষা সাময়িকভাবে স্থগিত করা হয়। স্থগিত পরীক্ষাকে কেন্দ্র করে বিক্ষুব্ধ হয়ে ওঠেন কয়েকশ চিকিৎসক।পরীক্ষা স্থগিতের সিদ্ধান্তের প্রতিবাদ এবং দ্রুত নিয়োগের দাবিতে বুধবার দুপুর ২টা থেকে বিশ্ববিদ্যালয়ের প্রোভিসি (শিক্ষা) অধ্যাপক ডা. সাহানা আখতার রহমানকে তার কার্যালয়ে অবরুদ্ধ করে রাখেন চাকরিপ্রত্যাশীরা। সেইসঙ্গে অনতিবিলম্বে নিয়োগ পরীক্ষার তারিখ ঘোষণার দাবিতে ক্যাম্পাসে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেন তারা।
পরবর্তীতে প্রোভিসিকে (শিক্ষা) উদ্ধার করতে গিয়ে প্রোভিসি (প্রশাসন) অধ্যাপক ডা. রফিকুল আলম, প্রোভিসি (গবেষণা ও উন্নয়ন) অধ্যাপক ডা. শহীদুল্লাহ শিকদার, কোষাধ্যক্ষ অধ্যাপক ডা. আতিকুর রহমান, প্রক্টর অধ্যাপক ডা. মোজাফফর হোসেন ও রেজিস্ট্রার অধ্যাপক ডা. আবদুল হান্নানও অবরুদ্ধ হন।
নাম প্রকাশ না করার শর্তে একাধিক দায়িত্বশীল কর্মকর্তা বলেন, আন্দোলনকারীরা নিজেদের সরকারদলীয় পরিচয় দিয়ে দ্রুত পরীক্ষা গ্রহণ ও শুধু তাদের চাকরিতে নিয়োগ দিতে চাপ সৃষ্টি করছেন। গত কয়েকদিন যাবত তারা ভিসি ও প্রোভিসিসহ সকলের ওপর চাপ সৃষ্টি করে আসছিলেন। সূত্র: জাগোনিউজ

  • সর্বশেষ
  • জনপ্রিয়