শিরোনাম
◈ দক্ষিণ ভারতে ইন্ডিয়া জোটের কাছে গো-হারা হারবে বিজেপি: রেভান্ত রেড্ডি ◈ ইরানের ওপর মার্কিন যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্যের নতুন নিষেধাজ্ঞা ◈ আবারও বাড়লো স্বর্ণের দাম  ◈ ভারতের পররাষ্ট্র সচিব বিনয় মোহন কোয়াত্রার ঢাকা সফর স্থগিত ◈ বিএনপি নেতাকর্মীদের জামিন না দেওয়াকে কর্মসূচিতে পরিণত করেছে সরকার: মির্জা ফখরুল ◈ ব্রিটিশ হাইকমিশনারের সঙ্গে বিএনপি নেতাদের বৈঠক ◈ মিয়ানমার সেনার ওপর নিষেধাজ্ঞা থাকায় তাদের সঙ্গে সরাসরি যোগাযোগ করা সম্ভব হচ্ছে না: সেনা প্রধান ◈ উপজেলা নির্বাচন: মন্ত্রী-এমপিদের আত্মীয়দের সরে দাঁড়ানোর নির্দেশ আওয়ামী লীগের ◈ বোতলজাত সয়াবিনের দাম লিটারে ৪ টাকা বাড়লো ◈ রেকর্ড বন্যায় প্লাবিত দুবাই, ওমানে ১৮ জনের প্রাণহানি

প্রকাশিত : ২৭ সেপ্টেম্বর, ২০১৮, ০২:১৫ রাত
আপডেট : ২৭ সেপ্টেম্বর, ২০১৮, ০২:১৫ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

আইসিটির মাধ্যমে নারীর ক্ষমতায়নের কাজ করছে সরকার: মোস্তাফা জব্বার

ফাহিম ফয়সাল : ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুুক্তি মন্ত্রী মোস্তাফা জব্বার বলেছেন, নারীদের তথ্যপ্রযুক্তির সাথে সম্পৃক্ত করতে বর্তমান সরকার বিভিন্ন কার্যকরি পদক্ষেপ গ্রহণ করেছে।

বুধবার (২৬ সেপ্টেম্বর) রাজধানীর আগারগাঁও আইসিটি টাওয়ারের তথ্য ও যোগাযোগ প্রযুক্তি অধিদপ্তরের সম্মেলন কক্ষে ভিডিও কনফারেন্সিং এর মাধ্যমে ‘প্রযুক্তির সহায়তায় নারীর ক্ষমতায়ন’ শীর্ষক প্রকল্পের প্রশিক্ষণ কার্যক্রম উদ্বোধনকালে এ কথা বলেন তিনি।

তিনি বলেন, আইসিটি সেক্টরে নারীর কর্মসংস্থানের সুযোগ বৃদ্ধি, নারী উদ্যোক্তা তৈরী এবং সর্বোপরি আইসিটির মাধ্যমে নারীদের ক্ষমতায়িত করার লক্ষে 'সি পাওয়ার' প্রকল্পসহ বিভিন্ন কর্মসূচি গ্রহণ ও বাস্তবায়ন করেছে।

তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক বলেন দেশের উন্নয়ন কর্মকাণ্ড তরান্বিত করতে সকল ক্ষেত্রে নারীদের সমান অংশগ্রহণ নিশ্চিত করতে হবে।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন আইসিটি অধিদপ্তরের মহাপরিচালক এ কে এম খায়রুল আলম। অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন আইসিটি বিভাগের সচিব জুয়েনা আজিজ, আইসিটি অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক মালিহা নার্গিস, প্রযুুক্তির সহায়তায় নারীর ক্ষমতায়ন প্রকল্পের পরিচালক মো. সোলায়মান মন্ডলসহ অন্যান্য কর্মকর্তাগণ।

পরে মন্ত্রী ভিডিও কনফারেন্সিং এর মাধ্যমে ২১টি জেলার প্রশিক্ষণ কার্যক্রম আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করেন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়