শিরোনাম
◈ তীব্র গরমে শিক্ষাপ্রতিষ্ঠান আরও ৭ দিন বন্ধ ঘোষণা ◈ সিরিয়ায় আইএসের হামলায় ২৮ সেনা নিহত ◈ সরকার চোরাবালির ওপর দাঁড়িয়ে, পতন অনিবার্য: রিজভী  ◈ সরকারের বিরুদ্ধে অবিরাম নালিশের রাজনীতি করছে বিএনপি: ওবায়দুল কাদের ◈ বুশরা বিবিকে ‘টয়লেট ক্লিনার’ মেশানো খাবার খাওয়ানোর অভিযোগ ইমরানের ◈ গাজায় নিহতের সংখ্যা ৩৪ হাজার ছাড়াল ◈ প্রার্থী নির্যাতনের বিষয়ে পুলিশ ব্যবস্থা নেবে, হস্তক্ষেপ করবো না: পলক ◈ বিনা কারণে কারাগার এখন বিএনপির নেতাকর্মীদের স্থায়ী ঠিকানা: রিজভী ◈ অ্যাননটেক্সকে জনতা ব্যাংকের সুদ মওকুফ সুবিধা বাতিলের নির্দেশ বাংলাদেশ ব্যাংকের ◈ চুয়াডাঙ্গায় তাপমাত্রা ৪১ দশমিক ৩ ডিগ্রি, হিট এলার্ট জারি 

প্রকাশিত : ২৭ সেপ্টেম্বর, ২০১৮, ০৩:৪১ রাত
আপডেট : ২৭ সেপ্টেম্বর, ২০১৮, ০৩:৪১ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

তড়িঘড়ি করে দেশে পাঠানো হলো সাকিবকে

স্পোর্টস ডেস্ক : তড়িঘড়ি করে সাকিব আল হাসানকে দেশে পাঠানো হয়েছে। এশিয়া কাপের সুপার ফোরে পাকিস্তানের বিপক্ষে ম্যাচ চলাকালীন বিমানে করে ঢাকার পথে রওনা দেন। আঙুলের ব্যাথা বেড়ে যাওয়ার কারণে তিনি খলেতে পারেননি পাকিস্তানের বিপক্ষে।

বাংলাদেশ দলের ম্যানেজার খালেদ মাহমুদ সুজন সাংবাদিকদের বলেন, ‘আজ বিকেল ৪টার ফ্লাইটে সাকিব দেশে ফিরে গেছে। এখন আঙুলে যত তাড়াতাড়ি সম্ভব অস্ত্রোপচার করাতে হবে। তার ইচ্ছা ছিল, নিউইয়র্কে অস্ত্রোপচার করাবে। কিন্তু আপাতত মেলবোর্নে অস্ত্রোপচার করানোর সম্ভাবনাই বেশি। দেশ থেকে শনি বা রোববার ও মেলবোর্ন যেতে পারে।’

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সিরিজের পর সাকিব দেশে ফিরেই জানিয়েছিলেন, যত দ্রুত সম্ভব আঙুলের চিকিৎসা করাতে চান। সম্ভব হলে এশিয়া কাপের আগেই। কিন্তু দলের প্রয়োজনে ব্যথানাশক ‍ওষুধ খেয়ে মাঠে নেমেছিলেন সুপার ফোরের দ্বিতীয় ম্যাচ পর্যন্ত।

বিপত্তি বাধে পাকিস্তানের বিপক্ষে সুপার ফোরের আজকের শেষ ম্যাচে। এ ম্যাচে জয়ী দলই ফাইনালে ভারতের মুখোমুখি হবে। তাই ম্যাচটি রূপ নিয়েছে অলিখিত সেমিফাইনালে। আঙুলে ব্যথার কারণে এমন গুরুত্বপূর্ণ ম্যাচ থেকেই ছিটকে গেছেন সাকিব।

ম্যাচ শুরুর আগে বাংলাদেশ দলের ম্যানেজার খালেদ মাহমুদ সুজন বলেন, ‘ওর যে আঙুলে সমস্যা, সেটি এখন অনেক ফুলে গেছে। বাড়তি যে হাড়ের কারণে সমস্যা হচ্ছিল,সেটি আরও বেড়েছে। অনেক লিকুইড জমা হয়েছে। ব্যাটই ধরতে পারছে না।'

সাকিবের পরিবর্তে আজকের একাদশে নেওয়া হয় মমিনুল হককে। কিন্তু ব্যাট হাতে ব্যর্থ হয়েছেন এ বাঁহাতি ব্যাটসম্যান। তার ব্যাট থেকে আসে মাত্র পাঁচ রান।

  • সর্বশেষ
  • জনপ্রিয়