শিরোনাম

প্রকাশিত : ২৭ সেপ্টেম্বর, ২০১৮, ০১:৩২ রাত
আপডেট : ২৭ সেপ্টেম্বর, ২০১৮, ০১:৩২ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

৩ লাখ কোটি ৮০ হাজার ডলারের ডিজিটাল অর্থনীতিকে সম্প্রসারিত করার পরিকল্পনা চীনের

লিহান লিমা: চাকরির সুযোগ সৃষ্টি করতে ৩ লাখ কোটি ৮০ হাজার ডলারের ডিজিটাল অর্থনীতির খাত আরো সম্প্রসারণে বৃহত্তর উদ্যোগ হাতে নিয়েছে চীন। বুধবার দেশটির জাতীয় উন্নয়ন ও সংস্কার কমিশন-এনডিআরসি জানায়, চাকরি খাতে উন্নতি ও সমৃদ্ধির জন্য চীন ডিজিটাল পদ্ধতির উন্নয়নে কাজ করবে।

দেশটির তথ্য প্রযুক্তি বিষয়ক একাডেমির মতে, ২০১৭ সালে দেশটির ডিজিটাল অর্থনীতির হার ছিল ১৮ শতাংশ। যার অর্থমূল্য ৩ লাখ কোটি ৮০ হাজার ডলার। এক মাস আগে এনডিআরসি চীনের ডেভেলপমেন্ট ব্যাংকের সঙ্গে ডিজিটাল খাতে সহায়তার জন্য ১ হাজার ৪৫৫ কোটি ডলারের চুক্তি স্বাক্ষর করে।

সম্প্রতি চীনের প্রশাসন ও সরকারী সংস্থাগুলো দেশটির দীর্ঘ-মেয়াদি উন্নয়নে কৃত্রিম বুদ্ধিমত্তার উন্নয়ন ও প্রযুক্তিগত উদ্ভাবনের জন্য দক্ষ বিদেশী অভিবাসী নেয়ার কথা জানায়। এনডিআরসি জানায়, ইন্টারনেট, তথ্য প্রযুক্তি, ক্লাউডিং কম্পিউটিং ও এআইতে বৃহত্তর পরিকল্পনা হাতে নেয়া হয়েছে। ২০১৫ সালের মধ্যে এই সব খাতে নতুন চাকরি ও সম্ভাবনার সুযোগ তৈরি হবে। সেই সঙ্গে টেক্সটাইল, ফার্নিচার, খাদ্য ও রাসায়নিকের মত কম উৎপাদনশীল খাতগুলো নিষিদ্ধ করা হবে। তবে জ্বালানি, গাড়ি ও রোবট শিল্পের অনুমোদন থাকবে।

বুধবার দেশটির প্রেসিডেন্ট শি জিনপিং বলেন, বাণিজ্যে সংরক্ষণবাদ ও কতৃর্ত্ববাদের এই সময়ে চীনকে নিজের ওপর নির্ভরশীল হতে হবে। সম্প্রতি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প চীনে ওপর শুল্কারোপ করায় দেশটির ‘মেড ইন চায়না-২০২৫’ লক্ষ্যমাত্রা কিছুটা বাধাগ্রস্ত হয়। সিএনবিসি,রয়টার্স

  • সর্বশেষ
  • জনপ্রিয়