শিরোনাম
◈ ঝালকাঠিতে ট্রাকচাপায় নিহতদের ৬ জন একই পরিবারের ◈ গাজীপুরের টঙ্গি বাজারে আলুর গুদামে আগুন ◈ রাজনৈতিক বিশ্লেষক মনোয়ারুল হক মারা গেছেন ◈ ভারতের পররাষ্ট্র সচিব শনিবার ঢাকা আসছেন ◈ দুই এক পশলা বৃষ্টি হলেও তাপদাহ আরো তীব্র হতে পারে  ◈ এথেন্স সম্মেলন: দায়িত্বশীল ও টেকসই সমুদ্র ব্যবস্থাপনায় সম্মিলিত প্রয়াসের আহ্বান পররাষ্ট্রমন্ত্রীর ◈ কেএনএফ চাইলে আবারও আলোচনায় বসার সুযোগ দেওয়া হবে: র‌্যাবের ডিজি ◈ ওবায়দুল কাদেরের হৃদয় দুর্বল, তাই বেশি অবান্তর কথা বলেন: রিজভী ◈ মধ্যপ্রাচ্যের পরিস্থিতি বিবেচনায় প্রস্তুতি নেওয়ার নির্দেশ দিলেন প্রধানমন্ত্রী ◈ বাংলাদেশ সংকট থেকে ঘুরে দাঁড়াতে শুরু করেছে: অর্থমন্ত্রী

প্রকাশিত : ২৭ সেপ্টেম্বর, ২০১৮, ০৩:২৬ রাত
আপডেট : ২৭ সেপ্টেম্বর, ২০১৮, ০৩:২৬ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

চলতি অর্থবছর শেষে প্রবৃদ্ধি হবে ৭.৫ শতাংশ

সাইদ রিপন : চলতি অর্থবছর (২০১৮-১৯) শেষে বাংলাদেশের মোট দেশজ উৎপাদনের (জিডিপি) প্রবৃদ্ধি ৭ দশমিক ৫ শতাংশ হবে বলে পূর্বাভাস দিয়েছে এশিয়া উন্নয়ন ব্যাংক (এডিবি)।তবে এডিবির কান্ট্রি ডিরেক্টর মনমোহন পরকাশ বলেছেন, আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে অর্থনীতিতে বড় ধরনের প্রভাব না পড়লে প্রবৃদ্ধি ৮ শতাংশও হতে পারে। এডিবির প্রকাশিত প্রতিবেদনটি উপস্থাপন করেন, সংস্থাটির সিনিয়র ইকোনমিস্ট সুং চ্যান হু এবং প্রিন্সিপাল কান্ট্রি স্পেশালিষ্ট জয়তসানা ভারমা।

বুধবার আগারগাঁওয়ে এডিবির কার্যালয়ে এশিয়ান ডেভেলপমেন্ট আউটলুক-২০১৮ এর প্রতিবেদন প্রকাশ অনুষ্ঠানে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে মনমোহন পরকাশ এ মন্তব্য করেন। মনমোহন পরকাশ বলেছেন, অর্থনৈতিক অবস্থা ইতিবাচক, মাইক্রো ইকোনমি স্টাবল। গত কয়েক বছর বাংলাদেশ অর্থনীতে ধারাবাহিকভাবে শক্তিশালী হয়েছে। আর দেশের মানুষ নির্বাচন নিয়ে উৎসাহিত তারা এখন নির্বাচনমুখী। এসব কারণে সামনে জাতীয় নির্বাচনে অর্থনীতিতে তেমন নেতিবাচক প্রভাব ফেলবে না।

এক প্রশ্নের জবাবে মনমোহন পরকাশ বলেন, আগামী অর্থবছরে জিডিপি প্রবৃদ্ধি ৮ শতাংশ হওয়া সম্ভব। তবে এর জন্য বর্তমান পলিসি থাকতে হবে, সরকারি বিনিয়োগের পশাপাশি বেসকারি বিনিয়োগ বাড়াতে হবে।রাস্তা-ঘাটসহ অবকাঠামো উন্নয়নে জোড় দিতে হবে। সহজে ব্যবসা সূচক বা ডুইং বিজনেস ইনডেক্স সূচকে উন্নতি করতে হবে। তবে বর্তমান প্রেক্ষাপটে দেশে যেভাবে সরকারি বিনিয়োগ বাড়ছে সেভাবে বেসরকারি বিনিয়োগ বাড়েনি। শক্তিশালী অর্থনৈতিক উন্নয়নের জন্য বেসরকারি বিনিয়োগ বাড়ানো প্রয়োজন।

সংরক্ষণমূলক বাণিজ্যনীতির মাধ্যমে মার্কিন যুক্তরাষ্ট্র শুল্ক আরোপ করছে। পাল্টা ব্যবস্থা হিসাবে চীনসহ অন্যান্য দেশও শুল্ক আরোপ করছে। এর ফলে বাংলাদেশের অর্থনীতিতে বাণিজ্য ঝুঁকির মধ্যে পড়বে কিনা এমন প্রশ্নের জবাবে, এডিবির কান্ট্রি ডিরেক্টর বলেন, এ থেকে বাংলাদেশ সুবিধা নিতে পারে। কারণ বাংলাদেশর অর্থনীতি ক্রমান্বয়ে অগ্রসর হচ্ছে। তৈরী পোশাক শিল্পে বাংলাদেশ খুব ভাল করছে। আইটি শিল্প, চামড়া শিল্প সম্ভবনাময় খাত। এসব সেক্টরে উন্নয়ন করে বাণিজ্য সুবিধা গ্রহণ করতে পারে বাংলাদেশ। এজন্য সরকারকে অবকাঠামো উন্নয়নে আরো জোড় দিতে হবে।

প্রতিবেদনে বলা হয়েছে, চলতি অর্থবছর রপ্তানির অবস্থা স্থিতিশীল থাকবে। তবে আমদানির গতি কিছুটা ধীর হবে। এছাড়া শিল্পখাতে প্রবৃদ্ধির ধারাবাহিকতা বাড়বে এবং স্থিতিশীল প্রবৃদ্ধি বজায় থাকবে। প্রসঙ্গত, বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর (বিবিএস) তথ্য মতে বিদায়ী ২০১৭-১৮ অর্থবছরের জিডিপির চূড়ান্ত হিসেব অনুযায়ী প্রবৃদ্ধি অর্জিত হয়েছে ৭ দশমিক ৮৬ শতাংশ। মনমোহন প্রকাশ বলেন, গত ১০ বছরে বাংলাদেশের অর্থনীতির ভালো অগ্রগতি হয়েছে। অর্থনীতি উন্নয়নের জন্য সকরার কিছু ভালো পদক্ষেপ নিয়েছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়